Realme P4x 5G এর ফ্লিপকার্ট পেজে 'বিল্ট টু ফাস্টেস্ট" লেখা আছে। অর্থাৎ, এটি গেমার ও হেভি ইউজারদের টার্গেট করে আসছে।
Photo Credit: Realme
Realme P4x 5G will be the third phone in Realme P4 Series (pictured)
Realme P4 সিরিজ আগস্টে ভারতে লঞ্চ হয়েছিল। এই লাইনআপটির অধীনে Realme P4 5G ও P4 Pro 5G বাজারে এসেছিল। আর এখন সিরিজে Realme P4x 5G নামে আরও একটি মডেল যুক্ত করছে সংস্থা। ফোনটি হাই-পারফরম্যান্স এবং গেমিং-এর দিকে বেশি গুরুত্ব দেবে বলে জানা গিয়েছে। এখন Flipkart-এর একটি মাইক্রোসাইট থেকে ফোনটির বেশ কিছু ফিচার্স প্রকাশ হয়েছে। পাশাপাশি, একটি সূত্র ফোনটির দাম ও মেজর স্পেসিফিকেশন ফাঁস করেছে। Realme P4x 5G এর ফ্লিপকার্টের টিজার পেজে 'বিল্ট টু ফাস্টেস্ট" লেখা রয়েছে। অর্থাৎ, ফোনটি গেমার ও হেভি ইউজারদের টার্গেট করে আসছে।
ফ্লিপকার্টের লিস্টিং অনুযায়ী, রিয়েলমি পি4এক্স 5G একসঙ্গে 90টি অ্যাপ চালাতে পারবে, কিন্তু স্লো হবে না। এর অর্থ হল, ফোনটি মাল্টিটাস্কিং এবং ভারী ব্যবহারের জন্য অপ্টিমাইজ করা থাকবে। এছাড়াও, মাইক্রোসাইট থেকে জানা গিয়েছে, এটি জিটি মোডে 90fps গেমিং সাপোর্ট করবে। ফলে গেম খেলার সময় স্মুথ ও ফাস্ট ফ্রেম রেট মিলবে।
Realme P4x 5G পাঞ্চ-হোল ডিসপ্লে ও স্লিম বেজেলের সঙ্গে আসবে। ফ্লিপকার্টের পেজ চার্জিং ফিচারও প্রকাশ করেছে। ডিভাইসটি বাইপাস চার্জিং এবং 45W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। রিয়েলমি দাবি করেছে যে, আসন্ন মডেলটি তার দামের রেঞ্জে একমাত্র স্মার্টফোন, যেখানে ভ্যাপার চেম্পার কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। এটি গেমিং, এডিটিং, বা ভারী কাজের সময় অতিরিক্ত গরম হওয়া আটকাতে সাহায্য করবে।
অন্য দিকে, টেক ব্লগার সুধাংশু আম্ভোরের X পোস্ট অনুযায়ী, Realme P4x 5G মডেলটির দাম 20,000 টাকার মধ্যে থাকবে। ফোনের সামনে 6.72 ইঞ্চি LCD ডিসপ্লে থাকবে যা 144 হার্টজ রিফ্রেশ রেট এবং FHD+ রেজোলিউশন সাপোর্ট থাকবে। এটি MediaTek-এর মিড-রেঞ্জ Dimensity 7400 Ultra চিপসেট দ্বারা পরিচালিত হবে।
পোস্টে আরও দাবি করা হয়েছে, ফটোগ্রাফির জন্য ফোনটির পিছনে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও একটি 2 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা থাকবে। সেলফি ও ভিডিও কলের জন্য, একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে। ফোনে 7,000mAh ব্যাটারি থাকবে যা 45W ফাস্ট চার্জিং সমর্থন করবে।
প্রসঙ্গত, Realme C85 5G নভেম্বর মাসে ভারতে আসবে বলে আশা করা হচ্ছে। এর দাম ভারতে 15,499 টাকা থেকে শুরু হতে পারে। বেস মডেল 4 জিবি র্যাম + 128 জিবি অনবোর্ড স্টোরেজ মিলবে। এতে 144 হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে, IP68 ও IP69-স্তরের জল ও ধুলোরোধী ক্ষমতা, 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 7,000mAh ব্যাটারি, 45W ফাস্ট চার্জিং থাকবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন