স্যামসাং গ্যালাক্সির একটি লিক হয়ে যাওয়া ভিডিওতে নতুন মডেলটির চেহারা দেখা গেছে.
Photo Credit: YouTube/ Meo Meo
স্যামসাং গ্যালাক্সির একটি লিক হয়ে যাওয়া ভিডিওতে নতুন মডেলটির চেহারা দেখা গেছে. গ্যালাক্সি A6 ও গ্যালাক্সি A6 প্লাস বেশ কম দামের ভালো মডেল হতে চলেছে. এবং নতুন পাওয়া তথ্য অনুযায়ী এগুলি অনেকটা গ্যালাক্সি এস নাইন এর মতো.
কোম্পানির একটি গোপন ভিডিও থেকে জানা গেছে যে গ্যালাক্সি A6-এ 5.6 ইঞ্চি HD+ এমোলেড ডিসপ্লে, 16 মেগাপিক্সেল রিয়ার ও ফ্রন্ট ক্যামেরা, LED ফ্ল্যাশ থাকবে. এছাড়া থাকছে ইনফিনিটি ডিসপ্লে, 3 জি বি RAM, 32 জি বি ইনবিল্ট স্টোরেজ ও পাওয়ার এর জন্য Exynos7870 SoC থাকবে.
অন্যদিকে গ্যালাক্সি A6 প্লাস-এ 6 ইঞ্চি স্ক্রিন, 4 জিবি RAM,32 জি বি ইনবিল্ট স্টোরেজ ও পেছনে ডুয়াল ক্যামেরা সেটআপ থাকবে. অবশ্য এইসব তথ্য কোনো বৈধ সাইট থেকে পাওয়া যায় নি তাই সম্পূর্ণ বিশ্বাসযোগ্য নয়.
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন