10,000 mAh ও 20,000 mAh ক্ষমতার দুটি নতুন পাওয়ার ব্যাঙ্ক লঞ্চ করেছে Redmi। এই দুই পাওয়ার-ব্যাঙ্কে 18W ফাস্ট চার্জ সাপোর্ট থাকছে।
কালো ও সাদা রঙে Redmi পাওয়ার-ব্যাঙ্ক পাওয়া যাবে
মঙ্গলবার ভারতে দুটি নতুন পাওয়ার-ব্যাঙ্ক নিয়ে এসেছে Redmi। 10,000 mAh ও 20,000 mAh ক্ষমতার দুটি নতুন পাওয়ার ব্যাঙ্ক লঞ্চ করেছে চিনের কোম্পানিটি। এই দুই পাওয়ার-ব্যাঙ্কে 18W ফাস্ট চার্জ সাপোর্ট থাকছে। কালো ও সাদা রঙের এই পাওয়ার-ব্যাঙ্কে থাকছে ডুয়াল ইনপুট ও আউটপুট। USB Type-A ও USB Type-C পোর্ট ব্যবহার করে এই পাওয়ারব্যাঙ্ক ব্যবহার করা যাবে। থাকছে উভয় দিকে ফাস্ট চার্জ সাপোর্ট।
10,000 mAh ক্ষমতার Redmi পাওয়ার-ব্যাঙ্কের দাম 799 টাকা। অন্যদিকে 20,000 mAh পাওয়ার-ব্যাঙ্ক কিনতে 1,499 টাকা খরচ করতে হবে। কালো ও সাদা রঙে এই প্রোডাক্ট বিক্রি করবে Redmi। 18 ফেব্রুয়ারি Amazon.in, Mi.com ও Mi Home স্টোর থেকে কোম্পানির নতুন পাওয়ার-ব্যাঙ্ক বিক্রি শুরু হবে।
ভারতে লঞ্চ হল Redmi 8A Dual; দাম ও ফিচারগুলি দেখে নিন
দুটি নতুন পাওয়ার-ব্যাঙ্কেই একই ডিজাইন থাকছে। থাকছে দুটি USB Type-A পোর্ট, একটি Micro USB পোর্ট ও একটি USB Type-C পোর্ট। 10,000 mAh পাওয়ার-ব্যাঙ্কে সর্বোচ্চ 10W ও 20,000 mAh পাওয়ার-ব্যাঙ্কে সর্বোচ্চ 18W ফাস্ট চার্জ আউটপুট থাকছে।
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
কোম্পানি জানিয়েছে এই দুই পাওয়ারব্যাঙ্কে থাকছে 12 লেয়ার সার্কিটের সুরক্ষা। পাওয়ার-ব্যাঙ্কের ভিতরে থাকছে লিথিয়াম পলিমার ব্যাটারি। এই পাওয়ার-ব্যাঙ্ক ব্যবহার করে উভয় দিকে ফাস্ট চার্জ পাওয়া যাবে। এছাড়াও ব্লুটুথ হেডসেট, ফিটনেস ব্যান্ড ও স্মার্টওয়াচ চার্জিংয়ের জন্য একটি লো পাওয়ার মোড থাকছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Xiaomi 17S Pro Said to Be in Development, Could Launch After Xiaomi 17 Ultra Debuts