Photo Credit: Flipkart
বৃহস্পতিবার সস্তা হল Samsung Galaxy A50, Galaxy S9, Galaxy A70 সহ একাধিক জনপ্রিয় Samsung স্মার্টফোন। Flipkart-এ শুরু হয়েছে Samsung Carnival sale। 14 ডিসেম্বর পর্যন্ত এই সেল চলবে। বিভিন্ন স্মার্টফোনে দুর্দান্ত ডিসকাউন্টের সাথেই এই সেলে পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জে অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। Galaxy Note 10, Galaxy Note 10+, Galaxy S10, Galaxy S10+ আর Galaxy S10e ফোন কিনলে নো-কস্ট ইএমআই এর সুবিধা পাওয়া যাবে।
ইতিমধ্যেই Samsung Carnival সেলের জন্য আলাদা পেজ তৈরি করেছে Flipkart। 14,999 টাকায় পাওয়া যাচ্ছে 4GB RAM ভেরিয়েন্টে Galaxy A50। 6GB RAM ভেরিয়েন্টে এই ফোন কিনতে 17,990 টাকা খরচ হবে।
29,999 টাকার পরিবর্তে 27,999 টাকায় পাওয়া যাবে Samsung Galaxy S9। 23,999 টাকায় পাওয়া যাচ্ছে Samsung Galaxy A70। 13,990 টাকায় পাওয়া যাচ্ছে Samsung Galaxy A30। Galaxy A20 কিনতে 10,490 টাকা খরচ হবে।
Galaxy A50s কেনার সময় পুরনো ফোন এক্সচেঞ্জ করলে অতিরিক্ত 2,000 টাকা ছাড় পাওয়া যাবে। Galaxy A30s কেনার সময় পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করলে থাকছে অরিরিক্ত 1,500 টাকা ছাড়।
স্মার্টফোন | দাম (টাকা) | অফারে দাম (টাকা) |
---|---|---|
Samsung Galaxy A50 4GB+64GB | 18,490 | 14,999 |
Samsung Galaxy A50 6GB+64GB | 21,490 | 17,990 |
Samsung Galaxy A70 6GB+128GB | 28,990 | 23,990 |
Samsung Galaxy A30 4GB+64GB | 15,490 | 13,990 |
Samsung Galaxy A20 3GB+32GB | 11,490 | 10,490 |
Samsung Galaxy S9 4GB+64GB | 29,999 | 27,999 |
নো-কস্ট ইএমআইতে ICICI ব্যাঙ্ক ক্রেডিট কার্ড ব্যবহার করে Samsung Galaxy Note 10, Galaxy Note 10+, Galaxy S10, Galaxy S10+ আর Galaxy S10e কিনলে 6,000 তাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। 199 তাকার কম দামে বিভিন্ন Samsung ফোনের টেম্পার্ড গ্লাস ও ব্যাক কভার পাওয়া যাচ্ছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন