Realme P4x 5G is launching on December 4, 2025
Photo Credit: Realme
Realme P4x 5G ভারতে ডিসেম্বর 4 লঞ্চ হবে। আজ সংস্থাটি আনুষ্ঠানিক ভাবে এই কথা ঘোষণা করেছে। তবে শুধু স্মার্টফোন নয়, সেই দিন Realme Watch 5 আসবে। ফোনটি হাই-পারফরম্যান্স এবং গেমিং-এর দিকে বেশি গুরুত্ব দেবে বলে জানা গিয়েছে। সম্প্রতি Flipkart-এ স্মাটফোনটির একটি মাইক্রোসাইট চালু হয়েছিল। এখন সেটি আপডেট করার ফলে বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য প্রকাশ হয়েছে। Realme P4x 5G ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া (BGMI)-তে সর্বোচ্চ 90 FPS পর্যন্ত গেমপ্লে সাপোর্ট করে৷ Free Fire গেমে সেটা পৌঁছবে 120 FPS-এ৷ অর্থাৎ, ফোনটি গেমারদের টার্গেট করে আসছে।
Realme P4x 5G মডেলে MediaTek Dimensity 7400 Ultra চিপসেট ব্যবহার করা হয়েছে। রিয়েলমির দামি, এটি AnTuTu বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে 7,80,000-এর বেশি পয়েন্ট স্কোর করেছে। ফ্লিপকার্টের লিস্টিং পূর্বে প্রকাশ করেছিল যে, ডিভাইসটি একসঙ্গে 90টি অ্যাপ চালাতে পারবে। এর অর্থ হল, ফোনটি মাল্টিটাস্কিং এবং ভারী ব্যবহারের জন্য অপ্টিমাইজ করা থাকবে।
রিয়েলমি পি4এক্স 5G এর ডিসপ্লে 144 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে বলে জানা গিয়েছে। এটি 18 জিবি পর্যন্ত ডাইনামিক র্যাম ও 256 জিবি অনবোর্ড স্টোরেজ অফার করবে। মনে রাখবেন, 18 জিবি কিন্তু ফিজিক্যাল র্যাম নয়। ডাইনামিক র্যাম ফোনের অনবোর্ড স্টোরেজের অব্যবহৃত অংশকে ব্যবহার করে র্যামের ক্ষমতা বাড়ায়।
রিয়েলমির আসন্ন ফোনে 7,000mAh ব্যাটারি ব্যবহার করা হবে যা 45W ফাস্ট চার্জিং এবং বাইপাস চার্জিং সাপোর্ট করবে। এই ফোনে 5,300 স্কোয়ার মিলিমিটার ভ্যাপার চেম্পার (VC) কুলিং সিস্টেম থাকবে। এটি CPU-এর তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমাতে সক্ষম। জানিয়ে রাখি, ভিসি কুলিং সিস্টেম ফোনের ভিতরে তাপমাত্রা দ্রুত ছড়িয়ে দিতে সাহায্য করে। ফলে ফোন অতিরিক্ত গরম হয় না।
টেক ব্লগার সুধাংশু আম্ভোরের পোস্ট থেকে জানা গিয়েছে, Realme P4x 5G এর দাম 20,000 টাকার মধ্যে থাকতে পারে। ফোনটিরির সামনে একটি 6.72 ইঞ্চি LCD ডিসপ্লে থাকবে যা FHD+ রেজোলিউশন সাপোর্ট করবে। এই হ্যান্ডসেটের ক্যামেরা মডিউল অনেকটা Samsung Galaxy Z Fold 7-এর মতো দেখতে।
অন্য দিকে, Realme Watch 5 একটি 1.97 ইঞ্চি AMOLED ডিসপ্লের সঙ্গে আসবে। স্মার্টওয়াচটি লাইট মোড অন থাকা অবস্থায় একটানা 20 দিন ব্যাটারি ব্যাকআপ সরবরাহ করবে। অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে স্কোয়ার ফ্রেম, 2D ফ্ল্যাট গ্লাস কভার, হানিকম্ব স্পিকার হোল, ও মেটালিক টেক্সচার ইউনিবডি ডিজাইন থাকছে। শেষে বলে রাখি, Realme GT 8 Pro ও Realme GT 8 Pro Dream Edition এর সেল গতকাল শুরু হয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.