বিগত সোমবার ভারতের বাজারে লঞ্চ হয়ে গিয়েছে Redmi কোম্পানির তিনটি অসাধারণ হ্যান্ডসেট।বেস মডেল সহ একটি প্রো এবং প্রো+ মডেলটি নিয়ে তৈরি এই নতুন Note 14 সিরিজটি। Redmi Note 14 Pro+, Redmi Note 14 Pro এবং Note 14 তিনটি মডেলই কিছু বৈশিষ্ট্য একই ধরনের এবং কিছু অন্য বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে
খুব শীঘ্রই ভারতে শাওমি কোম্পানির Redmi Note 14 সিরিজটি লঞ্চ হওয়ার সম্ভবনা আছে। সঠিক তারিখ হিসেবে ডিসেম্বরের 9তারিখ জানা গিয়েছে।কিন্তু আকর্ষণীয় বিষয় হলো, কোম্পানি এই সিরিজের অংশ হিসেবে Note 14 Pro+ মডেলটিও যোগদান করতে পারে,যা ইতিমধ্যেই চীনে উপলব্ধ আছে।Note 14 Pro+এর কিছু উল্লেখযোগ্য স্পেসিফিকেশন ইতিমধ্যেই ফাঁস হয়ে গিয়েছে
খুব শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে Redmi Note 14 5G সিরিজ। বহুদিন ধরে সিরিজটি চর্চার বিষয়বস্তু হয়ে ছিল, বর্তমানে কোম্পানি এটির উপর সিলমোহর দিয়েছে এবং এটির লঞ্চের বিষয়টি নিশ্চিত করেছে। তবে এখনো পর্যন্ত কোম্পানি আসন্ন সিরিজটির কোনো স্পেসিফিকেশন প্রকাশ করেনি। কিন্তু কিছু আনুমানিক স্পেসিফিকেশন ফাঁস হয়ে গিয়েছে।