গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল Redmi 6, Redmi 6A আর Redmi 6 Pro। এর সোমবার ভারতে বিক্রি শুরু হয়েছে Redmi 6। তিনটি ফোনের মধ্যে সবথেকে বেশি দামের Redmi 6 Pro বিক্রি শুরু হবে আজ। ফ্ল্যাশ সেলের মাধ্যমে মঙ্গলবার দুপুর 12 টায় শুধুমাত্র Amazin.in আর Mi.com থেকে এই ফোন কেনা যাবে। এই সিরিজের তৃতীয় ফোন Redmi 6A বিক্রি শুরু হবে আগামী সপ্তাহে 19 সেপ্টেম্বর।
Redmi 6 Pro তে রয়েছে Snapdragon 625 চিপসেট। Redmi Note 5 ফোনেও একই চিপসেট রয়েছে। ক্যামেরার দিক থেকে Redmi 6 Pro আর Redmi Note 5 Pro ফোনে ত্থাকবে একই ক্যামেরা। এছাড়াও এই ফোনে থাকবে 4GB পর্যন্ত RAM আর 4000 mAh ব্যাটারি।
আরও পড়ুন: এক নজরে Redmi 6, Redmi 6A আর Redmi 6 Pro
ভারতে 3GB RAM/ 32GB স্টোরেজ Redmi 6 Pro এর দাম 10,999 টাকা। 4GB RAM/ 64GB স্টোরেজ Redmi 6 Pro কিনতে খরছ হবে 12,999 টাকা। মঙ্গলবার থেকে Amazon আর Mi.com থেকে কেনা যাবে এই ফোন। HDFC ব্যাঙ্ক ক্রেডিট ও ডেবিট কার্ড দিয়ে Redmi 6 আর Redmi 6 Pro কিনলে 500 টাকা ছাড় পাওয়া যাবে।
আরও পড়ুন: লঞ্চ হল Redmi 6, Redmi 6A আর Redmi 6 Pro: দাম ও স্পেসিফিকেশান
ডুয়াল সিম Redmi 6 Pro তে রয়েছে চলবে অ Android বেসড MIUI 9 অপারেটিং সিস্টেম। এই ফোনে আছে একটি 5.84 ইঞ্চি FHD+ 19:9 ডিসপ্লে। এছাড়াও Redmi 6 Pro এর ভিতরে থাকছে Snapdragon 625 চিপসেট, Adreno 506 GPU আর 3GB/ 4GB RAM।
Redmi 6 Pro তে থাকছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ক্যামেরায় একটি 12MP প্রাইমারী সেন্সার ও একটি 5MP সেকেন্ডারি সেন্সার থাকবে। এছাড়াও থাকছে LED ফ্ল্যাশ। ফোনের সামনে থাকবে একটি 5MP সেলফি ক্যামেরা। এই ক্যামেরাতে AI ও পোট্রেট মোডের সাপোর্ট থাকবে।
32GB ও 64GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টে Redmi 6 Pro পায়া যাবে। কানেক্টিভিটীর জন্য Redmi 6 Pro তে থাকছে 4G VoLTE, Wi-Fi 802.11 a/b/g/n (dual-band 2.4GHz, 5GHz), Bluetooth v4.2, GPS/ A-GPS, Micro-USB আর একটি 3.5mm হেডফোন জ্যাক। এছাড়াও Redmi 6 Pro এর ভিতরে থাকবে একটি 4000 mAh ব্যাটারি। Redmi 6 Pro এর ওজন 178 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন