Redmi Note 15 সিরিজের অধীনে Redmi Note 15, Redmi Note 15 Pro, ও Redmi Note 15 Pro+ চীনে লঞ্চ হয়েছে।
Photo Credit: Redmi
Redmi Note 15 Pro সিরিজ আগস্টে চীনে লঞ্চ হয়েছিল
Redmi Note 15 সিরিজ আগস্টে লঞ্চ হয়েছিল। এই লাইনআপে তিনটি মডেল এনেছিল শাওমি — Redmi Note 15, Redmi Note 15 Pro, ও Redmi Note 15 Pro+। এই ফোনগুলি 2025 সালে ভারতে আসবে বলে জল্পনা শোনা যাচ্ছিল। কিন্তু একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, Redmi Note 15 সিরিজ 2026 সালের জানুয়ারি মাসে ভারতে আসবে। ফোনগুলির ভারতীয় ভেরিয়েন্টে ভিন্ন ক্যামেরা সেন্সর ব্যবহার করবে শাওমি। Redmi Note 15 Pro+ মডেলে 200 মেগাপিক্সেল ক্যামেরা থাকতে পারে। এই সিরিজের প্রতিটি মডেল ভারতে কেমন দামে লঞ্চ হতে পারে, সেই বিষয়েও তথ্য ফাঁস হয়েছে।
শাওমির নতুন রেডমি নোট 15 সিরিজ 2026 সালের জানুয়ারি মাসে লঞ্চ হবে বলে দাবি করা হয়েছে। এটি জানুয়ারির মাঝামাঝি সময়ে অনলাইন ও অফলাইনে বিক্রি শুরু হবে। তবে লঞ্চের তারিখ এখনও জানা যায়নি। যদি খবরটি সত্যি হয়, তাহলে শাওমি শীঘ্রই এই বিষয়ে ঘোষণা করতে পারে। স্মার্টপিক্স ও টিপস্টার যোগেশ ব্রার রেডমি নোট 15 সিরিজের ভারতীয় লঞ্চ টাইমলাইন, দামের রেঞ্জ, ও স্পেসিফিকেশনে সম্ভাব্য পরিবর্তনগুলি প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, Redmi Note 15 সিরিজের ভারতীয় এডিশনে আলাদা ক্যামেরা সেন্সর থাকবে। Redmi Note 15 Pro+ মডেলটি 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার সঙ্গে আসবে। উল্লেখ্য, এটি চীনে ট্রিপল রিয়ার ক্যামেরার সঙ্গে উপলব্ধ। 50 মেগাপিক্সেল লাইট ফিউশন 800 মেইন ক্যামেরা, 50 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স বর্তমান।
মিড-টিয়ার Redmi Note 15 Pro-এর প্রাইমারি ক্যামেরা 108 মেগাপিক্সেলের হতে পারে। যেখানে এর চাইনিজ মডেলে 50 মেগাপিক্সেল Sony LYT-600 প্রাইমারি ক্যামেরা ও Sony IMX355 সেন্সর সহ 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স আছে। সবশেষে, বেস Redmi Note 15 মডেলে একটি 50 মেগাপিক্সেল ক্যামেরা মিলবে। তবে ক্যামেরা ভিন্ন হলেও, প্রতিটি মডেলে একরকম প্রসেসর ও ডিসপ্লে থাকবে।
রিপোর্ট বলছে, শাওমি তাদের প্রতিযোগিতামূলক দামের নীতি বজায় রাখতে চায়। সেই কারণে আসন্ন Redmi Note 15 সিরিজের দাম বর্তমান Redmi Note 14 লাইনআপের মতো রাখা হতে পারে। উল্লেখ্য, Redmi Note 14 ও Redmi Note 14 Pro যথাক্রমে 18,999 টাকা ও 24,999 টাকায় লঞ্চ হয়েছিল। অন্য দিকে, টপ মডেল Note 14 Pro+ এর দাম 30,999 টাকা থেকে শুরু হয়েছিল।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন