Photo Credit: Slash:eaks
Redmi 8 ফোনে 5,000mAh ব্যাটারি থাকবে
সম্প্রতি Redmi 8 সিরিজের একাধিক স্মার্টফোন সম্পর্কে একাধিক তথ্য সামনে এসেছে। TENAA আর US FCC সার্টিফিকেশন ওয়েবসাইটে Redmi 8 আর Redmi 8A ফোনগুলি দেখা গিয়েছে। Redmi 8 ফোনে থাকছেন একটি 6.21 ইঞ্চি HD+ ডিসপ্লে, অক্টাকোর প্রসেসর, 4GB RAM, 64GB স্টোরেজ, মাইক্রো এসডি কার্ড সাপোর্ট আর 5,000 mAh ব্যাটারি।
NBTC ওয়েবসাইটে Redmi 8 আর Redmi 8A ফোনের মডেল নম্বর যথাক্রমে M1908C3IG আর M1908C3KG। একাধিক সার্টিফিকেশন ওয়েবসাইটে একসাথে এই ফোন সামনে আসায় মনে করা হচ্ছে শিঘ্রই লঞ্চ হতে চলেছে Redmi 8 আর Redmi 8A।
Redmi 8 ফোনের পিছনে থাকবে চারটি ক্যামেরা। ডিসপ্লের উপরে থাকবে ওয়াটার ড্রপ স্টাইল নচ। ফোনের পিছনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। Redmi 8 ফোনে থাকছে একটি 6.1 ইঞ্চি ডিসপ্লে। এই ফোনের আয়তন 158.29x75.3 মিলিমিটার। 3GB RAM + 32GB স্টোরেজ আর 4GB RAM + 64GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে Redmi 8। কানেক্টিভিটির জন্য এই ফোনে থাকছে Wi-Fi, Bluetooth 4.2 আর USB Type-C পোর্ট।
TENAA সার্টিফিকেশন ওয়েবসাইট থেকে জানা গিয়েছে Redmi 8A ফোনে একটি 6.21ইঞ্চি HD+ ডিসপ্লে থাকছে। ফোনের ভিতরে থাকছে অক্টা কোর ডিসপ্লে, 4GB RAM আর 64GB স্টোরেজ। তবে Redmi 8A ফোনের পিছনে ডুয়াল ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় একটি 12 মেগাপিক্সেল সেন্স্র থাকবে। সাথে থাকবে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। Redmi 8A ফোনের ভিতরে একটি 5,000 mAh ব্যাটারি ব্যবহার করেছে Xiaomi। এই ফোনের আয়তন 156.3x75.4x9.4 মিলিমিটার আর ওজন 190 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন