Samsung Galaxy S26 Ultra-এর গ্লোবাল ভেরিয়েন্টে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর থাকতে পারে, তবে কিছু অঞ্চলে Exynos 2600 থাকবে।
Photo Credit: Samsung
Samsung Galaxy S26 Ultra গত বছরের Galaxy S25 Ultra-এর (ছবিতে) থেকে দ্রুত চার্জিং স্পিড পেতে পারে
Samsung Galaxy S26 Ultra হঠাৎই খবরের শিরোনামে। সেপ্টেম্বরের শুরুতে Apple-এর iPhone 17 সিরিজ ও গত সপ্তাহে Xiaomi 17 লাইনআপের লঞ্চের সৌজন্যে প্রিমিয়াম স্মার্টফোনের বাজার সরগরম। Vivo X300 সিরিজ, OnePlus 15, এবং Oppo Find X9 সিরিজ আত্মপ্রকাশ করবে অক্টোবর মাসেই। তাই চাইনিজ সংস্থাগুলির সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্টটি তাদের পরবর্তী প্রজন্মের হাই-এন্ড ফোনের উপর পুরোদমে কাজ শুরু করেছে। এখন Samsung Galaxy S26 Ultra-এর ডিসপ্লে, ক্যামেরা, ব্যাটারি, চার্জিং, ও প্রসেসর সম্পর্কিত তথ্য অনলাইনে ফাঁস হয়েছে। এটি তার পূর্বসূরী মডেলের মতোই 200 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে সজ্জিত থাকবে।
জেসন সি X (সাবেক টুইটার)-এ Samsung Galaxy S26 Ultra-এর বেশ কিছু স্পেসিফিকেশন প্রকাশ করেছেন। ফোনটির পিছনে একটি 200 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকতে পারে যার অ্যাপারচারে আপগ্রেড দেখা যাবে। এর সাথে 5x অপটিক্যাল জুম সহ 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স এবং 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল সেন্সর থাকতে পারে। এটি Galaxy S25 Ultra মডেলটির তুলনায় উন্নত কুলিং সিস্টেম অফার করতে পারে বলে মনে করা হচ্ছে। আবার ওজনের দিক থেকেও হালকা হবে।
স্যামসাং গ্যালাক্সি এস26 আলট্রা একটি 5,000mAh ব্যাটারির সঙ্গে আসতে পারে, যা 60W ওয়্যার্ড (তারযুক্ত) এবং 15W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এটি 7.9 মিমি পুরু হতে পারে, পাশাপাশি এতে "হালকা বিল্ড", এবং "শক্তিশালী" ফ্রেম মিলবে। হ্যান্ডসেটটিতে 6.9 ইঞ্চি ডায়নামিক AMOLED ডিসপ্লে থাকবে বলে জানা গিয়েছে। স্ক্রিনটি আরও বেশি ব্রাইটনেস প্রদান করবে। ফোনটির গ্লোবাল ভেরিয়েন্টে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর থাকতে পারে, তবে বেশ কয়েকটি দেশে Exynos 2600 ব্যবহার হওয়ার সম্ভাবনা।
স্যামসাং তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোনে Android 16 ভিত্তিক One UI 8.5 কাস্টম সফটওয়্যার প্রি-ইনস্টল করে রাখবে। এটি সাত বছরের সফটওয়্যার আপগ্রেড অফার করতে পারে। ফোনটিতে স্ট্যান্ডার্ড হিসেবে 16 জিবি র্যাম এবং 1 টেরাবাইট পর্যন্ত ইন্টার্নাল স্টোরেজ থাকতে পারে। প্রসঙ্গত, ফোনটিকে সম্প্রতি One UI 8.5 কোডে দেখা গিয়েছে, যা এতে প্রাইভেট ডিসপ্লে ও প্রাইভেসি ডিসপ্লে থাকার দিকে ইঙ্গিত করছে।
প্রসঙ্গত, গত সপ্তাহে Xiaomi 17, Xiaomi 17 Pro এবং Xiaomi 17 Pro Max বিশ্বের প্রথম Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর চালিত স্মার্টফোন হিসেবে লঞ্চ হয়েছে। Pro মডেল দু'টির পিঠে ক্যামেরা মডিউলের চারপাশে অভিনব সেকেন্ডারি ডিসপ্লে আছে। এটি ডেলিভারি বা রাইড-হেলিং স্ট্যাটাস, ফ্লাইট নোটিফিকেশন, টাইম, ব্যাটারির চার্জ, মিউজিক প্লেব্যাক সহ প্রচুর তথ্য দ্রুত প্রদর্শন করে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন