200MP ক্যামেরা সহ ভারতে লঞ্চ হবে Redmi Note 15 সিরিজ, দাম প্রকাশ্যে

Redmi Note 15 সিরিজের অধীনে Redmi Note 15, Redmi Note 15 Pro, ও Redmi Note 15 Pro+ চীনে লঞ্চ হয়েছে।

200MP ক্যামেরা সহ ভারতে লঞ্চ হবে Redmi Note 15 সিরিজ, দাম প্রকাশ্যে

Photo Credit: Redmi

Redmi Note 15 Pro সিরিজ আগস্টে চীনে লঞ্চ হয়েছিল

হাইলাইট
  • Redmi Note 15 সিরিজ জানুয়ারিতে ভারতে লঞ্চ হতে পারে
  • ফোনগুলির প্রাইমারি ক্যামেরা আলাদা হওয়ার সম্ভাবনা
  • Redmi Note 14 সিরিজের মতো একই দাম রাখা হতে পারে
বিজ্ঞাপন

Redmi Note 15 সিরিজ আগস্টে লঞ্চ হয়েছিল। এই লাইনআপে তিনটি মডেল এনেছিল শাওমি — Redmi Note 15, Redmi Note 15 Pro, ও Redmi Note 15 Pro+। এই ফোনগুলি 2025 সালে ভারতে আসবে বলে জল্পনা শোনা যাচ্ছিল। কিন্তু একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, Redmi Note 15 সিরিজ 2026 সালের জানুয়ারি মাসে ভারতে আসবে। ফোনগুলির ভারতীয় ভেরিয়েন্টে ভিন্ন ক্যামেরা সেন্সর ব্যবহার করবে শাওমি। Redmi Note 15 Pro+ মডেলে 200 মেগাপিক্সেল ক্যামেরা থাকতে পারে। এই সিরিজের প্রতিটি মডেল ভারতে কেমন দামে লঞ্চ হতে পারে, সেই বিষয়েও তথ্য ফাঁস হয়েছে।

Redmi Note 15 সিরিজ ভারতে 2026-এর জানুয়ারি মাসে লঞ্চ হবে

শাওমির নতুন রেডমি নোট 15 সিরিজ 2026 সালের জানুয়ারি মাসে লঞ্চ হবে বলে দাবি করা হয়েছে। এটি জানুয়ারির মাঝামাঝি সময়ে অনলাইন ও অফলাইনে বিক্রি শুরু হবে। তবে লঞ্চের তারিখ এখনও জানা যায়নি। যদি খবরটি সত্যি হয়, তাহলে শাওমি শীঘ্রই এই বিষয়ে ঘোষণা করতে পারে। স্মার্টপিক্স ও টিপস্টার যোগেশ ব্রার রেডমি নোট 15 সিরিজের ভারতীয় লঞ্চ টাইমলাইন, দামের রেঞ্জ, ও স্পেসিফিকেশনে সম্ভাব্য পরিবর্তনগুলি প্রকাশ করেছে।

Redmi Note 15 সিরিজের ভারতীয় ভেরিয়েন্টের স্পেসিফিকেশন ও দাম

প্রতিবেদনে বলা হয়েছে, Redmi Note 15 সিরিজের ভারতীয় এডিশনে আলাদা ক্যামেরা সেন্সর থাকবে। Redmi Note 15 Pro+ মডেলটি 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার সঙ্গে আসবে। উল্লেখ্য, এটি চীনে ট্রিপল রিয়ার ক্যামেরার সঙ্গে উপলব্ধ। 50 মেগাপিক্সেল লাইট ফিউশন 800 মেইন ক্যামেরা, 50 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স বর্তমান।

মিড-টিয়ার Redmi Note 15 Pro-এর প্রাইমারি ক্যামেরা 108 মেগাপিক্সেলের হতে পারে। যেখানে এর চাইনিজ মডেলে 50 মেগাপিক্সেল Sony LYT-600 প্রাইমারি ক্যামেরা ও Sony IMX355 সেন্সর সহ 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স আছে। সবশেষে, বেস Redmi Note 15 মডেলে একটি 50 মেগাপিক্সেল ক্যামেরা মিলবে। তবে ক্যামেরা ভিন্ন হলেও, প্রতিটি মডেলে একরকম প্রসেসর ও ডিসপ্লে থাকবে।

রিপোর্ট বলছে, শাওমি তাদের প্রতিযোগিতামূলক দামের নীতি বজায় রাখতে চায়। সেই কারণে আসন্ন Redmi Note 15 সিরিজের দাম বর্তমান Redmi Note 14 লাইনআপের মতো রাখা হতে পারে। উল্লেখ্য, Redmi Note 14 ও Redmi Note 14 Pro যথাক্রমে 18,999 টাকা ও 24,999 টাকায় লঞ্চ হয়েছিল। অন্য দিকে, টপ মডেল Note 14 Pro+ এর দাম 30,999 টাকা থেকে শুরু হয়েছিল।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. iPhone 18 সিরিজ নিয়ে বিশাল আপডেট, অবশেষে যুক্ত হতে পারে 24 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  2. ভারতে লঞ্চের আগেই Oppo এর প্রথম 200 মেগাপিক্সেল ক্যামেরা ফোনের দাম ফাঁস হল
  3. iPhone 18 Pro: Apple এর বিরাট চমক, আইফোনে আসছে ট্রান্সপারেন্ট ডিজাইন!
  4. Oppo Find X9 স্মার্টফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস, উত্তেজনায় ফুটছে ক্রেতারা
  5. ফুল চার্জ মাত্র 30 মিনিটে! ট্রিপল ক্যামেরার Realme ফোনের দাম 15,500 টাকা কমল
  6. Oppo Find X9 সিরিজ ভারতে নভেম্বর 18 লঞ্চ হচ্ছে, থাকবে 200MP ক্যামেরা ও 7,500mAh ব্যাটারি
  7. B by Lenskart: লেন্সকার্ট AI চশমা লঞ্চের ঘোষণা করল, চোখের ইশারায় হবে UPI পেমেন্ট
  8. Realme C85 5G নভেম্বরে ভারতে আসছে, সস্তায় 7,000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা পাবেন
  9. Oppo Reno 15 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, 200 মেগাপিক্সেল AI ক্যামেরায় বাজিমাত করবে
  10. Vivo S50 সিরিজের নয়া ফোন 90W ফাস্ট চার্জিং ও ট্রিপল ক্যামেরার সঙ্গে লঞ্চ হচ্ছে
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »