Redmi Note 7 (কোডনেম: lavender) আর Redmi Go (কোডনেম: tiare) ফোনের কার্নেল সোর্স দেখা যায়। Github থেকে ডাউনলোড করা যাচ্ছে এই কার্নেল সোর্স। এর ফলে এই দুটি ডিভাইসে TWRP কাস্টম রিকভারি কাজ করবে।
Github থেকে Redmi Note 7 আর Redmi Go ফোনের কার্নেল সোর্স ডাউনলোড করা যাচ্ছে
Redmi Note 7 আর Redmi Go ফোনের কার্নেল সোর্স প্রকাশ্যে নিয়ে এল Xiaomi। সম্প্রতি Redmi Note 7 আর Redmi Note 7 Pro লঞ্চ করে ভারতের মিডরেঞ্জ স্মার্টফোন বাজারে ঝড় তুলেছে চিনের কোম্পানি। ইতিমধ্যেই সুপারহিট এই দুটি স্মার্টফোন। এই সপ্তাহের শুরুতেই লঞ্চ হয়েছে Xiaomi –র প্রথম Android Go স্মার্টফোন Redmi Go। শুক্রবার ফ্ল্যাশ সেলে বিক্রি শুরু হয়েছে এই ফোন। ভারতে মাত্র 4,499 তাকায় পাওয়া যাবে Redmi Go।
XDA Developers ওয়েবসাইটে প্রথম Redmi Note 7 (কোডনেম: lavender) আর Redmi Go (কোডনেম: tiare) ফোনের কার্নেল সোর্স দেখা যায়। Github থেকে ডাউনলোড করা যাচ্ছে এই কার্নেল সোর্স। এর ফলে এই দুটি ডিভাইসে TWRP কাস্টম রিকভারি কাজ করবে।
মার্চ মাসে লঞ্চ হয়েছে Redmi Go
কাস্টম রিকভারি থাকলে গ্রাহকরা বিভিন্ন কাস্টম রম ফ্ল্যাশ করতে পারবেন। কার্নেল সোর্স প্রকাশ্যএ আসার কারনেই Redmi Note 7 আর Redmi Go ফোনের জন্য স্টেবেল কাস্টম রিকভারি তৈরী করতে পারবেন ডেভেলপাররা। এখনও Redmi Note 7 Pro ফোনের কাস্টম রিকভারি প্রকাশ্যে আনেনি Xiaomi।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Nothing Phone 3a Lite Launch Date Confirmed: See Expected Specifications, Price
Lava Shark 2 4G Launched in India With 5,000mAh Battery, 50-Megapixel Rear Camera: Price, Specifications