Samsung Galaxy A55 5G গত বছর মার্চ মাসে ভারতে 39,999 টাকা দামে লঞ্চ হয়েছিল।
Samsung Galaxy A55 5G ট্রিপল রিয়ার ক্যামেরা অফার করে
Amazon Great Indian Festival সেল অক্টোবর 20 সমাপ্ত হচ্ছে। অর্থাৎ দীপাবলির আগে পর্যন্ত হরেক রকমের সামগ্রী সস্তায় কেনার সুযোগ পাচ্ছে জনতা। আপনিও যদি প্রচুর টাকা ডিসকাউন্টে চমৎকার ক্যামেরা, ডিসপ্লে, ইউজার ইন্টারফেস, পারফরম্যান্স, ও ব্যাটারি সহ ভাল স্মার্টফোন কিনতে চান, তাহলে বড় সুযোগ নিয়ে হাজির হয়েছে অ্যামাজন। 39,999 টাকায় ভারতে লঞ্চ হওয়া Samsung Galaxy A55 5G বিক্রি হচ্ছে 23,999 টাকায়। ব্যাঙ্ক অফার ধরে আরও সাশ্রয় করতে পারবে গ্রাহকরা। এই হ্যান্ডসেটে IP67 ধুলো ও জলরোধী রেটিং, সুপার AMOLED ডিসপ্লে, মেটাল ফ্রেম, 50 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা, সার্কেল টু সার্চ বৈশিষ্ট্য রয়েছে।
2024 সালের মার্চে ভারতে লঞ্চ হওয়ার সময়, Galaxy A55 5G-এর বেস 8 জিবি র্যাম + 128 জিবি অনবোর্ড স্টোরেজ অপশনের দাম 39,999 টাকা ছিল। কিন্তু এটি বর্তমানে অ্যামাজনে 23,999 টাকায় পাওয়া যাচ্ছে। অর্থাৎ সরাসরি 16,000 টাকা ডিসকাউন্ট। আপনি Amazon Pay ICICI ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 719 টাকা ক্যাশব্যাক পাবেন। অর্থাৎ এর দাম 23,300 টাকার নিচে নেমে আসবে।
Samsung-এর এই ফোন নো-কস্ট EMI অপশনেও পাওয়া যাচ্ছে। Amazon Pay-এর কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড ছাড়াও, HDFC, SBI, ICICI, ক্রেডিট কার্ড ও Bajaj Finserv-এর কার্ডে নো-কস্ট EMI অপশন অফার করছে কোম্পানি। 6 মাসের প্ল্যান নির্বাচন করলে মাসিক কিস্তির অঙ্ক দাঁড়াবে প্রায় 4,000 টাকা। ডিভাইসটি অওসম নেভি ও অওসম আইসব্লু রঙের বিকল্পে উপলব্ধ।
স্যামসাং গ্যালাক্সি এ55 5G-এর সামনে 6.6 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে আছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, FHD+ রেজোলিউশন (1,080x2,340 পিক্সেল) কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস+ প্রোটেকশন, HDR 10+, ও 1,000 নিট পিক ব্রাইটনেস অফার করে। এতে 4 ন্যানোমিটার প্রসেসে নির্মিত Exynos 1480 প্রসেসর ও Exclipse 530 GPU ব্যবহার করা হয়েছে।
স্মার্টফোনটির ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ আছে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট এবং f/1.8 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, f/2.2 অ্যাপারচার এবং 123 ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ 12 মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড লেন্স, ও 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা নিয়ে গঠিত। সামনে সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য, 26 মিমি ওয়াইড লেন্স সহ একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।
ফোনটির ব্যাক ও ফ্রন্ট উভয় ক্যামেরা 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম। হ্যান্ডসেটটি Android 18 পর্যন্ত অপারেটিং সিস্টেম আপগ্রেড পাবে। সংস্থা ফোনটিতে 5,000mAh এমএএইচ ব্যাটারি দিয়েছে, যা 25W ওয়্যার্ড (তারযুক্ত) ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সিকিউরিটির জন্য, আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন