Samsung Galaxy A90 ফোনের ট্রিপল রিয়ার ক্যামেরায় থাকবে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকবে একটি 8 মেগাপিক্সেল ও একটি 5 মেগাপিক্সেল সেন্সর। এই মডেলে থাকবে 45W ফাস্ট চার্জিং।
Samsung Galaxy A90 ফোনের ট্রিপল ক্যমেরায় থাকবে 48MP প্রাইমারি সেন্সর
অনেক দিন ধরেই ইন্টারনেটে Samsung Galaxy A90 ফোনের স্পেসিফিকেশোন নিয়ে জল্পনা চলছে। সম্ভবত 5G ভেরিয়েন্টে আসতে চলেছে এই স্মার্টফোন। সম্প্রতি এক রিপোর্টে জানা গিয়েছে এই ফোনে থাকতে চলেছে Snapdragon 855 চিপসেট। 5G ভেরিয়েন্টে থাকতে পারে 45W ফাস্ট চার্জ সাপোর্ট।
অন্য এক রিপোর্টে জানা গিয়েছে Galaxy R সিরিজের অধীনে লঞ্চ হতে চলেছে Samsung Galaxy A90 স্মার্টফোন। তবে এই ফোনে থাকতে পারে Snapdragon 855 চিপসেট। সাথে ডিসপ্লের নীচে থাকতে পারে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। Samsung Galaxy A90 ফোনের অন্যতম প্রধান আকর্ষণ ট্রিপল রিয়ার ক্যামেরা।
Samsung Galaxy A90 ফোনের ট্রিপল রিয়ার ক্যামেরায় থাকবে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকবে একটি 8 মেগাপিক্সেল ও একটি 5 মেগাপিক্সেল সেন্সর। এই মডেলে থাকবে 45W ফাস্ট চার্জিং।
Samsung Galaxy A90 ফোনের অন্য ভেরিয়েন্টেও থাকবে Snapdragon 855 চিপসেট। তবে এই ফোনে থাকবে একটি 6.7 ইঞ্চি ডিসপ্লে। ডিসপ্লের নীচে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তবে এই ভেরিয়েন্টে 5G কানেক্টিভিটি থাকছে না। এই ফোনে থাকছে পিছনে থাকছে 48 মেগাপিক্সেল, একটি 12 মেগাপিক্সেল ও একটি 5 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। রিপোর্টে জানা গিয়েছে এই ফোনের রিয়ার ক্যামের্য থাকছে Tilt OIS প্রযুক্তি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Oppo Find X9, Oppo Find X9 Pro Go on Sale in India for the First Time Today: See Price, Offers, Availability