ভারতের বাজারে Redmi কোম্পানি নিয়ে এলো অসাধারণ তিনটি হ্যান্ডসেট

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 11 ডিসেম্বর 2024 11:52 IST
হাইলাইট
  • Redmi Note 14 Pro+হ্যান্ডসেটটিতে 6,200mAh ব্যাটারী আছে
  • হ্যান্ডসেটগুলি শাওমির Android 14-ভিত্তিক HyperOS 1.0 ইন্টারফেস দ্বারা চাল
  • ভারতে Redmi Note 14-এর দাম শুরু হচ্ছে 17,999টাকা থেকে

Redmi Note 14 Pro মডেল স্পেকটার ব্লু, ফ্যান্টম পার্পল এবং টাইটান ব্ল্যাক রঙে পাওয়া যাচ্ছে

Photo Credit: Xiaomi

বিগত সোমবার ভারতে Redmi Note 14 Pro+,Redmi Note 14 Pro, Redmi Note 14-উন্মোচিত হয়েছে।শাওমির সাবসিডিয়ারির নতুন নোট সিরিজের স্মার্টফোনগুলিতে একটি 6.67 ইঞ্চির OLED ডিসপ্লে আছে,যেটির রিফ্রেশরেট 120Hz এবং 3000নিট পর্যন্ত সর্বোচ্চ উজ্জ্বলতা প্রদান করবে।বেস মডেল-Redmi Note 14-ফোনটি MediaTek Dimensity 7025 আল্ট্রা চিপসেট দ্বারা চালিত,অন্যদিকে Redmi Note 14 Pro MediaTek Dimensity 7300-চিপসেট দ্বারা চালিত।এই সিরিজের সবচেয়ে প্রিমিয়াম মডেল-Redmi Note 14 Pro+ স্মার্টফোনটি-Snapdragon 7s Gen 3 SoC দ্বারা চালিত। উপরোক্ত প্রত্যেকটি মডেলেই 50মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা সহ ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট আছে এবং 90W-এর দ্রুত চার্জিং সমর্থিত 6200mAh-পর্যন্ত ব্যাটারী থাকছে। Pro মডেলগুলিতে ধূলো এবং জল থেকে সুরক্ষার জন্য একটি IP68-রেটিং এবং ভ্যানিলা মডেলটিতে একটি IP64-রেটিং দেওয়া হয়েছে।

ভারতে Redmi Note 14 Pro+, Redmi Note 14 Pro এবং Redmi Note 14-এর দাম:

Redmi Note 14 Pro+এর 8জিবি+128জিবি বিকল্পটির দাম 29,999টাকা, 8জিবি+256জিবি এবং 12জিবি+512জিবি বিকল্পগুলির দাম যথাক্রমে, 31,999টাকা এবং 34,999টাকা।

Redmi Note 14 Pro-এর 8জিবি+128জিবির দাম শুরু হচ্ছে 23,999টাকা থেকে।যেখানে 8জিবি+256জিবি বিকল্পটি 25,999টাকায় পাওয়া যাবে। প্রো-মডেলগুলি স্পেকটার-ব্লু, ফ্যান্টম-পার্পল এবং টাইটান-ব্ল্যাক রঙের বিকল্পে পাওয়া যাবে।

ভারতে Redmi Note 14-এর 8জিবি+128জিবি বিকল্পের দাম 17,999টাকা। 8জিবি+128জিবি এবং 8জিবি+256জিবি মডেলগুলির দাম যথাক্রমে,18,999টাকা এবং 20999টাকা। এটি টাইটান-ব্ল্যাক, মিস্টিক-হোয়াইট এবং ফ্যান্টম-পার্পল রঙের বিকল্পে উপলব্ধ আছে।

তিনটি মডেলই 13ই ডিসেম্বর দুপুর 12টা থেকে,Mi.Com, Flipkart এবং অন্যান্য খুচরো দোকানের মাধ্যমে বিক্রি করা হবে।

Redmi Note 14 Pro+এর স্পেসিফিকেশন:

ডুয়াল ন্যানোসিম যুক্ত,Redmi Note 14 Pro+হ্যান্ডসেটটি শাওমির-Android 14-ভিত্তিক HyperOS 1.0 ইন্টারফেস দিয়ে তৈরি এবং এটিতে একটি 120Hz রিফ্রেশরেট যুক্ত 6.67ইঞ্চির 1.5k(1220×2712 পিক্সেল)রেজোলিউশন ডিসপ্লে আছে।যেটি 3000নিট পর্যন্ত সর্বোচ্চ উজ্জ্বলতা,2560Hz তৎক্ষণাৎ টাচ্ স্যাম্পলিং রেট,অ্যাডাপটিভ HDR 10+ এবং ডলবি ভিশন সমর্থন করে।এই ডিসপ্লেটিতে 1920Hz-হাই ফ্রিকোয়েন্সি PWM ডিমিনিংয়ের সাথে 2160Hz-তাৎক্ষণিক টাচ্ স্যাম্পলিং রেট থাকবে।

হ্যান্ডসেটটির ডিসপ্লেতে,কনিং গরিলা গ্লাস ভিকটাস 2-এর সুরক্ষা এবং পিছনের প্যানেলটিতে কর্ণিং গরিলা গ্লাস 7i কোটিং দেওয়া আছে।এটি 12জিবি পর্যন্ত RAM+512জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজের সাথে একটি 4nm Snapdragon 7s Gen 3 চিপসেট-দ্বারা চালিত।

ক্যামেরার ক্ষেত্রে এটিতে,একটি ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট আছে,যেটির প্রধান ক্যামেরাটি 50মেগাপিক্সেলের লাইট হান্টার 800 সেন্সর। প্রধান সেন্সরটি 1/1.55 ইঞ্চির এবং এটিতে শাওমির HyperOIS স্টেবেলাইজেশান প্রযুক্তি আছে। এছাড়াও এটিতে একটি 8মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর এবং 2.5x অপটিক্যাল জুম সমৃদ্ধ একটি 50মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরা আছে।ফোনটির সামনে 20মেগাপিক্সেলের ক্যামেরা আছে।

Advertisement

সংযোগের জন্য,হ্যান্ডসেটটিতে-5G,Wi-Fi 6,USB Type-C পোর্ট, ব্লুটুথ 5.4,GPS, Galileo,GLONASS, Beidou এবং NFC যুক্ত করা আছে।এটিতে অ্যাক্সিলোমিটার,লাইটসেন্সর, ই-কম্পাস,প্রক্সিমিটি-সেন্সর, লিনিয়ার মোটর, জাইরোস্কোপ, IR নিয়ন্ত্রণ এবং ফ্লিকার-সেন্সর এবং ডিসপ্লেতে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। এটিতে ডলবি অ্যাটমোসের সমর্থন এবং দুটি মাইক্রোফোনের সাথে ডুয়াল স্টিরিও স্পিকার আছে। ধূলো এবং জল থেকে সুরক্ষার জন্য এটিতে একটি IP68-রেটিং যুক্ত করা হয়েছে।

হ্যান্ডসেটটি 90W-এর দ্রুত চার্জিং সমর্থিত একটি 6,200mAh ব্যাটারী দ্বারা চালিত। তাপ নিয়ন্ত্রণের জন্য এটিতে একটি 5000মিমি বর্গ ভেপার চেম্বার কুলিং এরিয়া আছে।এটির পরিমাপ 162.53x74.67x8.75মিমি এবং ওজন 210.8গ্রাম। ফোনটি চারবছরের ফ্লুয়েন্সি সার্টিফিকেট সাথে নিয়ে এসেছে।

Redmi Note 14 Pro এবং Note 14-এর স্পেসিফিকেশন:

Redmi Note 14 Pro এবং Note 14- দুটিতেই Note 14 Pro+ এর মত একই সিম এবং সফ্টওয়্যার স্পেসিফিকেশন আছে। এগুলিতে 6.7ইঞ্চির ডিসপ্লে আছে।Redmi Note 14 Pro হ্যান্ডসেটটিতে,একটি 1.5kরেজোলিউশন সমৃদ্ধ ডিসপ্লে আছে এবং এটি MediaTek Dimensity 7300 আলট্রা প্রসেসর-দ্বারা চালিত।যেখানে বেসমডেলটিতে একটি Full-HD+ ডিসপ্লে এবং MediaTek Dimensity 7025 আল্ট্রা-প্রসেসর আছে।

Advertisement

Redmi Note 14 Pro-হ্যান্ডসেটটির পিছনের অংশে ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট আছে,যেটিতে একটি 50মেগাপিক্সেলের প্রধান সেন্সর,একটি 8মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর এবং একটি 2মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা আছে।সেলফির জন্য একটি 20মেগাপিক্সেলের ক্যামেরা আছে।

অন্যদিকে Redmi Note 14-টিতে ডুয়াল রিয়ার ক্যামেরা ইউনিট আছে। এটি একটি 50মেগাপিক্সেলের সেন্সর এবং একটি 2মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর দ্বারা সজ্জিত। এটিতে 16মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে।

সংযোগের বিকল্পগুলি Redmi Note 14 Pro+এর মত কিছুটা একই ধরনের।Redmi Note 14 Pro-তে IP68 এবং বেস মডেলটিতে IP64-রেটিং যুক্ত করা হয়েছে।

Advertisement

Redmi Note 14 Pro 45W-এর দ্রুত চার্জিং সমর্থিত একটি 5,500mAh-ব্যাটারী দ্বারা চালিত।অন্যদিকে Note 14-ফোনটিতে 45W-এর চার্জিং সমর্থিত একটি 5,110mAh এর ব্যাটারী আছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

 ...অধিক
        
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 5000mAh ব্যাটারি, 128 জিবি স্টোরেজ, ও জলরোধী রেটিং সহ লঞ্চ হল Honor Play 10
  2. সেপ্টেম্বরেই Samsung-এর বড় আপডেট, একঝাঁক স্মার্টফোনে আসছে Android 16
  3. iPhone 17 Air: বিশ্বের সবচেয়ে পাতলা আইফোন আসছে আগামীকাল, দাম কত হবে
  4. iPhone 17 সিরিজের সঙ্গেই আসতে পারে AirPods Pro 3, ধরবে হার্ট ও কানের রোগ!
  5. Oppo F31 5G সিরিজ 15 সেপ্টেম্বর দেশে আসছে, দাম, ফিচার্স কেমন হবে দেখে নিন
  6. ক্যামেরা এবং AI ফিচার্সে ধামাকা, লঞ্চ হল Motorola Edge 60 Neo, দাম জেনে নিন
  7. Motorola একজোড়া দুর্দান্ত বাজেট ফোন আনল, 7,000mAh ব্যাটারি ও 4K ক্যামেরা রয়েছে
  8. দাম বাড়লেও বিক্রি কমবে না, উন্নত ফিচার্সে বাজিমাত করতে চলেছে iPhone 17 সিরিজ
  9. 6,000mAh ব্যাটারি, চারটি ক্যামেরার সঙ্গে আত্মপ্রকাশ করল Oppo Reno 14 FS 5G
  10. Lava Bold N1 5G: দেশের সবচেয়ে সস্তা 5G ফোন লঞ্চ হল, কম দামে দুর্দান্ত ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.