Realme GT 8 Pro ভারতে আসার আগে পূর্বসূরী Realme GT 7 Pro এর দাম 15,500 টাকা কমেছে।
Photo Credit: Realme
Realme GT 7 Pro Gets Big Price Cut Before Realme GT 8 Pro Launch in India
Realme GT 8 Pro ভারতে নভেম্বর 20 লঞ্চ হচ্ছে। রিয়েলমি গতকাল দিনক্ষণ আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছে। আর এই ফোন ভারতে আসার আগে পূর্বসূরী Realme GT 7 Pro মডেলটির দাম প্রায় 15,500 টাকা সস্তা হয়েছে। আপনি যদি পাওয়ারফুল ব্যাটারি, ফ্ল্যাগশিপ পারফরম্যান্স, ও সুন্দর ক্যামেরাযুক্ত ফোন কিনতে চান, তাহলে রিয়েলমির এই মডেলটি নির্বাচন করতে পারেন। Realme GT 7 Pro এর ফিচার্সের মধ্যে রয়েছে LTPO AMOLED ডিসপ্লে, IP69 স্তরের জল ও ধুলো প্রতিরোধী ক্ষমতা, 8K ভিডিও রেকর্ডিং সাপোর্ট, 120W ফাস্ট চার্জিং, 360 ডিগ্রি NFC, এবং ইন-স্ক্রিন আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
Realme GT 7 Pro গত বছর নভেম্বর মাসের অন্তিম পর্বে 59,999 টাকা দামে ভারতে লঞ্চ হয়েছিল। বেস মডেলে 12 জিবি LPDDR4x র্যাম ও 256 জিবি UFS 4.0 অনবোর্ড স্টোরেজ ছিল। এই স্মার্টফোন এখন ফ্লিপকার্টে 44,499 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ লঞ্চ প্রাইসের তুলনায় প্রায় 15,500 টাকা দাম কমেছে। ফ্লিপকার্ট অ্যাক্সিস এবং ফ্লিপকার্ট এসবিআই ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 2,222 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে।
Realme GT 7 Pro যদি পুরনো ফোনের সঙ্গে এক্সচেঞ্জ করেন, তাহলে 33,000 টাকা পর্যন্ত দাম পাওয়া যেতে পারে। তবে এই এক্সচেঞ্জ ভ্যালু ফোনের ব্র্যান্ড, মডেল, বয়স, ও বর্তমান অবস্থার উপর নির্ভর করছে। আপনি ডিভাইসটি গ্রে, গ্যালাক্সি গ্রে, এবং মার্স অরেঞ্জ কালার অপশনে কিনতে পারবেন।
রিয়েলমি জিটি 7 প্রো এর সামনে 6.78 ইঞ্চি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে আছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 1,264 x 2,780 পিক্সেল রেজোলিউশন, ডলবি ভিশন, 1 বিলিয়ন কালার, 6,500 নিট পিক ব্রাইটনেস, ও HDR10+ সাপোর্ট করে। ফোনটিতে 3 ন্যানোমিটার প্রসেসে নির্মিত Snapdragon 8 Elite প্রসেসর ব্যবহার হয়েছে। এতে 120W ফাস্ট চার্জিং ও সাপোর্ট সহ 5,800mAh ব্যাটারি রয়েছে। ব্যাটারি মাত্র 30 মিনিটের মধ্যে 0-100 শতাংশ চার্জ হতে সক্ষম।
স্মার্টফোনটির ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ আছে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন এবং f/1.8 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল Sony IMX906 প্রাইমারি সেন্সর, f/2.2 অ্যাপারচার ও 112 ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, ও 3x অপটিকাল জুম সহ 50 মেগাপিক্সেল Sony IMX882 টেলিফটো ক্যামেরা নিয়ে গঠিত। সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Z TriFold to Be Produced in Limited Quantities; Samsung Plans to Review Market Reception: Report
iPhone 18 Pro, iPhone 18 Pro Max Tipped to Sport 'Transparent' Rear Panel, Hole Punch Display Cutout