Samsung Galaxy Z Fold 7 is Currently Company's Flagship Foldable Phone
Photo Credit: Samsung
Samsung Galaxy Z TriFold ডিসেম্বর মাসে বাজারে আসতে পারে। দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্টটি এই বিষয়ে কিছু ঘোষণা না করলেও, একটি সূত্র থেকে লঞ্চ তারিখ ফাঁস হয়েছে। এটি সংস্থার প্রথম ট্রিপল-ফোল্ডিং স্মার্টফোন হতে চলেছে যার স্ক্রিন তিনবার ভাঁজ হবে ও একটি বড় ট্যাবলেটে পরিণত হবে। Huawei-এর পর তারাই দ্বিতীয় প্রতিষ্ঠান যারা কমার্শিয়ালি এমন প্রযুক্তির মোবাইল ফোন আনছে। Samsung Galaxy Z TriFold এর শুধু লঞ্চ ডেট নয়, দাম ও স্পেসিফিকেশন সম্পর্কেও তথ্য প্রকাশ হয়েছে। উল্লেখ্য, এটি দক্ষিণ কোরিয়ায় এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (APEC) 2025 সামিটে প্রদর্শিত হয়েছিল। সেখান থেকে ফোনটির ফার্স্ট লুক প্রকাশ্যে আসে।
কোরিয়ান সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, স্যামসাং এর প্রথম ট্রিপল-ফোল্ডিং স্মার্টফোন, গ্যালাক্সি জেড ট্রাইফোল্ড ডিসেম্বর 5 আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হবে। এটি খুব সীমিত সংখ্যায় তৈরি হতে পারে। প্রায় 20,000 থেকে 30,000 ইউনিট বাজারে আসতে পারে। সূত্র দাবি করছে, ব্র্যান্ডটি বেশি বিক্রির লক্ষ্য রাখছে না। মূলত প্রযুক্তিগত অগ্রগতি দেখানোর জন্যই উৎপাদন কম রাখতে পারে।
টেক ব্লগার ইভান ব্ল্যাস ট্রিপল-ফোল্ড ফোনটির বেশ কিছু স্পেসিফিকেশন ফাঁস করেছে। তাঁর দাবি, হ্যান্ডসেটটি Galaxy Z TriFold নামেই রিলিজ হবে। ফোনটির পিছনে একটি 200 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর থাকার উল্লেখ করলেও, চিপের নাম জানা যায়নি। ডিভাইসটি 5,437mAh ব্যাটারির (রেটেড) সঙ্গে আসতে পারে। এতে 25W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও ফাস্ট ওয়্যারলেস চার্জিং 2.0 সাপোর্ট থাকতে পারে।
Samsung Galaxy Z TriFold-এর বেস বা বাইরের ডিসপ্লের দৈর্ঘ্য 6.5 ইঞ্চি হবে ও এটি 2,600 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। ভিতরের দিকে, 1,600 নিট ব্রাইটনেস সহ 10 ইঞ্চি স্ক্রিন থাকবে। ফোনটির ভাঁজ খোলার সময় 3.99 মিমি পুরু হতে পারে। দামের কথা বললে, Samsung-এর প্রথম ট্রিপল-ফোল্ড স্মার্টফোনের দাম 4.4 মিলিয়ন দক্ষিণ কোরিয়ান ওন হতে পারে বলে মনে করা হচ্ছে। এটি ভারতীয় মুদ্রায় প্রায় 2,66,000 টাকার সমান। তবে ভারতে লঞ্চ হবে কিনা, সেই বিষয়ে কিছু বলা যাচ্ছে না।
প্রসঙ্গত, Samsung Galaxy S26, Galaxy S26+, ও Galaxy S26 Ultra ফেব্রুয়ারি 25 লঞ্চ হতে পারে বলে জানা গেছে। প্রথমে শোনা যাচ্ছিল যে, স্ট্যান্ডার্ড Galaxy S26 মডেলের পরিবর্তে Galaxy S26 Pro এবং Galaxy S26+ ভেরিয়েন্টের স্থানে Galaxy S26 Edge লঞ্চ হতে পারে। কিন্তু সেই পরিকল্পনা ত্যাগ করা হয়েছে। Galaxy S26+ এর CAD-রেন্ডার করা ডিজাইনে iPhone 17 Pro সিরিজের মতো কমলা রঙ দেখা গেছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.