Samsung Galaxy A55 5G সুপার অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে এসেছে
Photo Credit: Samsung
দীপাবলি ও কালীপুজোর পর্ব শেষ হয়ে গেছে বলে ভাবছেন, ফেস্টিভ সিজন সেল এই বছরের মতো সমাপ্ত ? একদমই না! উৎসবের রেশ বজায় রাখে অনলাইন শপিং ওয়েবসাইটগুলি এখনও বিভিন্ন সামগ্রী বাজার মূল্যের থেকে সস্তায় বিক্রি করছে। Amazon ই-কমার্স প্ল্যাটফর্মে এমনই একটি লোভনীয় অফার মিলছে Samsung Galaxy A55 5G স্মার্টফোনে। লঞ্চের দেড় বছর হয়ে গেলেও, মিড-রেঞ্জ ফোনটির ক্রেজ এখনও কমেনি। তবে সময়ের সাথে সাথে দাম কমেছে। এখন এটি বিক্রি হচ্ছে 16,000 টাকা ছাড়ে। ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে আরও সাশ্রয় করা যাবে। এই ফোনে সুপার AMOLED ডিসপ্লে, IP67 ধুলো এবং জলরোধী রেটিং, এবং গুগলের সার্কেল টু সার্চ ফিচার্স রয়েছে।
Samsung Galaxy A55 5G গত বছর মার্চে ভারতে লঞ্চ হয়েছিল। সেই সময় বেস 8 জিবি র্যাম + 128 জিবি অনবোর্ড স্টোরেজ অপশনের দাম ছিল 39,999 টাকা। কিন্তু প্রতিবেদন লেখার সময় এটি অ্যামাজনে 23,999 টাকায় লিস্টেড থাকতে দেখা গিয়েছে। অর্থাৎ সরাসরি 16,000 টাকা ডিসকাউন্ট দিচ্ছে কোম্পানি। যে কেউ Amazon Pay ICICI ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 719 টাকা ক্যাশব্যাক পাবে। অর্থাৎ দাম 23,300 টাকার নিচে নেমে আসবে।।
Samsung-এর এই ফোনের সঙ্গে নিজের পুরনো হ্যান্ডসেট এক্সচেঞ্জ করলে 22,650 টাকা পর্যন্ত দাম পাওয়া যেতে পারে। এটি নো-কস্ট EMI অপশনে কেনা যাচ্ছে। Amazon Pay ICICI, HDFC, SBI, ICICI-এর যে কোনও ক্রেডিট কার্ড ও Bajaj Finserv-এর কার্ডে নো-কস্ট EMI অপশনে কেনার সুবিধা আছে। 6 মাসের প্ল্যানে মাসিক কিস্তির পিছনে প্রায় 4,000 টাকা খরচ হবে। ফোনটি অওসম নেভি ও অওসম আইসব্লু রঙে বিক্রি হয়।
স্যামসাং গ্যালাক্সি এ55 5G ট্রিপল রিয়ার ক্যামেরা অফার করে। সেটআপটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) এবং f/1.8 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, f/2.2 অ্যাপারচার এবং 123 ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ 12 মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড লেন্স, ও f/2.4 অ্যাপারচার সহ 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা নিয়ে গঠিত। সামনে সেলফি ও ভিডিও চ্যাটের জন্য, 26 মিমি ওয়াইড লেন্স সহ একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ব্যাক ও ফ্রন্ট উভয় ক্যামেরা 30fps-এ 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে।
Galaxy A55 5G-এর সামনে 6.6 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এটি FHD+ (1,080x2,340 পিক্সেল) রেজোলিউশন, 120 হার্টজ রিফ্রেশ রেট, HDR 10+, কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস+ প্রোটেকশন, ও সর্বাধিক 1,000 নিট ব্রাইটনেস অফার করে। হ্যান্ডসেটটিতে 4 ন্যানোমিটার প্রসেসে নির্মিত Exynos 1480 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এর সঙ্গে Exclipse 530 GPU বর্তমান। সংস্থা ফোনটিতে 5,000mAh ব্যাটারি দিয়েছে, যা 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.