অপেক্ষার অবসান। বুধবার ভারতে লঞ্চ হল Redmi 8। বাজেট সেগমেন্টে জমি শক্ত করতে ভারতে এই ফোন লঞ্চ করেছে Xiaomi। Redmi 8 ফোনে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর 5,000 mAh ব্যাটারি। ভারতে শুধুমাত্র Flipkart আর Mi.com থেকে পাওয়া যাবে Redmi 8।
3GB RAM + 32GB স্টোরেজে ভারতে Redmi 8 এর দাম 8,999 টাকা। 4GB RAM + 64GB স্টোরেজে এই ফোন কিনতে 8,999 টাকা খরচ হবে। তবে শুরুতে 4GB RAM + 64GB স্টোরেজে এই ফোন কিনতে 7,999 টাকা খরচ হবে। প্রথম 50 লক্ষ ফোনে এই অফার প্রযোজ্য হবে। 12 অক্টোবর Flipkart আর mi.com থেকে এই ফোন বিক্রি শুরু হবে।
Samsung Anniversary Sale: জনপ্রিয় স্মার্টফোনে মিলছে 50 শতাংশ পর্যন্ত ছাড়
ডুয়াল সিম Redmi 8 ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 10 স্কিন চলবে। এই ফোনে থাকছে একটি 6.22 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে একটি Snapdragon 439 চিপসেট, 4GB পর্যন্ত RAM আর 64GB পর্যন্ত স্টোরেজ। Redmi 8 ফোনের পিছনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।
Redmi 8 ফোনে থাকছে 5,000 mAh ব্যাটারি। এই ফোনে একটি USB Type-C পোর্ট ব্যবহার করেছে বেজিং এর কোম্পানিটি।
64MP ক্যামেরা, শক্তিশালী প্রসেসর সহ আগামী সপ্তাহে আসছে Realme X2 Pro: ফিচারগুলি দেখে নিন
ছবি তোলার জন্য Redmi 8 ফোনের পিছনে থাকছে দুটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে 12 মেগাপিক্সেল Sony IMX363 প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর আর এলইডি ফ্ল্যাশ। সেলফি তোলার জন্য থাকছে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা। সামনের ক্যামেরা ব্যবহার করে এই ফোনের ফেস আনলক কাজ করবে। কানেক্টিভিটির জন্য এই ফোনে 4G VoLTE, Wi-Fi, Bluetooth v5.0, GPS/ A-GPS, FM radio, USB Type-C আর 3.5 মিমি অডিও জ্যাক ব্যবহার হয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন