অনেক দিন ধরেই Xiaomi -র 64 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন নিয়ে কানাঘুষো চলছে। বুধবার এই বিষয়ে বিস্তারে জানালো চিনের কোম্পানিটি। আজ চিনের কোম্পানিটি জানিয়েছে Redmi ব্র্যান্ডের অধীনে 64 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন নিয়ে আসবে। এই ফোনে থাকবে Samsung ISOCELL Bright GW1। সম্প্রতি 64 মেগাপিক্সেল এই মোবাইল ক্যামেরার সেন্সর নিয়ে এসেছিল Samsung। Xiaomi জানিয়েছে 2019 সালের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে ভারতে আসবে এই স্মার্টফোন। এছাড়াও Xiaomi জানিয়েছে Mi ব্র্যান্ডের অধীনে 100 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন লঞ্চ হবে। এই ফোনে থাকবে একটি 108 মেগাপিক্সেল Samsung ISOCELL সেন্সর। কবে 100 মেগাপিক্সেল ক্যামেরা স্মার্টফোন লঞ্চ হবে জানায়নি Xiaomi।
বুধবার চিনের এক মাইক্রো ব্লগিং ওয়েবসাইট ও Gadgets 360 কে প্রেস বিবৃতিতে নতুন এই দুই ফোন সম্পর্কে তথ্য জানিয়েছে। তবে এই দুই ফোনের ক্যামেরা সেন্সর ছাড়া অন্য কোন তথ্য জানায়নি চিনের কোম্পানিটি। এছাড়াও 100 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোনে ঠিক কোন সেন্সর ব্যবহার হবে তাও জানায়নি Xiaomi।
মে মাসে লঞ্চ হয়েছিল Samsung এর 64 মেগাপিক্সেল ISOCELL Bright GW1 সেন্সর। এই সেন্সরের সাইজ 1/1.7 ইঞ্চি। সেন্সরের পিক্সেল সাইজ 0.8 মাইক্রন। চারটি পিক্সেল এই হয়ে তুলনামুলক বড় সাইজে কম আলোতে দুর্দান্ত ছবি তুলতে পারবে এই Samsung সেন্সর।
এদিকে বৃহস্পতিবার ভারতে 64 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন লঞ্চ করবে Realme। Realme 5 নামে বাজারে আসতে পারে এই ফোন। এই ফোনের পিছনে থাকতে পারে চারটি ক্যামেরা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন