Redmi 7A ফোনে থাকছে 5.45 ইঞ্চি ডিসপ্লে, 4,000 mAh ব্যাটারি আর 13 মেগাপিক্সেল ক্যামেরা। চিনে নীল ও কালো রঙে পাওয়া যায় Redmi 7A।
 
                ভারতে Redmi 7A ফোনে থাকবে 12MP ক্যামেরা
বৃহস্পতিবার ভারতে লঞ্চ হবে Redmi 7A। মে মাসে চিনে লঞ্চ হয়েছিল এই স্মার্টফোন। Redmi 7A ফোনে থাকছে 5.45 ইঞ্চি ডিসপ্লে, 4,000 mAh ব্যাটারি আর 13 মেগাপিক্সেল ক্যামেরা। চিনে নীল ও কালো রঙে পাওয়া যায় Redmi 7A। এই ফোনে থাকবে একটি 12 মেগাপিক্সেল Sony IMX486 সেন্সর। ফোনের পিছনে থাকছে একটি ক্যামেরা। চিনে এই ফোনে 13 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার হয়েছিল।
আজ দুপুর 12 টায় Redmi 7A লঞ্চ ইভেন্ট শুরু হবে। YouTube এ এই ইভেন্ট সরাসরি সম্প্রচার করবে Xiaomi। সেখানে Redmi 7A ফোনের দাম ও স্পেসিফিকেশন জানাবে Xiaomi। নীচের প্লে বাটনে ক্লিক করে Redmi 7A লঞ্চ ইভেন্ট সরাসরি দেখা যাবে।
চিনে Redmi 7A এর দাম শুরু হচ্ছে 549 ইউয়ান (প্রায় 5,500 টাকা) থেকে। প্রতিবেশি দেশে একাধিক স্টোরেজ ও মেমোরি ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যায়।
ডুয়াল সিম Redmi 7A ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে MIUI 10 স্কিন। এই ফোনে থাকছে একটি 5.45 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে এন্ট্রি লেভেল Snapdragon 439 চিপসেট। এই ফোনের RAM ও স্টোরেজ সম্পর্কে কোন তথ্য জানা যায়নি।
ছবি তোলার জন্য Redmi 7A ফোনে থাকছে 12 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সেলফি তোলার জন্য থাকছে একটি 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এই ক্যামেরার সাহায্যে Redmi 7A ফোনের ফেস আনলক কাজ করবে।
Redmi 7A ফোনে রয়েছে একটি 4,000 mAh ব্যাটারি। সাথে থাকছে 10w চার্জার। কানেক্টিভিটির জন্য Redmi 7A তে থাকছে 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth 4.2, GPS, Micro-USB পোর্ট আর 3.5 মিমি হেডফোন জ্যাক।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
 Gemini for Home Voice Assistant Early Access Rollout Begins: Check Compatible Speakers, Displays
                            
                            
                                Gemini for Home Voice Assistant Early Access Rollout Begins: Check Compatible Speakers, Displays
                            
                        
                     Instagram Tests New Feature That Lets Users Customise Their Reels Algorithm
                            
                            
                                Instagram Tests New Feature That Lets Users Customise Their Reels Algorithm
                            
                        
                     Realme C85 Pro Hands-On Images Reportedly Reveal Design, Colour Options Ahead of Launch
                            
                            
                                Realme C85 Pro Hands-On Images Reportedly Reveal Design, Colour Options Ahead of Launch
                            
                        
                     Vivo X300 Series Launching Today: Know Price, Features and Specifications
                            
                            
                                Vivo X300 Series Launching Today: Know Price, Features and Specifications