Redmi 10X-এ থাকবে 6.53 ইঞ্চি ডিসপ্লে। এই ফোনে হোল-পাঞ্চ ডিসপ্লে থাকতে পারে। ফোনের ভিতরে থাকবে MediaTek Dimensity 800 চিপসেট, 6GB RAM ও 128GB স্টোরেজ।
Redmi 10X 4G-তে চারটি ক্যামেরা থাকবে
আরও একবার সামনে এল Redmi 10X 4G। এপ্রিলে বিশ্বের একাধিক দেশে লঞ্চ হয়েছিল Redmi Note 9। সেই ফোনের সঙ্গে Redmi 10X 4G-র স্পেসিফিকেশন মিলে যাচ্ছে। এই ফোনে থাকতে পারে MediaTek Dimensity 800 চিপসেট। যদিও নতুন ফোন লঞ্চ সম্পর্কে কোন উচ্চবাচ্য করেনি Xiaomi।
সম্প্রতি অন্য এক রিপোর্টে এই ফোনের দাম সামনে এসেছিল। চায়না টেলিকম ওয়েবসাইট থেকে জানা গিয়েছে Redmi 10X-এর দাম হতে চলেছে 1,499 ইউয়ান (প্রায় 16,000 টাকা)। নীল, সবুজ ও সাদা রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। 27 এপ্রিল চিনে এই ফোন লঞ্চ করতে পারে Xiaomi।
Redmi 10X-এ থাকবে 6.53 ইঞ্চি ডিসপ্লে। এই ফোনে হোল-পাঞ্চ ডিসপ্লে থাকতে পারে। ফোনের ভিতরে থাকবে MediaTek Dimensity 800 চিপসেট, 6GB RAM ও 128GB স্টোরেজ। নতুন ফোনে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 11 স্কিন চলবে।
Redmi 10X-এর পিছনে চারটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় থাকবে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি তোলার জন্য রয়েছে 13 মেগাপিক্সেল ক্যামেরা।
এই ফোনে থাকছে 5,020 mAh ব্যাটারি। Redmi 10X-এর আয়তন 162.38 x 77.2 x 8.95 মিমি ও ওজন 205 গ্রাম। কানেক্টিভিটির জন্য রয়েছে USB Type-C পোর্ট, 3.5 মিমি অডিও জ্যাক।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Redmi Note 15 Pro 5G India Launch Seems Imminent After Smartphone Appears on Geekbench
CERT-In Urges Android Users to Update Smartphones After Google Patches Critical Dolby Vulnerability
Apple Led Market as Global Smartphone Shipments Rose 2.3 Percent YoY in Q4 2025 Despite Growing Memory Shortage: IDC