Infinix Note Edge তিনটি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড (Android 19 পর্যন্ত) ও 5 বছর সিকিউরিটি আপডেট পাবে।
Photo Credit: Infinix
Infinix Note Edge packs a large 6,500mAh battery with support for 45W fast charging
Infinix Note Edge সোমবার গ্লোবালি লঞ্চ হল। এটি ইনফিনিক্স ব্র্যান্ডের প্রথম 6,500mAh ব্যাটারি যুক্ত স্মার্টফোন। ফোনে MediaTek Dimensity 7100 5G প্রসেসর ব্যবহার করা হয়েছে। ডিভাইসটি 7.2 মিমি পাতলা ও বাজেটের মধ্যে আকর্ষণীয় ফিচার্সের সাথে বাজারে এসেছে। Infinix Note Edge এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে 3D কার্ভড ডিসপ্লে, IP65 জল ও ধুলো প্রতিরোধী রেটিং, JBL টিউনড স্টেরিও স্পিকার সিস্টেম, FOLAX AI অ্যাসিস্ট্যান্ট, Android 16 OS, ডুয়াল মাইক্রোফোন, NFC, ও রিভার্স চার্জিং সহ আরও অনেক কিছু। চলুন নতুন ফোনের দাম এবং সমস্ত খুঁটিনাটি জেনে নেওয়া যাক।
ইনফিনিক্স নোট এজ ফোনটির সামনে 6.75 ইঞ্চি 3D কার্ভড এলটিপিএস অ্যামোলেড আছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 4,500 নিট পিক ব্রাইটনেস, 2,160 হার্টজ PWM ডিমিং, এবং 1.5K রেজোলিউশন (1,208 x 2,644 পিক্সেল রেজোলিউশন) সাপোর্ট করে। সিকিউরিটির জন্য স্ক্রিনের নিচে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বর্তমান। স্ক্রিনের উপরে Corning Gorilla Glass 7i কভার আছে।
ফটোগ্রাফির জন্য, ইনফিনিক্সের নতুন ফোনের ব্যাক প্যানেলে একটি 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা (f/1.8 অ্যাপারচার) আছে। ক্যামেরা মোডের মধ্যে প্যানোরামা, টাইমল্যাপস, পোট্রেট, নাইট, ভ্লগ, স্লো মোশন, ডকুমেন্ট স্ক্যান, ও লাইভ ফটো রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য, সামনে একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান। এই ফোন 30fps-এ 2K ভিডিও রেকর্ড করতে সক্ষম।
Infinix Note Edge ফোনে Android 16 প্রি-ইনস্টল রয়েছে। এর উপর XOS 16 কাস্টম ইন্টারফেস আছে। সংস্থা ব্যবহারকারীদের জন্য তিনটি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড (Android 19 পর্যন্ত) এবং পাঁচ বছর সিকিউরিটি আপডেট প্রদান করবে বলে জানিয়েছে।
নতুন ফোনে MediaTek Dimensity 7100 5G প্রসেসর দেওয়া হয়েছে। এটি 8 জিবি LPDDR5x র্যাম এবং 128 জিবি/ 256 জিবি UFS 2.2 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। এতে 6,5000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার সিলিকন কার্বন ব্যাটারি রয়েছে। এটি 45W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 10 ওয়াট রিভার্স চার্জিং সমর্থন করে। ইনফিনিক্স দাবি করছে, ব্যাটারি 27 মিনিটের মধ্যে 50 শতাংশ চার্জ হবে।
Infinix Note Edge এর দাম 200 ডলার থেকে শুরু হচ্ছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 18,200 টাকার সমান৷ এটি 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজের দাম। স্মার্টফোনটি লুনার টাইটেনিয়াম, স্টেলার ব্ল্যাক, শ্যাডো ব্ল্যাক, এবং সিল্ক গ্রীন কালার অপশনে উপলব্ধ৷ হ্যান্ডসেটটি ভারতে কবে আসবে, তা এখনও জানা যায়নি৷
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Rockstar Games Said to Have Granted a Terminally Ill Fan's Wish to Play GTA 6
Oppo K15 Turbo Series Tipped to Feature Built-in Cooling Fans; Oppo K15 Pro Model Said to Get MediaTek Chipset