নতুন নামে দক্ষিণ কোরিয়ায় লঞ্চ হল Samsung Galaxy A6+। নিজের দেশে Galaxy A6+ এর নাম রাখা হয়েছে Galaxy Jean। এই বছর মে মাসে Galaxy A6+ ফোনটি লঞ্চ করে Samsung। 3GB RAM/32GB স্টোরেজ ও 4GB RAM/64GB স্টোরেজ এই দুটি আলাদা স্টোরেজ ভেরিয়েন্টে Galaxy A6+ পাওয়া যায়। ভারতে ইতিমধ্যেই এই ফোন লঞ্চ হয়েছে।
কোম্পানির কোরিয়ার ওয়েবসাইটে ইতিমধ্যেই Galaxy Jean ফোনটি লিস্টিং হয়েছে। এই লিস্টিং থেকেই জানা গিয়েছে নতুন নামে Galaxy A6+ ফোনটি লঞ্চ করেছে Samsung। কাল ও ল্যাভেন্ডার এই দুটি কালার ভেরিয়েন্টে Galaxy Jean পাওয়া যাবে। Galaxy Jean এ থাকবে মেটাল ইউনিবডি ডিজাইন। KT নেটওয়ার্কের মাধ্যমে কোরিয়ায় এই ফোন কেনা যাবে। কোরিয়ায় এই ফোনের দাম 440,000 সাউথ কোরিয়ান ওয়ান (প্রায় 27,200 টাকা)। সম্প্রতি ভারতে 2,000 টাকা দাম কমে এখন Galaxy A6+ এর দাম 23,990 টাকা।
Galaxy Jean এ রয়েছে 6 ইঞ্চি FHD+ Super AMOLED ইনফিনিটি ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 18.5:9। Galaxy JEAN এর ভিতরে রয়েছে একটি Snapdragon 450m চিপসেট, সাথে রয়েছে 3GB/4GB RAM আর 32GB/64GB ইন্টারনাল এছাড়াও রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। রিয়ার ক্যামেরা সেট আপ এ রয়েছে 16MP+5MP দুটি সেন্সার। আর 24MP সেলফি ক্যামেরা আর LED ফ্ল্যাশ। কানেক্টিভিটির জন্য Galaxy A6 এ রয়েছে ডুয়াল সিম সাপোর্ট, 4G, VoLTE, WiFi। এছাড়াও এই ফোনে রয়েছে একটি 3500 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন