Photo Credit: Twitter/ Redmi India
বুধবার দুপুরে ভারতে লঞ্চ হবে Redmi 8A। সম্প্রতি এই ফোনের একাধিক ফিচার সামনে এনেছে Xiaomi। ইতিমধ্যেই জানা গিয়েছে Redmi 8A ফোনে থাকবে ওয়াটার ড্রপ স্টাইল নচ, আত ফাস্ট চার্জিং সাপোর্ট। এর সাথেই ফোনের ভিতরে থাকবে একটি বিশাল ব্যাটারি। লঞ্চের আগে TENAA সার্টিফিকেশন ওয়েবসাইট থেকে Redmi 8A ফোনের একাধিক গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সামনে এসেছে।
বুধবার Redmi 8A লঞ্চ ভারয়ে Xiaomi -র YouTube চ্যানেল থেকে সরাসরি সম্প্রচারিত হবে। আজ দুপুর 12 টায় শুরু হবে এই লঞ্চ। অনলাইনে Redmi 8A লঞ্চ সরাসরি দেখতে নীচের প্লে বাটনে ক্লিক করুন।
Redmi 8A ফোনে USB Type-C পোর্ট থাকবে। এতদিন কম দাবের ফোনে Micro USB পোর্ট দেখা যেত। USB Type-C পোর্টের সাথেই Redmi 8A ফোনে ফাস্ট চার্জ সাপোর্ট থাকছে।
তবে এই ফোনে কত কারেন্টের ফাস্ট চার্জিং ব্যবহার হয়েছে জানা যায়নি। একই ট্যুইটে মনু কুমার জৈনের হাতে নীল রঙে Redmi 8A দেখা গিয়েছে। সেখানে ফোনের পিছনে একটি ক্যামেরা আর LED ফ্ল্যাশ দেখা গিয়েছে।
ইতিমধ্যেই একাধিক টিজারে Xiaomi জানিয়েছে Redmi 8A ফোনে ডিসপ্লের উপরে থাকছে নচ। এছাড়াও Xiaomi জানিয়েছে এই ফোনে 5,000 mAh ব্যাটারি থাকবে।
চলতি বছরেই লঞ্চ হয়েছিল Redmi 7A। সেই ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে MIUI10 স্কিন চলতে দেখা গিয়েছিল। ভারতে Redmi 7A এর দাম শুরু হচ্ছে 5,999 টকা থেকে। বাজেট সেগমেন্টেই চলতি সপ্তাহে লঞ্চ হতে চলেছে এই ফোনের উত্তরসূরী Redmi 8A।
ছবি: Flipkart.com
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন