Honor Magic 8 Pro Air আল্ট্রা স্লিম ডিজাইনের সাথে এসেছে।
Photo Credit: Honor
Honor Magic 8 Pro Air is just 6.1mm thick
Honor Magic 8 Pro Air সোমবার আল্ট্রা স্লিম ডিজাইনের সাথে লঞ্চ হল। নতুন ফ্ল্যাগশিপ ফোনের অন্যতম আকর্ষণ হল মেদহীন চেহারা। এটি মাত্র 6.1 মিলিমিটার পুরু। ডিজাইনের দিক থেকে iPhone Air মডেলের সাথে কিছুটা সাদৃশ্য রয়েছে। Honor Magic 8 Pro Air একঝাঁক প্রিমিয়াম ফিচার্স নিয়ে এসেছে। এই হ্যান্ডসেটে IP68 + IP69 জল ও ধুলো প্রতিরোধী রেটিং, eSIM, 3D আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং, 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ট্রিপল রিয়ার ক্যামেরা, 16 জিবি পর্যন্ত র্যাম, ডুয়াল স্টেরিও স্পিকার, ইনফ্রারেড রিমোট কন্ট্রোল-সহ অনেক কিছু রয়েছে।
অনার ম্যাজিক 8 প্রো এয়ার একটি 6.31 ইঞ্চি OLED LTPO ডিসপ্লের সাথে এসেছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন (1,216 x 2,640 পিক্সেল), 4,320 হার্টজ হাই-ফ্রিকোয়েন্সি PWM ডিমিং, ও 6,000 নিট পিক ব্রাইটনেস সমর্থন করে। ফোনে Android 16 নির্ভর MagicOS 10 কাস্টম স্কিন প্রি-ইনস্টল আছে। এতে 5,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 80W ফাস্ট চার্জিং ও 50W ওয়্যারলেস চার্জিং অফার করে।
Honor Magic 8 Pro Air তিনটি রিয়ার ক্যামেরা পেয়েছে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 100x ডিজিটাল জুম এবং 3.2x অপটিক্যাল জুম-সহ 64 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, ও 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স নিয়ে গঠিত। সেলফি এবং ভিডিও কলের জন্য সামনে একটি 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে।
ব্যাক ও ফ্রন্ট উভয় ক্যামেরা 4K রেজোলিউশনে 60fps ভিডিও রেকর্ড করতে সক্ষম। Honor-এর নতুন ফোনে MediaTek Dimensity 9500 প্রসেসর দেওয়া হয়েছে। অক্টা-কোর চিপটি Mali-G1 Ultra MC12 GPU এর সাথে যুক্ত। এই চিপসেটের সঙ্গে 16 জিবি LPDDR5x র্যাম ও 1 টিবি পর্যন্ত ইন্টার্নাল স্টোরেজ ইন্টিগ্রেট করা আছে।
Honor Magic 8 Pro Air এর 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভার্সনের দাম চীনে 4,999 ইউয়ান (প্রায় 65,000 টাকা) রাখা হয়েছে। অন্য দিকে, 12 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ, 16 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ, এবং 16 জিবি র্যাম + 1 টিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 5,299 ইউয়ান (প্রায় 69,000 টাকা), 5,599 ইউয়ান (প্রায় 73,000 টাকা), ও 5,999 ইউয়ান (প্রায় 78,000 টাকা)। ফোনটি ফেয়ারি পার্পল, লাইট অরেঞ্জ, ফেদার হোয়াইট, ও শ্যাডো ব্ল্যাক কালার অপশনে উপলব্ধ। ডিভাইসটি ভারত-সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে কিনা, তা এখনও জানা যায়নি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Rockstar Games Said to Have Granted a Terminally Ill Fan's Wish to Play GTA 6
Oppo K15 Turbo Series Tipped to Feature Built-in Cooling Fans; Oppo K15 Pro Model Said to Get MediaTek Chipset