Samsung teases Galaxy F70 Series in India with a focus on cameras
Photo Credit: Samsung
Samsung ভারতে Galaxy F70 সিরিজের স্মার্টফোন লঞ্চের ঘোষণা করেছে। দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্ট জানিয়েছে, Galaxy F সিরিজের এই নতুন মডেল মুলত তরুণ প্রজন্মের ক্রেতাদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে, যারা মোবাইল ফোন কনটেন্ট তৈরি এবং শেয়ার করার কাছে বেশি ব্যবহার করেন। সংস্থার দাবি, বর্তমানে স্মার্টফোন ক্যামেরা শুধু ছবি তোলার মাধ্যম নয়, বরং নিজেকে প্রকাশ করার একটি গুরুত্বপূর্ণ টুল হয়ে উঠছে। এই ধারণাকে কেন্দ্র করেই আসন্ন Samsung Galaxy F70 সিরিজের ডিজাইন এবং ফিচার্স সাজানো হয়েছে। লাইনআপের প্রথম মডেল ভারতে ফেব্রুয়ারি মাসে লঞ্চ হবে।
ফ্লিপকার্টে স্যামসাং গ্যালাক্সি এফ70 সিরিজের জন্য একটি মাইক্রোসাইট লাইভ হয়েছে। সেখানে এখনও স্পেসিফিকেশন বা ফিচার সম্পর্কিত তথ্য আপডেট করেনি সংস্থা। তবে এই সিরিজের ফোনগুলির দাম 30,000 টাকার নিচে থাকবে বলে নিশ্চিত করা হয়েছে। ব্র্যান্ড জানিয়েছে, সিরিজের প্রথম মডেল আগামী মাসে লঞ্চ হবে, যার দাম 10,000 থেকে 15,000 টাকার মধ্যে থাকবে।
Samsung Galaxy F70 সিরিজকে মূলত মিড-রেঞ্জ ও বাজেট ফ্রেন্ডলি সেগমেন্টের মধ্যে রাখা হবে। ফোনগুলি পাওয়ারফুল হার্ডওয়্যারের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ক্যামেরা ফিচার্স অফার করবে। এর ফলে সুন্দর ছবি ও ভিডিও তুলতে পারবে ব্যবহারকারীরা। অর্থাৎ ক্যামেরা ডিপার্টমেন্ট আপকামিং সিরিজের মুখ্য আকর্ষণ হতে চলেছে। কোম্পানি ফেব্রুয়ারি 2 আরও তথ্য প্রকাশ করবে। প্রসঙ্গত, 2019 সালে লঞ্চ হওয়া Samsung Galaxy A70 সংস্থার অন্যতম শেষ A70 সিরিজের মডেল ছিল।
জানিয়ে রাখি, Samsung Galaxy A07 5G স্মার্টফোনটিও ফেব্রুয়ারি মাসের শুরুতে ভারতে আসবে। এটি ডুয়াল টোন ব্যাক প্যানেল, 6,000mAh ব্যাটারি, 6.7 ইঞ্চি HD+ ডিসপ্লে, 120 হার্টজ রিফ্রেশ রেট, 25W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট, এবং 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা অফার করবে। ফোনে Android 16 নির্ভর One UI 8.0 প্রি-ইনস্টল করা থাকবে। এটি ছয়টি মেজর Android আপগ্রেড এবং ছয় বছর সিকিউরিটি আপডেট পাবে। ফোনে MediaTek Dimensity 6300 প্রসেসর থাকবে।
টেক ব্লগার অভিষেক যাদবের X পোস্ট থেকে জানা গিয়েছে, Samsung Galaxy A07 5G ভারতে দুইটি স্টোরেজ অপশনে লঞ্চ হবে। বেস 4 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 15,999 টাকা হতে পারে। অন্য দিকে, 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ অপশনে কিনতে 17,999 টাকা খরচ হওয়ার সম্ভাবনা। ডিভাইসটি ইতিমধ্যেই ভারতের বাইরে লঞ্চ হয়েছে। এটি IP54 জল এবং ধুলোরোধী ক্ষমতার সাথে এসেছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.