Realme GT 7 Pro ফ্লিপকার্ট Big Bang Diwali সেলে যে দামে বিক্রি হচ্ছে, তা শুনলে যে কেউ কিনতে উৎসাহী হবে।
 
                Photo Credit: Realme
Realme GT 7 Pro দেশের প্রথম Snapdragon 8 Elite প্রসেসর চালিত স্মার্টফোন
Realme GT 7 Pro গত বছর নভেম্বরে ভারতের প্রথম Snapdragon 8 Elite প্রসেসর চালিত স্মার্টফোন রূপে লঞ্চ হয়েছিল। এর উত্তরসূরী Realme GT 8 Pro চীনে অক্টোবর 21 আত্মপ্রকাশ করতে চলেছে। তার আগে Realme GT 7 Pro মডেলে বিশাল ডিসকাউন্ট দিচ্ছে কোম্পানি। ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি Flipkart Big Bang Diwali সেলে যে দামে বিক্রি হচ্ছে, তা শুনলে যে কেউ কিনতে উৎসাহী হবে। লঞ্চ প্রাইসের থেকে 15,500 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে। এই হ্যান্ডসেটে IP68 ও IP69 ডুয়াল জল প্রতিরোধী রেটিং, LTPO AMOLED ডিসপ্লে, 120W ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।
Realme GT 7 Pro গত বছর নভেম্বরে 59,999 টাকায় ভারতে লঞ্চ হয়েছিল। এটি বেস 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ছিল। প্রতিবেদন লেখার সময় ফোনটি ফ্লিপকার্টে 44,499 টাকায় লিস্টেড থাকতে দেখা গিয়েছে। অর্থাৎ একলাফে 15,500 টাকা দাম কমেছে। সরাসরি ছাড়ের পাশাপাশি ব্যাঙ্ক অফারও থাকছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্রেডিট কার্ড এবং Flipkart SBI কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেনে করলে যথাক্রমে 1,250 টাকা 3,411 টাকা অতিরিক্ত ছাড় পাওয়া যাবে।
অন্য দিকে, Flipkart Axis ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য 2,223 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। SBI ডেবিট কার্ডেও 1,250 টাকা ছাড় মিলবে। ফোনটির 16 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট ফ্লিপকার্ট বিগ ব্যাং দিওয়ালি সেলে 49,499 টাকায় বিক্রি হচ্ছে, যেখানে লঞ্চ প্রাইস ছিল 65,999 টাকা। উভয় স্টোরেজ অপশন মার্স অরেঞ্জ ও গ্যালাক্সি গ্রে কালার স্কিমে উপলব্ধ।
রিয়েলমি জিটি 7 প্রো-এর সামনে 6.78 ইঞ্চি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে আছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 1,264 x 2,780 পিক্সেল রেজোলিউশন, 6,500 নিট পিক ব্রাইটনেস, ডলবি ভিশন, এবং HDR10+ অফার করে। এতে 3 ন্যানোমিটার প্রসেসে নির্মিত Snapdragn 8 Elite প্রসেসর ও Adreno 830 GPU ব্যবহার করা হয়েছে।হ্যান্ডসেটটি Android 18 পর্যন্ত অপারেটিং সিস্টেম আপগ্রেড পাবে।
স্মার্টফোনটির ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ আছে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট এবং f/1.8 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, f/2.2 অ্যাপারচার ও 112 ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ 8 মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড লেন্স, OIS এবং 3x অপটিকাল জুম সহ 50 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা নিয়ে গঠিত। সামনে সেলফি ও ভিডিও চ্যাটের জন্য, 25 মিমি ওয়াইড লেন্স সহ একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।
ফোনটির ব্যাক ক্যামেরা 8K ভিডিও রেকর্ড করতে সক্ষম। সংস্থা ফোনটির ভারতীয় ভার্সনে 5800,mAh এমএএইচ ব্যাটারি দিয়েছে, যা 120W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ব্যাটারি 30 মিনিটের মধ্যে সম্পূর্ণ চার্জ হয়ে যাবে। সিকিউরিটির জন্য, আন্ডার ডিসপ্লে আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
 Redmi K90, Redmi K90 Pro Max Launching Today: Know Price, Features and Specifications
                            
                            
                                Redmi K90, Redmi K90 Pro Max Launching Today: Know Price, Features and Specifications
                            
                        
                     Astrophotographer Captures Stunning “Raging Baboon Nebula” in Deep Space
                            
                            
                                Astrophotographer Captures Stunning “Raging Baboon Nebula” in Deep Space
                            
                        
                     Cambridge Team Uncovers Unexpected Quantum Behaviour in Non-Metal Organic Molecule
                            
                            
                                Cambridge Team Uncovers Unexpected Quantum Behaviour in Non-Metal Organic Molecule
                            
                        
                     New Fossil Teeth Evidence Suggests Herbivorous Dinosaurs Preferred Nutrient-Rich, Textured Plants
                            
                            
                                New Fossil Teeth Evidence Suggests Herbivorous Dinosaurs Preferred Nutrient-Rich, Textured Plants