Realme X ফোনের প্রধান আকর্ষণ পপ-আপ সেলফি ক্যামেরা। ফোনের ভিতরে রয়েছে একটি Snapdragon 710 চিপসেট আর ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
Realme X ফোনের ডুয়াল রিয়ার ক্যামেরায় থাকছে 48MP প্রাইমারি সেন্সর
সপ্তাহের শুরুতে ভারতে লঞ্চ হয়েছিল Realme X। বৃহস্পতিবার বিক্রি শুরু হচ্ছে এই স্মার্টফোন। Realme X ফোনের প্রধান আকর্ষণ পপ-আপ সেলফি ক্যামেরা। ফোনের ভিতরে রয়েছে একটি Snapdragon 710 চিপসেট আর ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আজ রাত 8 টায় Realme X ফ্ল্যাশ সেল শুরু হবে।
4GB RAM + 128GB স্টোরেজে Realme X এর দাম 16,999 টাকা। 8GB RAM + 128GB স্টোরেজে এই ফোন কিনতে 19,999 টাকা খরচ হবে। 24 জুলাই Flipkart থেকে এই ফোন বিক্রি শুরু হবে। পোলার হোয়াইট আর স্পেস ব্লু রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। বৃহস্পতিবার রাত 8 টায় শুধুমাত্র Flipkart আর Mi.com থেকে পাওয়া যাবে Realme X। আজ খুব অল্প সংখ্যায় এই ফোন বিক্রি করবে Realme। তাই ফ্ল্যাশ সেল শুরু হওয়ার সাথে সাথেই স্টক শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
ডুয়াল সিম Realme X ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির ColorOS 6.0। এই ফোনে রয়েছে একটি 6.53 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 710 চিপসেট, 8GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।
ছবি তোলার জন্য Realme X ফোনের পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা এই ক্যামেরাইয় থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। সেলফি তোলার জন্য থাকছে একটি 16 মেগাপিক্সেল পপ-আপ ক্যামেরা।
Realme X ফোনের ভিতরে রয়েছে 3,765mAh ব্যাটারি আর VOOC 3.0 ফাস্ট চার্জ সাপোর্ট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Infinix Teases New Smartphone Co-Designed With Pininfarina, Launch Set for Next Month
Cyberpunk 2077 Sells 35 Million Copies, CD Project Red Shares Update on Cyberpunk 2 Development