Redmi Note 14 Pro+ অ্যামাজনে 4,000 টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে। ক্রেডিট কার্ড থাকলে 2,000 টাকা অতিরিক্ত ছাড় পেতে পারেন।
Photo Credit: Redmi
Redmi Note 14 Pro+ launched in india at Rs. 30,999
Amazon ও Flipkart-এর সেল এই বছরের মতো শেষ হয়ে গেছে। বড় অঙ্কের ছাড় পেতে আবার টানা এক বছরের অপেক্ষা। তবে স্মার্টফোনের উপর ডিল এবং অফার থেমে নেই। আপনি যদি মিড-রেঞ্জে চমৎকার ডিসপ্লে, শক্তিশালী ব্যাটারি, সুপারফাস্ট চার্জিং, ভাল পারফরম্যান্স, এবং ওয়াটার রেজিস্ট্যান্স ফোন কিনতে চান, তাহলে Redmi Note14 Pro+ দুর্দান্ত অপশন হতে পারে। এটি বর্তমানে অ্যামাজনে 4,000 টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে। আপনার কাছে ক্রেডিট কার্ড থাকলে আরও 2,000 টাকা অতিরিক্ত ছাড় পেতে পারেন। রেডমির এই ফোনের ফিচার্সের মধ্যে রয়েছে IP66 + IP68 + IP69 জল ও ধুলো প্রতিরোধী রেটিং, 50 মেগাপিক্সেল পোট্রেট টেলিফটো ক্যামেরা, সিলিকন-কার্বন ব্যাটারি, 120 হার্টজ OLED ডিসপ্লে, ডলবি ভিশন সাপোর্ট, ইত্যাদি।
Redmi Note 14 Pro+ গত বছর ডিসেম্বরে 30,999 টাকা দামে ভারতে লঞ্চ হয়েছিল। বেস মডেলে 8 জিবি র্যাম এবং 128 জিবি অনবোর্ড স্টোরেজ ছিল। প্রতিবেদন লেখার সময় ফোনটি অ্যামাজনে 26,998 টাকায় লিস্টেড থাকতে দেখা গিয়েছে। অর্থাৎ ফ্ল্যাট 4,000 টাকা ছাড় পাওয়া যাচ্ছে। আবার Amazon Pay ICICI ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 809 টাকা ক্যাশব্যাক মিলবে। ফোনটি টাইনটান ব্ল্যাক, ফ্যান্টম পার্পল, ব্লু, এবং শ্যাম্পেন গোল্ড কালার অপশনে উপলব্ধ।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI), অ্যাক্সিস ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB), এবং কানাড়া ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেনে করলে 2,000 টাকা অতিরিক্ত ডিসকাউন্ট মিলবে। এসবিআই, অ্যাক্সিস, ওয়ানকার্ড এইচডিএফসি, অ্যামাজন পে আইসিআইসিআই, ও বাজাজ ফিনসার্ভ কার্ডে নো-কস্ট EMI অপশন রয়েছে। এছাড়াও, ক্রেতারা 9 মাসের কিস্তিতে Redmi ote 14 Pro+ নিলে প্রথম তিনটি কার্ডে 2,250 টাকা সাশ্রয় করতে পারবেন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Cat Adventure Game Stray is Reportedly Coming to PS Plus Essential in November