ক্যামেরায় AI এর জাদু! 200 মেগাপিক্সেলে নজির গড়বে Samsung Galaxy Z Fold 7

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 13 জুন 2025 12:23 IST
হাইলাইট
  • Samsung Galaxy Z Fold 7 ট্রিপল রিয়ার ক্যামেরার সাথে আসবে
  • জুলাইয়ের মাঝামাঝি সময়ে লঞ্চ হতে পারে
  • 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরায় AI ফিচার্স থাকবে

Samsung Galaxy Z Fold 7 ট্রিপল রিয়ার ক্যামেরার সাথে আসবে

Photo Credit: Samsung

Samsung Galaxy Z Fold 7 নিয়ে বর্তমানে জল্পনা তুঙ্গে। এটি সবথেকে পাতলা, হালকা এবং সবচেয়ে উন্নত ফোল্ডেবল স্মার্টফোন হতে চলেছে বলে দাবি করছে কোম্পানি। দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্টটি আরও বলছে যে, এই ফোন আল্ট্রা ফিচার্সে পরিপূর্ণ থাকবে। এককথায়, প্রিমিয়াম এক্সপিরিয়েন্স পাবেন ক্রেতারা। স্যামসাং এখন তাদের অফিসিয়াল টিজারে ডিভাইসটির ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের ঝলক দেখিয়েছে। এটি বেশ কিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI-নির্ভর ফিচার্সের সাথে আসবে বলে নিশ্চিত করা হয়েছে। পূর্বে একটি সূত্র দাবি করেছিল যে, Samsung Galaxy Z Fold 7 এর প্রাইমারি ক্যামেরা 200 মেগাপিক্সেলের হবে৷।

AI ফিচার্সের কেরামতি দেখাবে Samsung Galaxy Z Fold 7

স্যামসাং তাদের অফিসিয়াল ব্লগ পোস্টে গ্যালাক্সি জেড ফোল্ড 7 এর AI ক্যামেরা ফিচার্সের আভাস দিয়েছে। সেখানে নির্দিষ্ট করে কোনও মডেলের নাম উল্লেখ করা হয়নি, তবে এর সাথে থাকা ভিডিওটি একটি বুক স্টাইলের ফোল্ডেবল ফোনের দিকে ইঙ্গিত করে। আমরা সেখানে ট্রিপল রিয়ার ক্যামেরা দেখতে পাচ্ছি, যার তিনটি সেন্সর লম্বালম্বি অবস্থিত। সংস্থার অন্যান্য ফোল্ডেবলেও একইভাবে ক্যামেরা সাজানো থাকে।

স্যামসাং বলছে,"আজকের মোবাইল ইমেজিং কেবল একটি উচ্চমানের লেন্স বা উন্নত সেন্সরের মধ্যে সীমাবন্ধ নয়, তার বাইরেও বিস্তৃত। এর জন্য হার্ডওয়্যার, সফটওয়্যার এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের হাতে হাত মিলিয়ে কাজ করা প্রয়োজন। এই কারণেই তারা ক্যামেরা উদ্ভাবনকে একটি সামগ্রিক ব্যবস্থা হিসেবে বিবেচনা করে, যাতে ফটোগ্রাফির ক্ষেত্রে গ্যালাক্সি ডিভাইস ব্যবহারকারীরা সেরা অভিজ্ঞতা পেতে সমর্থ হন।"

Samsung Galaxy Z Fold 7 উন্নত AI ফিচার্সে সজ্জিত হবে, যা টেক্সট-ভিত্তিক এবং মাল্টিমোডাল প্রম্পট প্রসেস করতে সক্ষম হতে পারে। এটি ক্যামেরার মাধ্যমে ব্যবহারকারীরা যা দেখছে তার উপর ভিত্তি করে বুঝতে ও সেই অনুযায়ী কাজ করতে সহায়তা করতে পারে। অনুমান, এক বা একাধিক নতুন Galaxy AI বৈশিষ্ট্য সরাসরি ক্যামেরা অ্যাপ থেকে অ্যাক্সেস করা যাবে।

Samsung Galaxy Z Fold 7 ব্যবহারকারীদের সিকিউরিটি ও প্রাইভেসি নিশ্চিত করবে। সমস্ত ডেটা সুরক্ষিত রাখার জন্য উন্নত বৈশিষ্ট্যে সজ্জিত থাকবে। এতে 200 মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা সেন্সর থাকবে বলে আশা করা হচ্ছে। এছাড়া, Snapdragon 8 Elite চিপসেট, 25W ফাস্ট চার্জিং এবং 4,400mAh ব্যাটারি থাকতে পারে। এটি সবচেয়ে পাতলা ফোল্ডেবল স্মার্টফোন হিসেবে পরিচিতি লাভ করতে পারে। শোনা যাচ্ছে, খোলা অবস্থায় এটির মাপ 3.9 মিমি এবং ভাঁজ করার সময় 8.9 মিমি হবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

 ...অধিক
        
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দুর্ধর্ষ 200MP ক্যামেরা এবং 6,500mAh ব্যাটারির Vivo V60e লঞ্চ হবে 7 অক্টোবর
  2. Realme 15x 5G সস্তায় 50MP AI সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি সহ লঞ্চ হল
  3. অফার ছাড়াই Nothing Phone 3-এর দাম সরাসরি 40,000 টাকা কমল, কিনবেন নাকি
  4. শক্তিশালী 7,000mAh ব্যাটারি ও 80W ফাস্ট চার্জিং সহ লঞ্চ হল Oppo A6 5G স্মার্টফোন
  5. 6,000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরার বাজেট স্মার্টফোন আনছে Realme, র‍্যাম 16 জিবি বাড়ানো যাবে!
  6. 7,000 টাকারও কমে লঞ্চ হচ্ছে Samsung Galaxy M07, লো বাজেটেও দুর্দান্ত ফিচার
  7. Moto X70 Air: আইফোন এয়ারকে টেক্কা! এবার সুপার-স্লিম ফোন আনছে মটোরোলা
  8. সেরা ক্যামেরার Samsung Galaxy S25 FE ফোনের সেল শুরু, পাবেন 5,000 টাকা ছাড়
  9. দুর্ধর্ষ ব্যাটারি ব্যাকআপ নিয়ে লঞ্চ হল CMF Headphone Pro, স্টাইল-ফিচার্সে বাজিমাত
  10. 200 মেগাপিক্সেল ক্যামেরা এবং 60W ফাস্ট চার্জিং সহ আসছে Samsung Galaxy S26 Ultra
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.