15,000 টাকার সেগমেন্টে Infinix Note 50x নতুন এন্ট্রি
Photo Credit: Infinix
সবার দামি ফোন কেনার সামর্থ থাকে না। সেই কারণে বাজেট স্মার্টফোন সেগমেন্টে বিকল্প প্রচুর। সময়ের সাথে সামঞ্জস্য বজায় রেখে আজকাল কমদামি ফোনগুলিতেও আকর্ষণীয় বৈশিষ্ট্যের সমাহার দেখা যাচ্ছে। আগে যেখানে অপেকাক্ষৃত সস্তা মোবাইল কেনার সময় ডিসপ্লে ও ব্যাটারি মেজর ফেক্টর হিসাবে বিবেচিত হত, সেখানে এখন প্রসেসর, ক্যামেরা, কানেক্টিভিটি, ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানদন্ড হিসাবে ধরা হচ্ছে। বাজার দখল করতে Samsung, iQOO, Realme সহ নানা ব্র্যান্ড 15,000 টাকার মধ্যে একের পর এক নতুন ফোন লঞ্চ করছে। ফলে ক্রেতাদের একাংশ বেশি খরচ না করে কম দামে ভাল ফোন ব্যবহারের দিকে ঝুঁকছেন। Gadgets 360 বাংলার এই প্রতিবেদনে 15,000 টাকার সেগমেন্টে পাঁচটি সেরা স্মার্টফোনের হদিশ রইল।
Samsung Galaxy M16 আমাদের তালিকার এক নম্বরে জায়গা পেয়েছে। দেখতে আহামরি না হলেও, ভরসাযোগ্যতার জন্য ফোনটি প্রথম স্থান অধিকার করেছে। এতে 6.7-ইঞ্চি ফুল-এইচডি+ সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। MediaTek Dimensity 6300 প্রসেসর 8GB পর্যন্ত RAM এবং সর্বাধিক 128GB অনবোর্ড স্টোরেজ উপলব্ধ। ফোনটির রিয়ার ক্যামেরা সেটআপে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 5 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর বর্তমান। ফোনটির সামনে 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরাও রয়েছে। এতে 5,000 এমএএইচ ব্যাটারি রয়েছে যা 25 ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে।
ভারতে Samsung Galaxy M16 এর দাম 12,499 টাকা থেকে শুরু হচ্ছে। এই মডেলে 4GB + 128GB স্টোরেজ আছে। অন্যদিকে 6GB এবং 8GB র্যাম ভেরিয়েন্টের দাম যথাক্রমে 13,999 টাকা এবং 15,499 টাকা। ফোনটি ব্লাশ পিঙ্ক, মিন্ট গ্রিন এবং থান্ডার ব্ল্যাক রঙে পাওয়া যাচ্ছে। Amazon, Samsung India ওয়েবসাইট এবং অফলাইন দোকানের মাধ্যমে কেনা যাবে।
আমাদের তালিকায় দুই নম্বর স্থান থেকে চাইনিজ ফোনের রমরমা শুরু। 120Hz রিফ্রেশ রেট সহ 6.7-ইঞ্চি LCD ডিসপ্লে রয়েছে iQOO Z10x স্মার্টফোনে। এটি MediaTek Dimensity 7300 প্রসেসরে চলে এবং 8GB পর্যন্ত RAM ও সর্বাধিক 256GB অনবোর্ড স্টোরেজের সাথে যুক্ত। iQOO Z10x এর ব্যাক প্যানেলে অটোফোকাস সহ একটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল বোকেহ সেন্সর রয়েছে। সামনে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা উপলব্ধ। ফোনটির 6,500mAh ব্যাটারি 44W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
ভারতে iQOO Z10x এর 6GB + 128GB ভেরিয়েন্টের জন্য 13,499 টাকা খরচ হবে। অন্যদিকে, 8GB + 128GB এবং 8GB + 256GB অপশনের দাম যথাক্রমে 14,999 টাকা এবং 16,499 টাকা। এটি Amazon এবং iQOO India Store থেকে আল্ট্রামেরিন এবং টাইটানিয়াম রঙে পাওয়া যাচ্ছে।
Infinix Note 50x একটি ব্র্যান্ড নিউ মডেল। এই হ্যান্ডসেটে 90Hz রিফ্রেশ রেট সহ 6.67-ইঞ্চি HD+ LCD স্ক্রিন রয়েছে। MediaTek Dimensity 7300 চিপসেট 8GB পর্যন্ত RAM এবং 128GB পর্যন্ত স্টোরেজ সমর্থন করে। Infinix Note 50x-এর ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপের প্রধান ক্যামেরা 50 মেগাপিক্সেল। সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য এতে 8 মেগাপিক্সেলের সিঙ্গেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরাও রয়েছে। ফোনটির 5,500mAh ব্যাটারি 45W তারযুক্ত ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
ভারতে Infinix Note 50x এর দাম 11,499 টাকা থেকে শুরু হচ্ছে। এটি 6GB + 128GB স্টোরেজের মূল্য। আর 8GB + 128GB মডেলটির দাম 12,999 টাকা। এটি এনচ্যান্টেড পার্পল, সি ব্রিজ গ্রিন এবং টাইটানিয়াম গ্রে রঙে পাওয়া যাচ্ছে। হ্যান্ডসেটটি ফ্লিপকার্টের মাধ্যমে কেনা যাবে।
Realme P3x এই বছরের শুরুতে Realme P3 Pro এর সাথে লঞ্চ হয়েছিল। এই ফোনে 120Hz রিফ্রেশ রেট সহ 6.7-ইঞ্চি ফুল-এইচডি+ এলসিডি স্ক্রিন ব্যবহার হয়েছে। এটি মিডিয়াটেক ডাইমেনসিটি 6400 চিপসেট, 8GB পর্যন্ত RAM এবং 128GB পর্যন্ত eMMC 5.1 অনবোর্ড স্টোরেজ অফার করে। ফোনটির পিছনে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও একটি ২ মেগাপিক্সেল সেন্সর রয়েছে। সেলফি ক্যামেরাটি 8 মেগাপিক্সেল৷ ডিভাইসটির 6,000mAh ব্যাটারি 45W চার্জারে চার্জ দেওয়া যাবে।
ভারতে Realme P3x এর দাম 13,999 টাকা থেকে শুরু হচ্ছে, যা 6 জিবি র্যাম + 1268 জিবি স্টোরেজ অফার করে। এছাড়া, 8 জিবি + 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের জন্য 14,999 টাকা খরচ হবে। এটি লুনার সিলভার, মিডনাইট ব্লু এবং স্টেলার পিঙ্ক রঙে কেনা যাবে। রিয়েলমি ওয়েবসাইট এবং ফ্লিপকার্টে পেয়ে যাবেন।
Vivo T4x মার্চ মাসে ভারতে লঞ্চ হয়েছে। এতে 6.72 ইঞ্চি ফুল-এইচডি+ এলসিডি স্ক্রিন এবং 120 হার্টজ রিফ্রেশ রেট আছে। ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 প্রসেসর দ্বারা পরিচালিত যা 8 জিবি পর্যন্ত LPDDR4X র্যাম এবং 256 জিবি পর্যন্ত UFS 3.1 স্টোরেজ অফার করে। হ্যান্ডসেটটির পিছনের প্যানেলে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 2 মেগাপিক্সেল সেকেন্ডারি ডেপথ সেন্সর রয়েছে। ফোনে থাকা 6,500mAh ব্যাটারি 44W ফাস্ট চার্জিং অফার করে।
ভারতে Vivo T4x এর স্টার্টিং প্রাইস 13,999 টাকা যা 6 জিবি + 128 জিবি স্টোরেজ অফার করে। এটির 8 জিবি + 128 জিবি ভেরিয়েন্টের দাম 16,999 টাকা। মেরিন ব্লু এবং প্রোন্টো পার্পল রঙে কিনতে পারবেন। ফোনটি ফ্লিপকার্ট, ভিভো ইন্ডিয়া ই-স্টোর ও অফলাইন স্টোরে উপলব্ধ।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
...অধিক