মানুষ যাতে নিজ সাধ্যের মধ্যে নতুন ইনফিনিটি ডিসপ্লে এর অধিকারী এবং অসাধারণ স্ক্রিনের ফোন টি ব্যবহার করতে পারে তাই এ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও স্যামসাঙ জানিয়েছে.
চলতি স্মার্টফোনের বাজারে সাড়া ফেলতে স্যামসাঙ মে মাসে ভারতে চারটি নতুন গ্যালাক্সি J সিরিজের স্মার্টফোন চালু করার পরিকল্পনা গ্রহণ করেছে। এদের সবগুলিই নয়ডা থেকে তৈরি হবে।
মানুষ যাতে নিজ সাধ্যের মধ্যে নতুন ইনফিনিটি ডিসপ্লে এর অধিকারী এবং অসাধারণ স্ক্রিনের ফোন টি ব্যবহার করতে পারে তাই এ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও স্যামসাঙ জানিয়েছে।
উল্লেখযোগ্যভাবে,স্যামসাঙ তার ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলো যেমন গ্যালাক্সি নোট 8 এবং গ্যালাক্সি এস 9 সিরিজ এর ফোনগুলিতে থাকা ইনফিনিটি ডিসপ্লে, এবার নতুন ডিভাইসগুলির সাথে ভারতীয় বাজারে কম দামে চালু করার কথাও ঘোষণা করেছে।
2017 সালে গ্যালাক্সি এস 8 সিরিজের ফোনটিতে প্রথম ইনফিনিটি ডিসপ্লে চালু করা হয়।
নতুন গ্যালাক্সি জির স্মার্টফোনগুলি এস বাইক মোড, আল্ট্রা ডেটা সেভিং (ইউডিএস) মোড এবং টার্বো স্পিড টেকনোলজি ইত্যাদির মতো বৈশিষ্ট্য সহ ভারতের বাজারে আসতে চলেছে।
জনপ্রিয় জি সিরিজের গ্যালাক্সি J7 ডুও ডুয়াল ক্যামেরার ফোনটিকে আবার 16,990 টাকায় এপ্রিল মাসে ভারতীয় বাজারে আনা হয়েছে। এই ফোনটিতে 13 মেগাপিক্সেল ও 5 মেগাপিক্সেল এর ডুয়াল ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Realme Neo 8 Key Specifications Leaked Online; Might Launch With an 8,000mAh Battery