বৃহষ্পতিবার ভারতে লঞ্চ হবে Xiaomi –র নতুন স্মার্টফোন। আজ নতুন দিল্লিতে এক ইভেন্টে লঞ্চ হতে পারে নতুন Redmi Y2। বিকেল 3টের সমর এই ইভেন্ট শুরু হবে। চিনে এই বছরের শুরুতেই লঞ্চ হয়েছিল Redmi S2 ফোনটি। সেই ফোনকে নতুন নাম দিয়ে ভারতে Redmi Y2 লঞ্চ করবে Xiaomi। বেশ কিছু দিন ধরেই এই ফোন নিয়ে ইন্টারনেটে একাধিক খব দেখা গিয়েছে। নতুন মডেল লঞ্চ না করে ইতিমধ্যেই বাজারে থাকা মডেলের নাম বদলে আজ ভারতে এই ফোনটি লঞ্চ করতে পারে Xiaomi।
YouTube এ সরাসরি সম্প্রচারিত হবে এই লঞ্চ ইভেন্ট। বৃহষ্পতিবার ভারতীয় সময় বিকেল 3টেয় এই ইভেন্ট শুরু হবে।
একাধিক রিপোর্ট থেকে জানা যাচ্ছে ভারতে Redmi Y2 এর 3GB RAM আর 32GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের দাম হবে 9,999 টাকা। আর 4GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম হবে 11,999 টাকা। ডার্ক গ্রে, গোল্ড ও রোজ গোল্ড কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে এই ফোন।
শোনা যাচ্ছে ভারতে শুধুমাত্র অ্যামাজন থেকেই Redmi Y2 কেনা যাবে। ইতিমধ্যেই নিজেদের ওয়েবসাইটে সেই কথা জানিয়েছে এই ই কমার্স সাইটটি। অ্যামাজন এক লিস্টিং এ জানিয়েছে এই ফোনে থাকবে Snapdragon প্রসেসার, সেলফি LED লাইট, ডুয়াল রিয়ার ক্যামেরা আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।
গত বছর ভারতে লঞ্চ হয়েছিল সেলফি সেন্ট্রিক স্মার্টফোন Redmi Y1। কোম্পানির Y সিরিজের পরবর্তী ফোন নতুন Redmi Y2। মনে করা হচ্ছে Redmi S2 এর সাথে একই স্পেসিফিকেশান থাকবে Redmi Y2 এর।
ডুয়াল সিম Redmi S2 এ রয়েছে 5.99 ইঞ্চি HD+ ডিসপ্লে। এর সাথেই ফোনের ভিতরে থাকবে Snapdragon 625 চিপসেট। Redmi S2 এ রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরায় আছে 12MP প্রাইমারী সেন্সার আর 5MP সেকেন্ডারি সেন্সার। এছাড়াও এই ফোনে রয়েছে 16MP ফ্রন্ট ক্যামেরা। ফেস আনলক ফিচার রয়েছে এই ফোনে। এছাড়াও Redmi S2 এ রয়েছে 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth v4.2, GPS/ A-GPS আর 3.5মিমি হেডফোন জ্যাক। Redmi S2 এ থাকবে একটি 3080mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন