চীনের বাজারের পর এবার ভারতের বাজারেও উপলব্ধ হতে চলেছে Redmi Note 14 Pro+
Photo Credit: Redmi
Redmi Note 14 Pro+ ভারতে লঞ্চের আগে কালো রঙে টিজ করা হয়েছে
Redmi Note 14 সিরিজ ভারতে আগামী 9 ডিসেম্বর লঞ্চ হতে পারে, যেটি চীনে প্রায় তিনমাস আগেই উন্মোচিত হয়েছে।ভারতে এই আসন্ন স্মার্টফোনের লাইনআপটি তিনটি হ্যান্ডসেটের সাথে আসতে পারে,যার মধ্যে একটি বেস মডেল,একটি প্রো এবং একটি প্রো প্লাস মডেল থাকার সম্ভাবনা আছে।আলোচিত সিরিজটির ভারতে লঞ্চ করার আগেই ‘Xiaomi India'সিরিজটির সর্বোচ্চ মডেল,Note 14 Pro+এর কিছু স্পেসিফিকেশন টিজ করেছে,যেমন- ফোনটি একটি বক্র AMOLED স্ক্রিন এবং একটি 50মেগাপিক্সেলের ক্যামেরা নিয়ে আসতে পারে, যা চীনের বিকল্পটিতেও দেখা গিয়েছে।
Xiaomi India,একটি ডেডিকেটেড মাইক্রোসাইটে Redmi Note 14 Pro+এর কিছু স্পেসিফিকেশনের সম্পূর্ণ বিবরণ পেশ করেছে।কোম্পানি নিশ্চিত করেছে,আসন্ন হ্যান্ডসেটটিতে একটি বক্র AMOLED ডিসপ্লে থাকবে, যেটিতে কর্নিং গরিলা গ্লাস ভিকটাস 2-এর সুরক্ষা আছে।হ্যান্ডসেটটিকে কালো এবং বেগুনি রঙের বিকল্পের সাথে দেখা গিয়েছে এবং দ্বিতীয়টিতে স্পোর্টিং বৈশিষ্ট্যর সাথে দেখা গিয়েছে,যেটি কিছুটা ভেগান লেদার ফিনিসের মতো ডিজাইন সমৃদ্ধ।
ক্যামেরার ক্ষেত্রে হ্যান্ডসেটটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট আছে,যার মধ্যে প্রধান ক্যামেরাটি অপটিক্যাল ইমেজ স্টেবেলাইজেশনের(OIS) সাথে 50মেগাপিক্সেলের। এছাড়াও এটিতে ধূলো এবং জল থেকে সুরক্ষার জন্য IP68 রেটিং যুক্ত করা আছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো কোম্পানির আসন্ন স্মার্টফোনটিতে 20টিরও বেশি কৃত্রিম বুদ্ধিমত্তার(AI) ফিচার থাকতে পারে, কিন্তু এখনো পর্যন্ত কোম্পানি এটির বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি।
উপরোক্ত যে সমস্ত স্পেসিফিকেশন এবং ডিজাইনগুলি জানা গিয়েছে, তা চিনা বিকল্পটির মতোই একই ধরনের।
Redmi Note 14 Pro+এর চিনা বিকল্পটিতে একটি 6.67ইঞ্চির OLED স্ক্রিন আছে,যেটির রিফ্রেশ রেট 120Hz।এটি কোয়ালকমের Snapdragon 7s Gen 3 চিপসেট দ্বারা চালিত। এটিতে 16জিবি পর্যন্ত RAM এবং 512জিবি পর্যন্ত স্টোরেজ অন্তর্ভুক্ত করা আছে।
ক্যামেরার ক্ষেত্রে এটিতে ট্রিপিল রিয়ার ক্যামেরা ইউনিট আছে, যার মধ্যে একটি 50মেগাপিক্সেলের Light Hunter 900-এর প্রধান ক্যামেরা, একটি 50মেগাপিক্সেলের টেলিফটো লেন্স, এবং একটি 8মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা আছে। সেলফির জন্য হ্যান্ডসেটটিতে 20মেগাপিক্সেলের OmniVision OV20B সেন্সর আছে। এটিতে একটি 6,200mAh-এর ব্যাটারী আছে,যা 90W-এর দ্রুত চার্জিং ব্যবস্থাকে সমর্থন করে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Honor Win Series Camera Specifications Tipped Days Ahead of China Launch
Oppo Reno 15 Series India Launch Date, Price Range Surface Online; Tipster Leaks Global Variant Price, Features
Clair Obscur: Expedition 33's Game of the Year Win at Indie Game Awards Retracted Over Gen AI Use