Redmi Go ফোনে চলবে Android 8.1 Oreo (Go Edition) অপারেটিং সিস্টেম। এই ফোনে থাকবে একটি 5 ইঞ্চি HD ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 425 চিপসেট।
Redmi Go এর দাম 4,499 টাকা
গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল Redmi Go। ইতিমধ্যেই একটি ফ্ল্যাশ সেলে মুহুর্তে স্টক শেষ হয়েছে। সোমবার ফ্ল্যাশসেলে আবার পাওতা যাবে Redmi Go। সোমবার দুপুর 2টোয় Flipkart আর Mi.com থেকে শুরু হবে ফ্ল্যাশ সেল। Redmi Go ভারতে Xiaomi –র প্রথম Android Go স্মার্টফোন। এই ফোনে Android Go অপারেটিং সিস্টেম চলবে। 1GB বা তার কম RAM স্মার্টফোনের জন্য বিশেষভাবে এই অপারেটিং সিস্টেম তৈরী করেছে Google। Redmi Go তে থাকছে 5 ইঞ্চি HD ডিসপ্লে আর Qualcomm Snapdragon 425 চিপসেট আর 1GB RAM।
ভারতে Redmi Go এর দাম 4,499 টাকা। 1GB RAM আর 8GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। কালো ও নীল রঙে পাওয়া যাবে Redmi Go। সোমবার দুপুর 2 টোয় Flipkart আর Mi.com থেকে বিক্রি শুরু হবে এই ফোন।
Redmi Go ফোনে চলবে Android 8.1 Oreo (Go Edition) অপারেটিং সিস্টেম। এই ফোনে থাকবে একটি 5 ইঞ্চি HD ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 425 চিপসেট। 1GB RAM আর 8GB স্টোরেজ। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এই ফোনের স্টোরেজ 128GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।
ছবি তোলার জন্য Redmi Go তে থাকছে 8 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। সাথে থাকছে LED ফ্ল্যাশ আর HDR মোড। সেলফি তোলার জন্য থাকছে 5 মেগাপিক্সেল ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Redmi Go তে থাকছে 4G LTE, Wi-Fi 802.11b/g/n, Bluetooth v4.1, GPS/ A-GPS আর মাইক্রো-USB। ফোনের ভিতরে থাকবে একটি 3,000mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Oppo 6t Series, Oppo A6 4G, Oppo A6x 4G Specifications, Colourways Listed Online; Could Launch Soon