Redmi K30i 5G’র দাম 1,899 ইউয়ান (প্রায় 20,200 টাকা)। এই ফোনে থাকছে 6GB RAM + 128GB স্টোরেজ। 7 জুন চিনে এই ফোন বিক্রি শুরু হবে।
Redmi K30i 5G
তুলনামূলক কম দামে 5G ফোন নিয়ে এল Xiaomi। সোমবার লঞ্চ হয়েছে Redmi K30i 5G। এই ফোনে রয়েছে Snapdragon 765G চিপসেট, চারটি ক্যামেরা ও 5G কানেক্তিভিটি। সঙ্গে থাকছে হোল-পাঞ্চ ডিসপ্লে ও ডুয়াল সেলফি ক্যামেরা।
Redmi K30i 5G'র দাম 1,899 ইউয়ান (প্রায় 20,200 টাকা)। এই ফোনে থাকছে 6GB RAM + 128GB স্টোরেজ। 7 জুন চিনে এই ফোন বিক্রি শুরু হবে।
ডুয়াল সিম Redmi K30i ফোনে রয়েছে একটি 6.67 ইঞ্চি ডিসপ্লে। 120Hz রিফ্রেশ রেটের এই ডিসপ্লেতে থাকছে হোল-পাঞ্চ ডিজাইন। ফোনের ভিতরে থাকছে Snapdragon 765 চিপসেট, 6GB RAM ও 128GB স্টোরেজ।
Redmi K30i ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে। থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে একটি 5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর আর 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা।
এই ফোনে থাকছে ডুয়াল সেলফি ক্যামেরা। Redmi K30 ফোনের সেলফি ক্যামেরায় 20 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকবে। সাথে থাকবে একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর।
Redmi K30i ফোনে থাকছে 4,500 mAh ব্যাটারি। সাথে থাকছে 30W ফাস্ট চার্জ সাপোর্ট। কানেক্টিভিটির জন্য থাকছে 4G, 5G, NFC, 5G GPS, USB Type-C পোর্ট। এই ফোনে থাকছে একটি 3.5 মিমি অডিও জ্যাক।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy S26 Series Will Go on Sale a Month After Anticipated Launch, Tipster Claims