2018 সালে একের পর এক মাজেট স্মার্টফোন লঞ্চ হয়েছে। আমাদের মতে সেরা কয়েকটি বাজেট স্মার্টফোন।
এই বছর অন্যতম সেরা বাজেট স্মার্টফোন Redmi 6A
2018 সালে একের পর এক বাজেট স্মার্টফোন বাজারে এসেছে। সব কোম্পানি বাজেট সেগমেন্টে বাজারে এনেছে একাধিক স্মার্টফোন। Gadgets 360 রিভিউয়ার আদিত্য শিনয় এই পোডকাস্টে প্রনয় প্রনবের সাথে বছরের সেরা বাজেট স্মার্টফগুলি নিয়ে আলোচনে করেছেন। স্মার্টফোনের দাম অনুযায়ী এই এই ফোনগুলি নিয়ে আলচনা হয়েছে। একটি Android One ফোন দিয়ে আলোচনা শুরু হয়েছিল। এই ফোনে রয়েছে ডুয়াল ক্যামেরা ও শক্তিশালী প্রসেসার। এর পরে একে একে ভারতে একাধিক বাজেট ফোন সম্পর্কে কথা শুরু হয় এই অনুষ্ঠানে।
আরও পড়ুন: এটাই পরবর্তী Realme স্মার্টফোন?
অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে বছরের সেরা বাজেট ফোনে নজর রেখেছি আমরা। লঞ্চের সময় এই ফোনে একাধিক সমস্যা থাকলেও পরে একাধিক সফটওয়্যার আপডেটে এই ফোনে যোগ হয়েছে একের পর এক গুরুত্বপূর্ণ ফিচার। সব শেষে 2018 সালে ভারতে সবথেকে বেশি বিক্রি হওয়া বাজেট স্মার্টফোন নিয়ে আলোচনা হয়েছে এই অনুষ্ঠানে। Gadgets 360 –র লেটেস্ট পডকাস্ট এপিসোড শুনতে নীচের প্লে বাটনে ক্লিক করুন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Z Flip 8 to Reportedly Miss Out on Major Camera Upgrades; Specifications Leak
Apple's iOS 26.3 Beta 2 Update Hints at End-to-End Encryption Support for RCS Messaging: Report