9ডিসেম্বর ভারতে লঞ্চ হতে পারে Redmi Note 14 সিরিজ, লাইনআপের অংশ হিসেবে থাকতে পারে Note 14 Pro+

চীনের বাজারের পর এবার ভারতের বাজারেও উপলব্ধ হতে চলেছে Redmi Note 14 Pro+

9ডিসেম্বর ভারতে লঞ্চ হতে পারে Redmi Note 14 সিরিজ, লাইনআপের অংশ হিসেবে থাকতে পারে Note 14 Pro+

Photo Credit: Redmi

Redmi Note 14 Pro+ ভারতে লঞ্চের আগে কালো রঙে টিজ করা হয়েছে

হাইলাইট
  • Redmi Note 14 Pro+ নিশ্চিতভাবে Snapdragon 7s Gen 3 চিপসেট পেতে চলেছে
  • রিপোর্ট অনুযায়ী,এটিতে চিনা বিকল্পটির মতো একই স্পেসিফিকেশন আছে
  • হ্যান্ডসেটটিতে গরিলা গ্লাস ভিকটাস 2-এর সুরক্ষার সাথে একটি বক্র AMOLED স
বিজ্ঞাপন

Redmi Note 14 সিরিজ ভারতে আগামী 9 ডিসেম্বর লঞ্চ হতে পারে, যেটি চীনে প্রায় তিনমাস আগেই উন্মোচিত হয়েছে।ভারতে এই আসন্ন স্মার্টফোনের লাইনআপটি তিনটি হ্যান্ডসেটের সাথে আসতে পারে,যার মধ্যে একটি বেস মডেল,একটি প্রো এবং একটি প্রো প্লাস মডেল থাকার সম্ভাবনা আছে।আলোচিত সিরিজটির ভারতে লঞ্চ করার আগেই ‘Xiaomi India'সিরিজটির সর্বোচ্চ মডেল,Note 14 Pro+এর কিছু স্পেসিফিকেশন টিজ করেছে,যেমন- ফোনটি একটি বক্র AMOLED স্ক্রিন এবং একটি 50মেগাপিক্সেলের ক্যামেরা নিয়ে আসতে পারে, যা চীনের বিকল্পটিতেও দেখা গিয়েছে।

Redmi Note 14 Pro+এর নিশ্চিত স্পেসিফিকেশন:

Xiaomi India,একটি ডেডিকেটেড মাইক্রোসাইটে Redmi Note 14 Pro+এর কিছু স্পেসিফিকেশনের সম্পূর্ণ বিবরণ পেশ করেছে।কোম্পানি নিশ্চিত করেছে,আসন্ন হ্যান্ডসেটটিতে একটি বক্র AMOLED ডিসপ্লে থাকবে, যেটিতে কর্নিং গরিলা গ্লাস ভিকটাস 2-এর সুরক্ষা আছে।হ্যান্ডসেটটিকে কালো এবং বেগুনি রঙের বিকল্পের সাথে দেখা গিয়েছে এবং দ্বিতীয়টিতে স্পোর্টিং বৈশিষ্ট্যর সাথে দেখা গিয়েছে,যেটি কিছুটা ভেগান লেদার ফিনিসের মতো ডিজাইন সমৃদ্ধ।

ক্যামেরার ক্ষেত্রে হ্যান্ডসেটটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট আছে,যার মধ্যে প্রধান ক্যামেরাটি অপটিক্যাল ইমেজ স্টেবেলাইজেশনের(OIS) সাথে 50মেগাপিক্সেলের। এছাড়াও এটিতে ধূলো এবং জল থেকে সুরক্ষার জন্য IP68 রেটিং যুক্ত করা আছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো কোম্পানির আসন্ন স্মার্টফোনটিতে 20টিরও বেশি কৃত্রিম বুদ্ধিমত্তার(AI) ফিচার থাকতে পারে, কিন্তু এখনো পর্যন্ত কোম্পানি এটির বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি।

উপরোক্ত যে সমস্ত স্পেসিফিকেশন এবং ডিজাইনগুলি জানা গিয়েছে, তা চিনা বিকল্পটির মতোই একই ধরনের।

চীনে প্রকাশিত Note 14 Pro+এর স্পেসিফিকেশন:

Redmi Note 14 Pro+এর চিনা বিকল্পটিতে একটি 6.67ইঞ্চির OLED স্ক্রিন আছে,যেটির রিফ্রেশ রেট 120Hz।এটি কোয়ালকমের Snapdragon 7s Gen 3 চিপসেট দ্বারা চালিত। এটিতে 16জিবি পর্যন্ত RAM এবং 512জিবি পর্যন্ত স্টোরেজ অন্তর্ভুক্ত করা আছে।

ক্যামেরার ক্ষেত্রে এটিতে ট্রিপিল রিয়ার ক্যামেরা ইউনিট আছে, যার মধ্যে একটি 50মেগাপিক্সেলের Light Hunter 900-এর প্রধান ক্যামেরা, একটি 50মেগাপিক্সেলের টেলিফটো লেন্স, এবং একটি 8মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা আছে। সেলফির জন্য হ্যান্ডসেটটিতে 20মেগাপিক্সেলের OmniVision OV20B সেন্সর আছে। এটিতে একটি 6,200mAh-এর ব্যাটারী আছে,যা 90W-এর দ্রুত চার্জিং ব্যবস্থাকে সমর্থন করে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Gadgets 360 Staff
 ...অধিক
        
    
ফেসবুকে শেয়ার করুন Gadgets360 Twitter Shareটুইট শেয়ার Snapchat রেডিট কমেন্ট

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Oppo Pad SE অবাক করা প্রযুক্তির সাথে 3 জুলাই ভারতে আসছে, একবার চার্জ দিলে 2 বছর ব্যাটারি টিকবে!
  2. Glyph Matrix-এর সাথে লঞ্চ হল Nothing Phone 3, এমন স্টাইলের ফোন বিশ্বে প্রথম!
  3. Redmi শ্যাম্পেনে ডুবিয়ে সোনালী রঙের মোড়কে দমদার 5G স্মার্টফোন লঞ্চ করল
  4. Nothing Phone 3 অপেক্ষার অবসান ঘটিয়ে আজ লঞ্চ হবে, দাম-ফিচার্স কেমন হবে দেখুন
  5. Moto G96 5G দেশে 9 জুলাই লঞ্চ হচ্ছে, পাবেন 5,500mAh ব্যাটারি ও Sony OIS ক্যামেরা
  6. রাজ্যবাসীর জন্য সুখবর, Vodafone Idea কলকাতা, শিলিগুড়ি সহ 23টি শহরে আনলিমিটেড 5G চালু করল
  7. Best Gaming Phones Under Rs. 30,000: 30,000 টাকার মধ্যে সেরা 5 গেমিং স্মার্টফোন
  8. Sony, Samsung-এর সেন্সর বাদ, ক্যামেরার গুণমান বাড়াতে বিরাট সিদ্ধান্ত নিচ্ছে Xiaomi
  9. Samsung Galaxy M36 5G দারুণ ফিচার্স নিয়ে লঞ্চ হল, 6,500 টাকা ছাড়ে বিক্রি হবে!
  10. Realme 15 5G এবং Realme 15 Pro 5G দুর্ধর্ষ AI ক্যামেরার সাথে শীঘ্রই দেশে লঞ্চ হবে
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »