Oppo A6 5G ফোনে IP69 রেটিং থাকায় অভ্যন্তরে জল বা ধুলো প্রবেশ করে ক্ষতি করতে পারবে না।
Photo Credit: Oppo
Oppo A6 5G supports underwater photography
Oppo A6 5G মঙ্গলবার ভারতে লঞ্চ হল। এই নতুন স্মার্টফোনে 7,000Ah ব্যাটারি রয়েছে। পাওয়ারফুল ব্যাটারি থাকার ফলে ফোন বারবার চার্জে বসানোর প্রয়োজন হবে না। এতে 45W SuperVOOC ফ্ল্যাশ চার্জিং সাপোর্ট আছে। IP66 + IP68 + IP69 ট্রিপল রেটিং ফোনের ভিতরে জল বা ধুলো প্রবেশ করতে দেবে না। ফোনে MediaTek Dimensity 6300 প্রসেসর ব্যবহার করেছে কোম্পানি। Oppo A6 5G মডেলের অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে 3,900 মিমি সুপারকুল ভ্যাপার চেম্বার (VC) কুলিং সিস্টেম, 5 বছর ফ্লুয়েন্সি প্রটেকশন, রিভার্স ওয়্যার্ড চার্জিং, AI LinkBoost 3.0, ডুয়াল স্টেরিও স্পিকার, আন্ডারওয়াটার ফটোগ্রাফি, মেমরি কার্ড সাপোর্ট ইত্যাদি।
ডুয়াল সিম যুক্ত Oppo A6 5G-এর সামনে 6.75 ইঞ্চি এলসিডি ডিসপ্লে রয়েছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 1,125 নিট পিক ব্রাইটনেস, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, sRGB ও DCI-P3 কালার গ্যামুটের 100 শতাংশ কভারেজ (ন্যাচারাল মোড), 16.7 মিলিয়ন কালার, ও HD+ (720 x 1,570 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করে। ফোনটি Android 15 নির্ভর ColorOS 15 কাস্টম সফটওয়্যারে রান করে। সিকিউরিটির জন্য, সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে।
ওপ্পো এ6 5G ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এটি। এটি f/1.8 অ্যাপারচার, 76 ডিগ্রি ফিল্ড অফ ভিউ, এবং অটোফোকাস সহ 50 মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা ও f/2.4 অ্যাপারচার সহ 2 মেগাপিক্সেল মনোক্রম সেন্সর নিয়ে গঠিত। পিছনের ক্যামেরা 60fps-এ 1080p ভিডিও রেকর্ড করতে সক্ষম। এতে পোট্রেট, নাইট, ডুয়াল ভিউ ভিডিও, টাইমল্যাপস, আন্ডারওয়াটার, এবং প্রো-এর মতো শুটিং মোড পাওয়া যাবে।
সেলফি ও ভিডিও কলের জন্য, সামনে f/2.4 অ্যাপারচার সহ 8 মেগাপিক্সেল ক্যামেরা আছে। ওপ্পোর হ্যান্ডসেটে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 প্রসেসর আছে। এটি একজোড়া পারফরম্যান্স কোর ও ছয়টি এফিসিয়েন্সি কোর দিয়ে গঠিত। চিপটি 6 জিবি পর্যন্ত LPDDR4x র্যাম, 256 জিবি পর্যন্ত UFS 2.2 অনবোর্ড স্টোরেজ, ও Mali G57 MC2 GPU-এর সঙ্গে যুক্ত। স্টোরেজ বৃদ্ধির জন্য মাইক্রোএসডি কার্ড স্লট আছে।
Oppo A6 5G এর বেস 4 জিবি র্যাম ও 128 জিবি অনবোর্ড স্টোরেজের দাম 17,999 টাকা রাখা হয়েছে। ফোনটি 6 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ও 6 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভার্সনেও এসেছে। দাম যথাক্রমে 19,999 টাকা ও 21,999 টাকা। সংস্থা নির্বাচিত ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে 1,000 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক ও 3 মাস পর্যন্ত নো-কস্ট EMI অফার করছে। এটি স্যাফিয়ার ব্লু, আইস হোয়াইট, ও সাকুরা পিঙ্ক কালার অপশনে উপলব্ধ।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Sony to Cede Control of Bravia TVs to China’s TCL Electronics