অবশেষে লঞ্চ হল Galaxy A সিরিজের 5G স্মার্টফোন। মঙ্গলবার দক্ষিণ কোরিয়ায় লঞ্চ হয়েছে Samsung Galaxy A90 5G। অনেক দিন ধরেই এই ফোন সম্পর্কে একাধিক রিপোর্ট সামনে আসছিল। তবে 5G ভেরিয়েন্টে লঞ্চ হলেও এখনই 4G ভেরিয়েন্টে পাওয়া যাবে না Samsung Galaxy A90। এই ফোনের পিছনে থাকছে গ্রেডিয়েন্ট ফিনিশ। ছবিতে সাদা রঙে দেখা গিয়েছে Samsung Galaxy A90 5G।
দক্ষিণ কোরিয়ায় Samsung Galaxy A90 5G এর দাম শুরু হচ্ছে দক্ষিণ কোরিও ওন (প্রায় 53,000 টকা) থেকে। বুধবার থেকে এই ফোন বিক্রি শুরু হবে। ইতিমধ্যেই দক্ষিণ কোরিয়ায় Samsung এর একাধিক 5G স্মার্টফোন রয়েছে। সেই দেশে Galaxy S10 আর Galaxy Note 10 ফোনে রয়েছে 5G সাপোর্ট। এবার মিডরেঞ্জ সেগমেন্টে লঞ্চ হল Samsung Galaxy A90 5G।
Samsung Galaxy A90 5G ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে OneUI স্কিন চলবে। এই ফোনে থাকছে একটি 6.7 ইঞ্চি Super AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 855 চিপসেট, 8GB RAM আর 128GB স্টোরেজ। ফোনের ভিতরে থাকছে একটি 4,500 mAh ব্যাটারি।
ছবি তোলার জন্য Samsung Galaxy A90 5G ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকছে। সাথে থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর একটি 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য Galaxy A90 5G ফোনে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন