গত সপ্তাহ থেকে MIUI 11 আপডেট পাঠাতে শুরু করেছিল Xiaomi। Redmi K20 ফোনে প্রথম এই আপডেট পাঠিয়েছিল Xiaomi। সোমবার সকালে Redmi Note 7 Pro ফোনে MIUI 11 আপডেট পৌঁছানোর খবর সামনে এসেছিল। এবার Redmi Note 7 আর Redmi Note 7S গ্রাহকরা MIUI 11 আপডেট পেতে শুরু করেছেন। MIUI 11.05.0.PFGINXM ভার্সানে এই দুই ফোনে সাম্প্রতিকতম আপডেট পৌঁছেছে। Redmi Note 7, Redmi Note 7S ফোনে MIUI 11 আপডেটের সাইজ 712MB। একই সাথে এই দুই ফোনে পৌঁছে গিয়েছে অক্টোবর মাসের অ্যানড্রয়েড সিকিউরিটি প্যাচ।
লঞ্চের আগেই ফাঁস হল Redmi Note 8T ফোনের দাম, ছবি ও স্পেসিফিকেশন
সোমবার ভারতের Redmi Note 7 আর Redmi Note 7S ফোনের গ্রাহকরা MIUI 11 আপডেটের স্ক্রিনশট পোস্ট করতে শুরু করেছেন। আগেই Xiaomi জানিয়েছিল 22 অক্টোবর থেকে 31 অক্টোবরের মধ্যে Redmi Note 7, Redmi Note 7S ফোনে এই আপডেট পৌঁছে যাবে। কথা রেখে এই দুই ফোনে 28 অক্টোবর MIUI 11 আপডেট পাঠাতে শুরু করল বেজিংয়ের কোম্পানিটি।
Redmi Note 7 আর Redmi Note 7S গ্রাহকরা Settings > About Phone > System Update থেকে এই আপডেট ইন্সটল করতে পারবেন। যদিও সব গ্রাহকের কাছে এখনই এই আপডেট পৌ৬ছায়নি। ধাপে ধাপে সব Redmi Note 7, Redmi Note 7S ফোনে MIUI 11 আপডেট পাঠিয়ে দেবে Xiaomi।
Redmi Note 8 Pro বনাম Realme XT! কোনটা কিনবেন?
ইতিমধ্যেই Redmi K20 ফোনে MIUI 11 আপডেট পৌঁছেছে। চলতি মাসেই Poco F1, Redmi Y3, Redmi 7, Redmi Note 7, Redmi Note 7S আর Redmi Note 7 Pro ফোনে MIUI 11 আপডেট পৌঁছে যাবে বলে জানিয়েছিল Xiaomi। এছাড়াও 2019 সালের ডিসেম্বর মাসের মধ্যে বিভিন্ন ফোনে MIUI 11 আপডেট পাঠানোর কাজ শেষ করবে বেজিংয়ের কোম্পানিটি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন