আকর্ষণীয় ছাড় এবং ব্যাংক অফারের সাথে পাওয়া যাচ্ছে নতুন-Realme GT 7 Pro

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 30 নভেম্বর 2024 20:26 IST
হাইলাইট
  • Realme GT 7 Pro হ্যান্ডসেটটিতে একটি 6.78ইঞ্চির Full-HD+ LTPO AMOLED ডিস
  • স্মার্টফোনটি Android 15-ভিত্তিক Realme UI 6.0-দ্বারা চালিত
  • হ্যান্ডসেটটি 120W-এর তারযুক্ত দ্রুত চার্জিং ব্যবস্থাকে সমর্থন করে

Realme GT 7 Pro ধুলো এবং জল প্রতিরোধের জন্য একটি IP69 রেটযুক্ত বিল্ড সহ আসে

Realme GT 7 Pro-হ্যান্ডসেটটি ভারতে 26সে নভেম্বর উন্মোচিত করা হয়েছিল,আজ থেকে সেটির বিশেষ ছাড়ের সাথে বিক্রয় শুরু হতে চলেছে।কোম্পানি ফোনটির উপলব্ধতা এবং লঞ্চ অফারগুলিকে যাচাই করেছে ।স্মার্টফোনটি কোয়ালকমের একদম নতুন অক্টাকোর Snapdragon 8 Elite-চিপসেট দ্বারা চালিত,এটিতে 16জিবি পর্যন্ত RAM এবং 120W-এর তারযুক্ত দ্রুত চার্জিং সমর্থিত একটি 5,800mAh-এর ব্যাটারী আছে।
উল্লেখযোগ্যভাবে এই একই হ্যান্ডসেট চীনে নভেম্বরের 4তারিখ লঞ্চ হয়েছিল এবং সেটিতে বড়ো ক্যাপাসিটি যুক্ত 6,500mAh ব্যাটারী আছে।

ভারতে Realme GT 7 Pro-এর দাম এবং লঞ্চের অফার:

ভারতে Realme GT 7 Pro-এর 12জিবি+256জিবি বিকল্পের দাম 59,999টাকা এবং 16জিবি+512জিবি বিকল্পটির দাম 65,999টাকা। বর্তমানে দেশে এটি অ্যামাজন,Realme-র ভারতীয় ওয়েবসাইটে এবং বাছাই করা কিছু অফলাইন স্টোরের মাধ্যমে উপলব্ধ আছে।

গ্রাহকরা ব্যাংক অফারের মাধ্যমে হ্যান্ডসেটটিকে 56,999টাকায় কিনতে পারবেন।অনলাইনের ক্রেতারা 12মাস পর্যন্ত No-Cost EMI-এর সুবিধা এবং এক বছরের জন্য বিনামূল্যে ভাঙা স্ক্রীনের জন্য ইন্সুরেন্সের সুবিধা পাবেন।

এই সমস্ত সুবিধার পাশাপাশি যে সমস্ত গ্রাহকরা অফলাইনের মাধ্যমে ফোনটি ক্রয় করবেন,তারা 24মাসের কিস্তিতে টাকা প্রদান করতে পারবে এবং দুই বছরের ওয়ারেন্টি পাবে।ফোনটি গ্যালাক্সি গ্রে এবং মার্স অরেঞ্জ রঙের বিকল্পে পাওয়া যাবে।

Realme GT 7 Pro-এর স্পেসিফিকেশন এবং বৈশিষ্ট্য:

Realme GT 7 Pro-হ্যান্ডসেটটিতে 120Hz পর্যন্ত রিফ্রেশ রেট সহ একটি 6.78ইঞ্চির Full-HD+ LTPO AMOLED ডিসপ্লে আছে, এটি HDR10+ কনটেন্ট এবং ডলবি ভিশন সমর্থন করে।
ফোনটি Snapdragon 8 Elite SoC- চিপসেট দ্বারা চালিত। এটিতে 16জিবি LPDDR5X RAM এবং 512জিবি পর্যন্ত UFS 4.0 অনবোর্ড স্টোরেজ যুক্ত করা আছে।এটি প্রথম থেকেই Android 15-ভিত্তিক Realme UI 6.0-দ্বারা চালিত।

ক্যামেরার ক্ষেত্রে ফোনটির পিছনের অংশে একটি 50মেগাপিক্সেলের Sony IMX906-এর প্রধান ক্যামেরা, একটি 50মেগাপিক্সেলের Sony IMX882-এর টেলিফোটো শুটার এবং একটি 8মেগাপিক্সেলের Sony IMX355-এর আল্ট্রাওয়াইড ক্যামেরা আছে।
ফোনটির সামনের অংশে ভিডিও কল এবং সেলফির জন্য একটি 16মেগাপিক্সেলের ক্যামেরা আছে।

হ্যান্ডসেটটিতে 120W-এর তারযুক্ত দ্রুত চার্জিং সমর্থিত একটি 5,800mAh-এর ব্যাটারী আছে।কোম্পানি দাবি করেছে যে,এটি মাত্র 30-মিনিটে 0 থেকে 100% চার্জ হয়। নিরাপত্তার ক্ষেত্রে ফোনটির ডিসপ্লেতে একটি আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। ধূলো এবং জল থেকে সুরক্ষার জন্য এটিতে IP69-রেটিং যুক্ত আছে।এটির পরিমাপ 162.45x76.89x8.55মিমি এবং এটির ওজন 222গ্রাম।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে।
...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iPhone 18 Pro: Apple এর বিরাট চমক, আইফোনে আসছে ট্রান্সপারেন্ট ডিজাইন!
  2. Oppo Find X9 স্মার্টফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস, উত্তেজনায় ফুটছে ক্রেতারা
  3. ফুল চার্জ মাত্র 30 মিনিটে! ট্রিপল ক্যামেরার Realme ফোনের দাম 15,500 টাকা কমল
  4. Oppo Find X9 সিরিজ ভারতে নভেম্বর 18 লঞ্চ হচ্ছে, থাকবে 200MP ক্যামেরা ও 7,500mAh ব্যাটারি
  5. B by Lenskart: লেন্সকার্ট AI চশমা লঞ্চের ঘোষণা করল, চোখের ইশারায় হবে UPI পেমেন্ট
  6. Realme C85 5G নভেম্বরে ভারতে আসছে, সস্তায় 7,000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা পাবেন
  7. Oppo Reno 15 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, 200 মেগাপিক্সেল AI ক্যামেরায় বাজিমাত করবে
  8. Vivo S50 সিরিজের নয়া ফোন 90W ফাস্ট চার্জিং ও ট্রিপল ক্যামেরার সঙ্গে লঞ্চ হচ্ছে
  9. 27,000 টাকার বেশি ছাড়ে Samsung এর জনপ্রিয় স্মার্টফোন বিক্রি হচ্ছে, AI ফিচার্সে ভরপুর
  10. Realme GT 8 Pro স্মার্টফোনের লঞ্চ ডেট ভারতে ঘোষণা হল, লুকস, ক্যামেরা, ফিচার, সবকিছুতে সেরা!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.