4GB RAM + 64GB স্টোরেজে Redmi Note 9 Pro -র দাম 13,999 টাকা। 6GB RAM + 128GB স্টোরেজে এই ফোন কিনতে 16,999 টাকা খরচ হবে।
Redmi Note 9 Pro
মঙ্গলবার Redmi Note 9 Pro বিক্রি শুরু করবে Xiaomi। আজ দুপুর 12 টায় Amazon.in ও Mi.com থেকে Redmi Note 9 Pro অর্ডার করা যাবে। আপাতত শুধুমাত্র গ্রিন জোন, অরেঞ্জ জোনে ও রেজ জোনে ডেলিভারি হবে। কনটেনমেন্ট জোনে সব ধরনের ই-কমার্স ডেলিভারি বন্ধ রয়েছে।
4GB RAM + 64GB স্টোরেজে Redmi Note 9 Pro -র দাম 13,999 টাকা। 6GB RAM + 128GB স্টোরেজে এই ফোন কিনতে 16,999 টাকা খরচ হবে। নীল, সাদা ও কালো রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। Amazon.in ও Mi.com থেকে দুপুর 12 টায় এই ফোন বিক্রি শুরু হবে। আইসিআইসিআই ব্যাঙ্ক ক্রেডিট কার্ড ব্যবহার করে ইএমআইতে এই ফোন কিনলে 1,000 টাকা ছাড় মিলবে।
ডুয়াল সিম Redmi Note 9 Pro-তেও Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 11 স্কিন চলবে। এই ফোনে রয়েছে 6.67 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 720G চিপসেট, 6GB LPDDR4X RAM আর 128GB পর্যন্ত UFS 2.1 স্টোরেজ।
এই ফোনের পিছনে রয়েছে চারটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় 48 মেগাপিক্সেল সেন্সর রয়েছে। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা 5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য রয়েছে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, ইনফ্রারেড (IR), NavIC, USB Type-C ও 3.5 মিমি অডিও জ্যাক। ফোনের ভিতরে রয়েছে 5,020 mAh ব্যাটারি, সঙ্গে রয়েছে 18W ফাস্ট চার্জিং।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Redmi Note 15 5G Goes on Sale in India for the First Time Today: Price, Specifications, Sale Offers
Vivo X200T Leak Reveals Detailed Specifications Including MediaTek Dimensity 9400+ SoC, 6,200mAh Battery