Realme কোম্পানী ভারতের বাজারে এক নতুন হ্যান্ডসেট লঞ্চ করেছে ,Realme GT 7 Pro।কোম্পানির এই নতুন হ্যান্ডসেটটি উল্লেখযোগ্য আপগ্রেডের সাথে উপস্থিত হয়েছে। Realme GT Pro-হ্যান্ডসেটটিতে একদম নতুন Snapdragon 8 Elite চিপসেট যুক্ত করা হয়েছে। অন্যান্য প্রসেসরের তুলনায় এই নতুন প্রসেসরটি উন্নতমানের কার্যক্ষমতা প্রদান করতে সক্ষম