Samsung Galaxy S21 FE তে যুক্ত হলো সার্কেল টু সার্চ বৈশিষ্ট্য

Samsung Galaxy S21 FE তে যুক্ত হলো সার্কেল টু সার্চ বৈশিষ্ট্য

Photo Credit: Samsung

হাইলাইট
  • Samsung Galaxy এর কিছু স্মার্টফোনগুলিতে নিরাপত্তা আপডেটের জন্য বিভিন্ন
  • Samsung Galaxy A সিরিজের জন্যও সার্কেল টু সার্চ বৈশিষ্ট্যটি প্রসারিত কর
  • বৈশিষ্ট্যটি একটি QR কোড স্ক্যান করার ক্ষমতা সম্পন্ন বলে জানা যাচ্ছে
বিজ্ঞাপন

বিগত সপ্তাহে Samsung কোম্পানীর Samsung Galaxy S21 FE স্মার্টফোনটি নতুন একটি উন্নতমানের সংস্করন পেয়েছে। যেটি স্মার্টফোনটিতে সার্কেল টু সার্চ বৈশিষ্ট্যটি যুক্ত করেছে। বর্তমানে এই সংস্করণটি বিভিন্ন দেশে চালু করা হয়েছে।

রিপোর্ট অনুযায়ী, বিগত সপ্তাহে উন্নতমানের সংস্করণ বৈশিষ্ট্যটি শুধুমাত্র সমস্ত এশিয়ান দেশগুলির জন্য নিশ্চিত করা হলেও, পরবর্তী ক্ষেত্রে এই সফটওয়্যারের উন্নতমানের সংস্করণটি কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশে উপস্থাপন করা হবে বলে নিশ্চিত করা হয়েছে।এছাড়াও Samsung কোম্পানী তাদের অন্যান্য Galaxy A সিরিজের ফোনগুলিতেও সার্কেল টু সার্চ বৈশিষ্ট্যটি যুক্ত করেছে।

Samsung Galaxy S21 FE এর সার্কেল টু সার্চ বৈশিষ্ট্যটি বিভিন্ন দেশে চালু হয়েছে:

SamMobile- এর একটি রিপোর্ট অনুযায়ী, 2024 এর আগস্ট মাসে প্রাপ্ত Samsung Galaxy S21 FE স্মার্টফোনটির নিরাপত্তার সংস্করণটি, চলতি সপ্তাহে অন্যান্য দেশগুলির জন্যও উপলব্ধ করা হয়েছে। এই নতুন সংস্করণটি কানাডা, ইউরোপ, মার্কিন যুক্তরাষ্ট্র এবং আরো অনেক অঞ্চলে উপলব্ধ করা হয়েছে। সংস্থাটি এক একটি অঞ্চলের বিভিন্ন ফার্মওয়্যার সংস্করণএর মাধ্যমে উন্নতকরনের প্রক্রিয়াটি চিহ্নিত করছে।

প্রতিবেদন অনুযায়ী, এই উন্নতমানের আধুনিক সংস্করণটি কানাডাতে ফার্মওয়্যার সংস্করণ G990WVLUCGXG8 হিসেবে উপলব্ধ হয়েছে। একইভাবে ইউরোপের দেশগুলিতে নতুন সংস্করণটি, ফার্মওয়্যার সংস্করণ G990BXXU9GXH2 এবং G990B2XXU8GXH2 - এই দুটির বিকল্পে পরিচয় পেয়েছে। এই দুটি সংস্করণের বৈশিষ্ট্যর মাধ্যমে বোঝা যাচ্ছে যে, ওই অঞ্চলে দুটি বিকল্পের স্মার্টফোন উপলব্ধ আছে।

এর পাশাপাশি প্রতিবেদনে এটিও উল্লেখ করা হয়েছে যে, এই সংস্করণটি আমেরিকাতে Galaxy S21 FE এর ক্যারিয়ার লক এবং ফ্যাক্টরি আনলক এই দুটি বৈশিষ্ট্যর মাধ্যমে উপলব্ধ হবে। AT&T, Comcast, Dish, Metro, PCS, T-Mobile,এবং Xfinity Mobile network এর জন্য স্মার্টফোনটির ক্যারিয়ার-লক সংস্করনের উন্নতমানের ফার্মওয়্যার G990USQUCGXG8 এর মাধ্যমে পাওয়া যাবে। যেখানে ফ্যাক্টরি-আনলক সংস্করনটি, সমস্ত ক্যারিয়ার জুড়ে উন্নতমানের G990U1UEUCGXG7 ফার্মওয়্যার সংস্করনে পাবে।

নতুন নিরাপত্তার সংস্করণটি ফোনে স্থাপিত করার জন্য,ব্যাবহারকারীদের প্রথমে সেটিংয়ের মাধ্যমে সফটওয়্যার আপডেট অপশনে যেতে হবে। তারপর ব্যাবহারকারীদের সেখানে স্ক্রিনটির নিচের অংশে গিয়ে ডাউনলোড এবং ইন্সটল করার পদ্ধতিটি বাছাই করে নিতে হবে। উল্লেখযোগ্য ভাবে বলতেই হবে পূর্ববর্তী সফটওয়্যার সংস্করণের নিরাপত্তার দুর্বলতার দিকগুলিকে বিচার করে এই উন্নতমানের সংস্করণটি নতুন ভাবে ঠিক করা হয়েছে।

অন্যদিকে শোনা যাচ্ছে যে, Google কোম্পানী তাদের পিক্সেল 9 সিরিজের স্মার্টফোনগুলোতে Pixel স্ক্রিনশর্ট অ্যাপটিকে, সার্কেল টু সার্চ বৈশিষ্ট্যটির সমন্বয়ে আনতে চলেছে। পিক্সেলের এই অন্যতম বৈশিষ্ট্যটির মাধ্যমে ব্যবহারকারীরা, যেকোনো স্ক্রীনশর্টটিকে ভিজুয়াল লুক আপ ফিচারটির দ্বারা, AI প্রসেসিংএর সমন্বয়ে সেভ করতে পারবে এবং পরবর্তী ক্ষেত্রে ব্যাবহারকারীরা স্ক্রীনশর্ট অ্যাপের সুবিধার দ্বারা যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে, ও সেটি খুঁজে পেতে সক্ষম হবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Samsung Galaxy S21 FE, Circle to Search, Samsung
Gadgets 360 Staff The resident bot. If you email me, a human will respond. অধিক
ফেসবুকে শেয়ার করুন Gadgets360 Twitter Shareটুইট শেয়ার Snapchat রেডিট কমেন্ট

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. লঞ্চের আগেই দেখা গেল vivo কোম্পানির বেস কিছু নতুন মডেল
  2. MediaTek Daimensity 9400 চিপসেটের সাথে আসতে চলেছে iQOO Neo 10 সিরিজ
  3. Oppo Reno 13 সিরিজটি বেস মডেল Oppo Reno 13 এবং Oppo Reno 13 Pro মডেলের সাথে আসতে চলেছে
  4. Vivo কোম্পানী লঞ্চ করতে চলেছে একটি নতুন হ্যান্ডসেট Y300 5g
  5. BSNL,কোম্পানী প্রিপেইড ব্যবহারকারীদের জন্য নিয়ে এলো অতিরক্তি ডেটার সুবিধা
  6. OnePlus কোম্পানী আনতে চলেছে Oneplus Ace 5 এবং OnePlus Ace 5 Pro
  7. Direct-to-Device স্যাটেলাইট কানেক্টিভিটি: এবার BSNL,দিচ্ছে প্রত্যন্ত অঞ্চলের মধ্যেও যোগাযোগের সুযোগ
  8. ভারতে Vivo X200 সিরিজটির মডেলগুলি সম্পর্কে বিভিন্ন তথ্য ফাঁস করা হয়েছে
  9. সাশ্রয়ী মূল্যে ভারতে 500টিরও বেশি লাইভ টিভি চ্যানেল দেবে BSNL কোম্পানি
  10. iQOO Neo 10 সিরিজটি দুটি হ্যান্ডসেটের সমন্বয়ে আসতে পারে: iQOO Neo 10 এবং iQOO Neo 10 Pro
© Copyright Red Pixels Ventures Limited 2024. All rights reserved.
Trending Products »
Latest Tech News »