ক্যামেরায় AI এর জাদু! 200 মেগাপিক্সেলে নজির গড়বে Samsung Galaxy Z Fold 7

Samsung Galaxy Z Fold 7 ফোনে 200 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা, AI-বেসড ফটোগ্রাফি ফিচার্স, ও Snapdragon 8 Elite প্রসেসর থাকতে পারে।

ক্যামেরায় AI এর জাদু! 200 মেগাপিক্সেলে নজির গড়বে Samsung Galaxy Z Fold 7

Photo Credit: Samsung

Samsung Galaxy Z Fold 7 ট্রিপল রিয়ার ক্যামেরার সাথে আসবে

হাইলাইট
  • Samsung Galaxy Z Fold 7 ট্রিপল রিয়ার ক্যামেরার সাথে আসবে
  • জুলাইয়ের মাঝামাঝি সময়ে লঞ্চ হতে পারে
  • 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরায় AI ফিচার্স থাকবে
বিজ্ঞাপন

Samsung Galaxy Z Fold 7 নিয়ে বর্তমানে জল্পনা তুঙ্গে। এটি সবথেকে পাতলা, হালকা এবং সবচেয়ে উন্নত ফোল্ডেবল স্মার্টফোন হতে চলেছে বলে দাবি করছে কোম্পানি। দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্টটি আরও বলছে যে, এই ফোন আল্ট্রা ফিচার্সে পরিপূর্ণ থাকবে। এককথায়, প্রিমিয়াম এক্সপিরিয়েন্স পাবেন ক্রেতারা। স্যামসাং এখন তাদের অফিসিয়াল টিজারে ডিভাইসটির ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের ঝলক দেখিয়েছে। এটি বেশ কিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI-নির্ভর ফিচার্সের সাথে আসবে বলে নিশ্চিত করা হয়েছে। পূর্বে একটি সূত্র দাবি করেছিল যে, Samsung Galaxy Z Fold 7 এর প্রাইমারি ক্যামেরা 200 মেগাপিক্সেলের হবে৷।

AI ফিচার্সের কেরামতি দেখাবে Samsung Galaxy Z Fold 7

স্যামসাং তাদের অফিসিয়াল ব্লগ পোস্টে গ্যালাক্সি জেড ফোল্ড 7 এর AI ক্যামেরা ফিচার্সের আভাস দিয়েছে। সেখানে নির্দিষ্ট করে কোনও মডেলের নাম উল্লেখ করা হয়নি, তবে এর সাথে থাকা ভিডিওটি একটি বুক স্টাইলের ফোল্ডেবল ফোনের দিকে ইঙ্গিত করে। আমরা সেখানে ট্রিপল রিয়ার ক্যামেরা দেখতে পাচ্ছি, যার তিনটি সেন্সর লম্বালম্বি অবস্থিত। সংস্থার অন্যান্য ফোল্ডেবলেও একইভাবে ক্যামেরা সাজানো থাকে।

স্যামসাং বলছে,"আজকের মোবাইল ইমেজিং কেবল একটি উচ্চমানের লেন্স বা উন্নত সেন্সরের মধ্যে সীমাবন্ধ নয়, তার বাইরেও বিস্তৃত। এর জন্য হার্ডওয়্যার, সফটওয়্যার এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের হাতে হাত মিলিয়ে কাজ করা প্রয়োজন। এই কারণেই তারা ক্যামেরা উদ্ভাবনকে একটি সামগ্রিক ব্যবস্থা হিসেবে বিবেচনা করে, যাতে ফটোগ্রাফির ক্ষেত্রে গ্যালাক্সি ডিভাইস ব্যবহারকারীরা সেরা অভিজ্ঞতা পেতে সমর্থ হন।"

Samsung Galaxy Z Fold 7 উন্নত AI ফিচার্সে সজ্জিত হবে, যা টেক্সট-ভিত্তিক এবং মাল্টিমোডাল প্রম্পট প্রসেস করতে সক্ষম হতে পারে। এটি ক্যামেরার মাধ্যমে ব্যবহারকারীরা যা দেখছে তার উপর ভিত্তি করে বুঝতে ও সেই অনুযায়ী কাজ করতে সহায়তা করতে পারে। অনুমান, এক বা একাধিক নতুন Galaxy AI বৈশিষ্ট্য সরাসরি ক্যামেরা অ্যাপ থেকে অ্যাক্সেস করা যাবে।

Samsung Galaxy Z Fold 7 ব্যবহারকারীদের সিকিউরিটি ও প্রাইভেসি নিশ্চিত করবে। সমস্ত ডেটা সুরক্ষিত রাখার জন্য উন্নত বৈশিষ্ট্যে সজ্জিত থাকবে। এতে 200 মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা সেন্সর থাকবে বলে আশা করা হচ্ছে। এছাড়া, Snapdragon 8 Elite চিপসেট, 25W ফাস্ট চার্জিং এবং 4,400mAh ব্যাটারি থাকতে পারে। এটি সবচেয়ে পাতলা ফোল্ডেবল স্মার্টফোন হিসেবে পরিচিতি লাভ করতে পারে। শোনা যাচ্ছে, খোলা অবস্থায় এটির মাপ 3.9 মিমি এবং ভাঁজ করার সময় 8.9 মিমি হবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Gadgets 360 Staff রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। অধিক

সম্পর্কিত খবর

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 100x জুম ক্যামেরা এবং 12 জিবি র‍্যামের দুর্দান্ত Vivo স্মার্টফোন 5,000 টাকা সস্তায় মিলছে, কোথায় পাবেন দেখুন
  2. BSNL-এর 1 টাকায় এক মাস ফ্রি কলিং ও 60 জিবি ডেটার অফার শেষ হচ্ছে, মিস করলে লস
  3. Oppo Reno 15 Pro Mini ক্রিস্টাল পিঙ্ক রঙে লঞ্চ হল, রয়েছে 200MP ক্যামেরা, 6200mAh ব্যাটারি
  4. Vivo V70 ও V70 Elite দুর্ধর্ষ ক্যামেরা ও শক্তিশালী প্রসেসর সহ ভারতে লঞ্চ হচ্ছে, টিজারে ফার্স্ট লুক প্রকাশ্যে
  5. 10,000 টাকা ছাড়ে শুরু হল Motorola Signature ফোনের সেল, ক্যামেরা সেরা
  6. Samsung Galaxy F70 সিরিজ সস্তায় দুর্দান্ত ক্যামেরার সাথে ভারতে লঞ্চ হচ্ছে, ছবি ও ভিডিওতে বাজিমাত
  7. Realme 16 5G হাজির 50MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির সাথে, ফোনের পিছনে রয়েছে আয়না
  8. Apple: আয়ে নতুন রেকর্ড, ভারত এখন অ্যাপলের গ্রোথ ইঞ্জিন, লাফিয়ে বাড়ছে আইফোন ইউজারের সংখ্যা
  9. Moto G67 ও Moto G77 স্মার্টফোন 108MP ক্যামেরা এবং Dolby সাউন্ডের সাথে লঞ্চ হল
  10. 9,000mAh ব্যাটারি ও 16 জিবি র‍্যামের সাথে Redmi Turbo 5 ও Turbo 5 Max বাজার কাঁপিয়ে লঞ্চ হল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »