রিয়েলমির নতুন ফ্ল্যাগশিপ সিরিজে দু'টি মডেল আসতে পারে — Realme GT 8 এবং Realme GT 8 Pro।
Realme GT 7 Pro (ছবিতে) গত বছর নভেম্বরে ভারতে লঞ্চ হয়েছিল
Realme GT 8 সিরিজ অক্টোবর 21 আনুষ্ঠানিকভাবে চীনে লঞ্চ হতে চলেছে৷ সংস্থাটি তাদের সোশ্যাল মিডিয়া চ্যানেলে এমনটাই ঘোষণা করেছে৷ আসন্ন ফ্ল্যাগশিপ লাইনআপে দু'টি মডেল আসতে পারে — Realme GT 8 এবং Realme GT 8 Pro৷ রিয়েলমির নতুন প্রিমিয়াম স্মার্টফোনে তিনটি ইন্টারচেঞ্জেবল ক্যামেরা মডিউল থাকবে৷ সহজ কথায় বললে, পিছনের ক্যামেরা মডিউল সহজেই খুলে আলাদা ডিজাইনের মডিউল লাগানোর সুবিধা মিলবে৷ Realme GT 8 সিরিজ ব্র্যান্ডের প্রথম মডেল যেখানে Ricoh-এর GR ইমেজিং প্রযুক্তি ব্যবহার হবে৷ Pro মডেলটিতে 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকতে চলেছে৷
Realme GT 8 Pro মডেলটির সামনে 10-বিট LTPO BOE ফ্ল্যাট OLED ডিসপ্লে প্যানেল থাকবে যা 144 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে৷ ফটোগ্রাফির জন্য ব্যাক প্যানেলে Ricoh ইমেজিং সহ ট্রিপল ক্যামেরা সেটআপ মিলবে৷ এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেল Sony LYT-808 প্রাইমারি সেন্সর, 50 মেগাপিক্সেল Samsung JN5 আলট্রাওয়াইড ক্যামেরা, এবং 200 মেগাপিক্সেল 1/1.56 ইঞ্চি Samsung HP5 পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকতে চলেছে৷
রিয়েলমি জিটি 8 প্রো মডেলের ক্যামেরা সেন্সরগুলিতে 28 মিমি ও 40 মিমি ফোকাল লেন্থ থাকবে৷ ফোনটির কুইক ফোকাস মোড অঙ্গভঙ্গির মাধ্যমে ছবি তুলতে সাহায্য করবে। এমনকি 28 মিমি বা 40 মিমি ফোকাল দৈর্ঘ্যে ক্যাপচার করা ছবি পরবর্তীতে যথাক্রমে 35 মিমি অথবা 50 মিমিতে পরিবর্তন করা যেতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য 120W ফাস্ট চার্জিং সহ 7,000mAh ব্যাটারি পাওয়া যাবে৷ হাই-পারফরম্যান্সের জন্য, এটি Qualcomm-এর নতুন Snapdragon 8 Eite Gen 5 প্রসেসর দ্বারা চালিত হবে৷
স্ট্যান্ডার্ড Realme GT 8-এর-এর সামনে 144 হার্টজ রিফ্রেশ রেট ও 1.5K রেজোলিউশনের সাথে 6.6 ইঞ্চি ওলেড ডিসপ্লে থাকবে৷ এটি Snapdragon 8 Eite প্রসেসরে চলবে৷ এতেও 50 মেগাপিক্সেল Sony LYT-808 মেইন ক্যামেরা মিলবে৷ তবে Ricoh-এর ইমেজিং প্রযুক্তি ছাড়াই আসবে৷ এতে 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা, এবং 50 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা মিলবে৷ দুই ফোনেই Android 16-ভিত্তিক Realme UI 7 ও IP68 + IP69 জলরোধী রেটিং থাকছে৷
প্রসঙ্গত, Realme GT 8 সিরিজ ভারতে কবে লঞ্চ হতে পারে, তা এখনও সংস্থা ঘোষণা করেনি৷ তবে সূত্র ইঙ্গিত করছে যে দাম পূর্বসূরী মডেলের মতোই রাখা হতে পারে৷ জানিয়ে রাখি, লঞ্চ হওয়ার সময় Realme GT 7 এর বেস 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজের দাম ছিল 39,999 টাকা৷ অন্য দিকে, Realme GT 7 Pro এর দাম (12 জিবি + 256 জিবি) 59,999 টাকা থেকে শুরু হয়েছিল৷
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন