Samsung Galaxy A17 কোম্পানির নিজস্ব Exynos 1330 চিপসেটের সঙ্গে আসতে পারে।
Photo Credit: Boulangert
Samsung Galaxy A17 একটি 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার সঙ্গে আসতে পারে
Samsung Galaxy A17 লঞ্চ হতে আর বেশি দেরি নেই। এই মিড-রেঞ্জ স্মার্টফোনটি 4G ও 5G উভয় ভেরিয়েন্টে বাজারে আসতে পারে বলে শোনা যাচ্ছে। জল্পনা বাড়িয়ে এখন দু'টি মডেলই একটি রিটেল ওয়েবসাইটে লিস্টেড হয়েছে। যেখান থেকে দাম এবং স্পেসিফিকেশন প্রকাশ হয়েছে। Samsug Galaxy A17 গত বছরের Galaxy A16-এর তুলনায় বেশ কয়েকটি আপগ্রেড অফার করবে। এতে কোম্পানির নিজস্ব Exynos 1330 চিপসেট এবং 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম থাকবে বলে জানা গিয়েছে। এটি 5,000mAh ব্যাটারির সাথে আসতে পারে যা 25W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সমর্থন করে।
ইউরোপীয় রিটেলার Epto-তে Samsung Galaxy A17 4G লিস্টেড হয়েছে 289 ইউরো মূল্যে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 29,000 টাকা। এটি 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম। অন্যদিকে, একই পরিমাণ র্যাম ও ইন্টার্নাল স্টোরেজ সহ 5G সংস্করণের দাম 319 ইউরো (প্রায় 32,000 টাকা)। উভয় ভেরিয়েন্ট কালো, ধূসর (গ্রে), এবং হালকা নীল রঙে দেখা গিয়েছে।
উল্লেখ্য, ফ্রান্সের রিটেলার Boulanger আসন্ন Galaxy A17 5G মডেলটিকে তালিকাভুক্ত করেছে। ওই লিস্টিং থেকে ফোনটির ডিজাইন, দাম এবং স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। সেখানে স্মার্টফোনটির 4 জিবি + 128 জিবি স্টোরেজ ভার্সনের দাম 229 জিবিপি (প্রায় 26,000 টাকা) দেখানো হয়েছে। ওয়েবসাইট থেকে ছবি সামনে এসেছে। দক্ষিণ কোরিয়ান ব্র্যান্ডটির লেটেস্ট মিড-রেঞ্জ ফোনগুলির কায়দায় এতে উল্লম্বভাবে সাজানো ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সঙ্গে ফ্ল্যাট স্ক্রিন এবং সেলফি ক্যামেরার জন্য ওয়াটার-ড্রপ স্টাইলের নচ আছে।
জানা গিয়েছে, ডুয়াল সিম সাপোর্টেড স্যামসাং গ্যালাক্সি A17 5G ফোনটিতে 6.7-ইঞ্চি সুপার AMOLED ডিসপ্লে থাকবে। এটি 5 ন্যানোমিটারের আটটি কোর যুক্ত Exynos 1330 প্রসেসরে চলবে। ছবি ও ভিডিওর জন্য, পিছনে ট্রিপল ক্যামেরা ইউনিট থাকবে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেলের প্রাথমিক ক্যামেরা, একটি 5 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স এবং একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর নিয়ে গঠিত হবে। নিরাপত্তার জন্য ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ও ফেস আনলক ফিচার মিলতে পারে।
স্যামসাং-এর নতুন হ্যান্ডসেটের স্টোরেজ মেমরি কার্ডের মাধ্যমে 2 টেরাবাইট পর্যন্ত বাড়ানো যেতে পারে। 256 জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ থাকবে। সেলফি ও ভিডিও কল করার জন্য সামনের দিকে 13 মেগাপিক্সেল ক্যামেরা থাকার কথা বলা হয়েছে। এটি জল ও ধুলো থেকে রক্ষা করতে IP54 রেটিং অফার করবে। এছাড়া, ডিভাইসটি 25W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5,000mAh ব্যাটারি পেতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন