ক্যামেরায় AI এর জাদু! 200 মেগাপিক্সেলে নজির গড়বে Samsung Galaxy Z Fold 7

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 13 জুন 2025 12:23 IST
হাইলাইট
  • Samsung Galaxy Z Fold 7 ট্রিপল রিয়ার ক্যামেরার সাথে আসবে
  • জুলাইয়ের মাঝামাঝি সময়ে লঞ্চ হতে পারে
  • 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরায় AI ফিচার্স থাকবে

Samsung Galaxy Z Fold 7 ট্রিপল রিয়ার ক্যামেরার সাথে আসবে

Photo Credit: Samsung

Samsung Galaxy Z Fold 7 নিয়ে বর্তমানে জল্পনা তুঙ্গে। এটি সবথেকে পাতলা, হালকা এবং সবচেয়ে উন্নত ফোল্ডেবল স্মার্টফোন হতে চলেছে বলে দাবি করছে কোম্পানি। দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্টটি আরও বলছে যে, এই ফোন আল্ট্রা ফিচার্সে পরিপূর্ণ থাকবে। এককথায়, প্রিমিয়াম এক্সপিরিয়েন্স পাবেন ক্রেতারা। স্যামসাং এখন তাদের অফিসিয়াল টিজারে ডিভাইসটির ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের ঝলক দেখিয়েছে। এটি বেশ কিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI-নির্ভর ফিচার্সের সাথে আসবে বলে নিশ্চিত করা হয়েছে। পূর্বে একটি সূত্র দাবি করেছিল যে, Samsung Galaxy Z Fold 7 এর প্রাইমারি ক্যামেরা 200 মেগাপিক্সেলের হবে৷।

AI ফিচার্সের কেরামতি দেখাবে Samsung Galaxy Z Fold 7

স্যামসাং তাদের অফিসিয়াল ব্লগ পোস্টে গ্যালাক্সি জেড ফোল্ড 7 এর AI ক্যামেরা ফিচার্সের আভাস দিয়েছে। সেখানে নির্দিষ্ট করে কোনও মডেলের নাম উল্লেখ করা হয়নি, তবে এর সাথে থাকা ভিডিওটি একটি বুক স্টাইলের ফোল্ডেবল ফোনের দিকে ইঙ্গিত করে। আমরা সেখানে ট্রিপল রিয়ার ক্যামেরা দেখতে পাচ্ছি, যার তিনটি সেন্সর লম্বালম্বি অবস্থিত। সংস্থার অন্যান্য ফোল্ডেবলেও একইভাবে ক্যামেরা সাজানো থাকে।

স্যামসাং বলছে,"আজকের মোবাইল ইমেজিং কেবল একটি উচ্চমানের লেন্স বা উন্নত সেন্সরের মধ্যে সীমাবন্ধ নয়, তার বাইরেও বিস্তৃত। এর জন্য হার্ডওয়্যার, সফটওয়্যার এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের হাতে হাত মিলিয়ে কাজ করা প্রয়োজন। এই কারণেই তারা ক্যামেরা উদ্ভাবনকে একটি সামগ্রিক ব্যবস্থা হিসেবে বিবেচনা করে, যাতে ফটোগ্রাফির ক্ষেত্রে গ্যালাক্সি ডিভাইস ব্যবহারকারীরা সেরা অভিজ্ঞতা পেতে সমর্থ হন।"

Samsung Galaxy Z Fold 7 উন্নত AI ফিচার্সে সজ্জিত হবে, যা টেক্সট-ভিত্তিক এবং মাল্টিমোডাল প্রম্পট প্রসেস করতে সক্ষম হতে পারে। এটি ক্যামেরার মাধ্যমে ব্যবহারকারীরা যা দেখছে তার উপর ভিত্তি করে বুঝতে ও সেই অনুযায়ী কাজ করতে সহায়তা করতে পারে। অনুমান, এক বা একাধিক নতুন Galaxy AI বৈশিষ্ট্য সরাসরি ক্যামেরা অ্যাপ থেকে অ্যাক্সেস করা যাবে।

Samsung Galaxy Z Fold 7 ব্যবহারকারীদের সিকিউরিটি ও প্রাইভেসি নিশ্চিত করবে। সমস্ত ডেটা সুরক্ষিত রাখার জন্য উন্নত বৈশিষ্ট্যে সজ্জিত থাকবে। এতে 200 মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা সেন্সর থাকবে বলে আশা করা হচ্ছে। এছাড়া, Snapdragon 8 Elite চিপসেট, 25W ফাস্ট চার্জিং এবং 4,400mAh ব্যাটারি থাকতে পারে। এটি সবচেয়ে পাতলা ফোল্ডেবল স্মার্টফোন হিসেবে পরিচিতি লাভ করতে পারে। শোনা যাচ্ছে, খোলা অবস্থায় এটির মাপ 3.9 মিমি এবং ভাঁজ করার সময় 8.9 মিমি হবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

 ...অধিক
        
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. এবার AI গেমিং ফোন এনে বাজার কাঁপাতে চলেছে Infinix, ফিচার্স শুনলে অবাক হবেন
  2. চাইনিজ ফোনদের ঘুম কেড়ে কার্ভড অ্যামোলেড ডিসপ্লে ও 64MP ক্যামেরার ফোন আনছে Lava
  3. Honor X9c 5G অবশেষে ভারতে লঞ্চ হল, রয়েছে 108MP ক্যামেরা ও 6,600Ah ব্যাটারি
  4. Itel City 100 মাত্র 7,599 টাকায় বাজারে এল, সাথে 2,999 টাকার স্পিকার সম্পূর্ণ ফ্রি
  5. ফাটাফাটি ফিচার্সের সাথে Vivo দুটি অনবদ্য স্মার্টফোন আনছে, লঞ্চের আগেই দাম ফাঁস
  6. বর্ষায় প্রকৃতির রঙে সেজে উঠল iQOO 13, ফ্ল্যাগশিপ প্রসেসর ও প্রিমিয়াম ক্যামেরার জাদুতে জিতবে মন
  7. Google Veo 3 এখন ভারতে, শব্দ লিখলেই বানিয়ে দেবে ভাইরাল ভিডিয়ো, বলবে কথা, দেবে সুরও!
  8. Tecno Pova 7 5G সিরিজ সস্তায় স্টাইলিশ লুকস নিয়ে লঞ্চ হল, 6,000mah ব্যাটারি ও 64MP ক্যামেরা রয়েছে
  9. AI প্রযুক্তি এবার ইয়ারফোনে, অবাক করা ফিচার্সের সাথে আসছে OnePlus Buds 4
  10. চীনের বাজার কাঁপিয়ে এবার ভারতে আসছে Vivo X Fold 5, ব্যাটারি ও ক্যামেরায় চমক
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.