Samsung Galaxy S26 সিরিজের লঞ্চ ডেট! 200MP ক্যামেরা সহ সেরা AI ফিচার্স থাকবে

Samsung Galaxy S26, Galaxy S26+, এবং Galaxy S26 Ultra কবে লঞ্চ হতে পারে জেনে নিন।

Samsung Galaxy S26 সিরিজের লঞ্চ ডেট! 200MP ক্যামেরা সহ সেরা AI ফিচার্স থাকবে

Photo Credit: Samsung

Samsung Galaxy S25 Series Launched on January 22, 2025

হাইলাইট
  • Samsung Galaxy S26 সিরিজ ফেব্রুয়ারি 26 লঞ্চ হতে পারে
  • ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো শহরে লঞ্চ ইভেন্ট হতে পারে
  • এই সিরিজে Galaxy S26, Galaxy S26+, ও Galaxy S26 Ultra আসার সম্ভাবনা
বিজ্ঞাপন

Samsung Galaxy S26 সিরিজ লঞ্চের তারিখ ফাঁস হয়েছে। সংস্থা এখনও আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা না করলেও, এক দক্ষিণ কোরিয়ান সংবাদমাধ্যম থেকে এই বিষয়ক তথ্য পাওয়া গেছে। Samsung Galaxy S26, Galaxy S26+, এবং Galaxy S26 Ultra ফেব্রুয়ারি 25 রিলিজ হবে বলে খবর সামনে এসেছে। লঞ্চ ইভেন্টটি ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো শহরে হতে পারে। প্রতিবেদন অনুযায়ী, টেক জায়ান্টটির এক কর্তা বলেছেন যে সান ফ্রান্সিসকো এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার কেন্দ্রস্থল হিসেবে উঠে এসেছে। তাই এটি তাদের লঞ্চের জন্য একদম উপযুক্ত স্থান। এই বক্তব্যের অর্থ হতে পারে, স্যামসাং তাদের ফ্ল্যাগশিপ ফোনে নতুন প্রজন্মের AI-চালিত ফিচার্স যুক্ত করার পরিকল্পনা নিয়েছে।

Samsung Galaxy S26 সিরিজ ফেব্রুয়ারি 26 লঞ্চ হতে পারে

Samsung সাধারণ Galaxy S সিরিজ জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির শুরুতে বাজারে আনে। Galaxy S22 ও S23 সিরিজ ফেব্রুয়ারি মাসে লঞ্চ হলেও, বিগত দুই বছর Galaxy S24 এবং Galaxy S25 লাইনআপ জানুয়ারি মাসে প্রকাশ হয়েছে। Galaxy S24 সিরিজ গত বছর জানুয়ারি 22 লঞ্চ হয়েছিল। মানি টুডে-র খবর সত্যি হলে, উত্তরসূরি Galaxy S26 সিরিজ প্রায় এক মাস দেরিতে আসবে।

বিশেষজ্ঞদের মতে এই বিলম্ব দু'টো কারণে হওয়ার সম্ভাবনা — প্রথমত, ফ্ল্যাগশিপ সিরিজের অভ্যন্তরীণ কয়েকটি পরিবর্তন এবং দ্বিতীয়ত, নতুন প্রজন্মের AI ফিচার্সের সঙ্গে সামঞ্জস্য করার জন্য সফটওয়্যারের পরিমার্জন। রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে যে, স্যামসাং প্রাথমিক ভাবে গ্যালাক্সি এস26 সিরিজে বড় পরিবর্তন নিয়ে আসার কথা ভেবেছিল। কিন্তু সেটা বাস্তবায়িত হয়নি।

জল্পনা শোনা গিয়েছিল, Samsung তাদের ফ্ল্যাগশিপ সিরিজের নাম পাল্টাতে পারে। স্ট্যান্ডার্ড Galaxy S26 মডেলের পরিবর্তে Galaxy S26 Pro এবং Galaxy S26+ ভেরিয়েন্টের জায়গায় Galaxy S26 Edge আসতে পারে। কিন্তু Galaxy S25 Edge-এর-এর বিক্রি হতাশাজনক হওয়ার ফলে সংস্থা সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে। পরিচিত নাম বজায় রেখেই Galaxy S26, Galaxy S26+, এবং Galaxy S26 Ultra আগামী বছর আত্মপ্রকাশ করবে. 

স্পেসিফিকেশনের কথা বললে, Samsung Galaxy S26 ও Galaxy S26+ যথাক্রমে 6.3 ইঞ্চি এবং 6.7 ইঞ্চি QHD OLED ডিসপ্লের সঙ্গে আসতে পারে। দুই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম থাকতে পারে। সেটআপটি 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 12 মেগাপিক্সেল 3X টেলিফটো লেন্স, ও 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা দিয়ে গঠিত হতে পারে।

অন্য দিকে, Samsng Galaxy S26 Ultra আরও উন্নত 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, নতুন আল্ট্রাওয়াইড ক্যামেরা, 50 মেগাপিক্সেল টেলিফটো সেন্সর, ও 12 মেগাপিক্সেল 1/2.55 ইঞ্চি 3x ক্যামেরা অথবা 50 মেগাপিক্সেল ক্যামেরা পেতে পারে। জানা গেছে, ফোনগুলি বেশ কিছু মার্কেটে Exynos 2600 প্রসেসরে চলবে। আবার অন্যান্য অঞ্চলে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর ব্যবহার করতে পারে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দুর্ধর্ষ ছবি উঠবে এমন ফোন কিনতে চান? 25,000 টাকা সস্তায় মিলছে এই স্মার্টফোন
  2. Realme আনছে তাদের সবথেকে সুন্দর ডিজাইনের ফোন, দেখলে মুগ্ধ হতে বাধ্য!
  3. Oppo Reno 15 সিরিজের তিনটি ফোন ডিসেম্বরে ভারতে আসছে, থাকবে 200 মেগাপিক্সেল ক্যামেরা
  4. Samsung Galaxy S26 সিরিজের লঞ্চ ডেট! 200MP ক্যামেরা সহ সেরা AI ফিচার্স থাকবে
  5. Realme C85 সিরিজ 7,000mAh ব্যাটারি ও 24 জিবি পর্যন্ত র‍্যাম সাপোর্টের সঙ্গে লঞ্চ হল
  6. Vivo Y19s 5G ভারতে লঞ্চ হল 6,000mAh ব্যাটারির সঙ্গে, প্রায় 23 ঘন্টা ইউটিউব দেখা যাবে ফুল চার্জে
  7. Realme GT 8 Pro ফোনের আরও ফিচার ঘোষণা হল, 120W ফাস্ট চার্জিং এবং 2K ডিসপ্লের সঙ্গে ভারতে আসছে
  8. Huawei ইতিহাস সৃষ্টি করে বিশ্বের প্রথম ডুয়াল 200MP ক্যামেরা স্মার্টফোন আনছে
  9. OnePlus 15T বিশাল 7,000mAh ব্যাটারি, Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর সহ বাজার কাঁপাতে আসছে
  10. Realme GT 8 Pro এই তারিখে 200MP ক্যামেরার সাথে ভারতে লঞ্চ হতে পারে
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »