শীঘ্রই ভারতের প্রথম 5G ফোন লঞ্চ করতে চলেছে iQoo। 2019 সালে চিনে iQoo-এর আত্মপ্রকাশ। সম্প্রতি ভারতের বাজারে প্রবেশ করেছে Vivo-র সাব ব্র্যান্ড। শীঘ্রই ভারতে 5G ফোন লঞ্চের টিজার প্রকাশ করেছে চিনের কোম্পানিটি।
ফেব্রুয়ারিতেই ভারতে প্রথম ফোন লঞ্চ করতে পারে iQoo
শীঘ্রই ভারতের প্রথম 5G ফোন লঞ্চ করতে চলেছে iQoo। 2019 সালে চিনে iQoo-এর আত্মপ্রকাশ। সম্প্রতি ভারতের বাজারে প্রবেশ করেছে Vivo-র সাব ব্র্যান্ড। সম্প্রতি ভারতে 5G ফোন লঞ্চের টিজার প্রকাশ করেছে চিনের কোম্পানিটি। ইতিমধ্যেই YouTube-এ নতুন ফোনের টিজার ভিডিও প্রকাশ করেছে iQoo। সম্প্রতি নিউজিল্যান্ডের মাঠে খেলা শেষের পর বিরাট কোহলির হাতে এই ফোন দেখা গিয়েছে।
ইতিমধ্যেই ভারতের গ্রাহকদের জন্য আলাদা ওয়েবসাইট তৈরি করেছে iQoo। কোম্পানির YouTube চ্যানেলে শীঘ্রই ভারতে 5G ফোন লঞ্চের ইঙ্গিত মিলেছে।
সম্প্রতি ESPNcricinfo-র টুইটার হ্যান্ডল থেকে বিরাট কোহলির একটি ছবি সামনে এসেছে। এই ছবিতে ভারত অধিনায়ককে ফোনে কথা বলতে দেখা যাচ্ছে। এই ছবিতে কোহলির কানে যে ফোন রয়েছে তা নিয়েই জল্পনা বাড়তে শুরু করেছে। অনেকেই এই ফোনের মডেল নম্বর জানিতে চেয়েছেন।
If you were on the phone with Virat Kohli, what would you tell him? pic.twitter.com/IKJfe82rpX
— ESPNcricinfo (@ESPNcricinfo) February 3, 2020
YouTube-এ RevAtlas চ্যানেল থেকে প্রকাশিত এক ভিডিওতে জানানো হয়েছে বিরাট কোহলির এই ফোন আসলে iQoo Pro 5G Edition। গত বছর চিনে এই ফোন লঞ্চ হয়েছিল।
গত মাসে ভারতে iQoo প্রধান সাংবাদিকদের জানিয়েছিলেন ভারতে কোম্পানির প্রথম স্মার্টফোনে Snapdragon 865 চিপসেট থাকবে। যদিও iQoo Pro 5G Edition-এ রয়েছে Snapdragon 855+ চিপসেট। তাই ভারতে এই ফোন লঞ্চের সম্ভাবনা কম। নতুন ফোনে সেরা Snapdragon চিপসেটের সঙ্গেই থাকতে পারে 44W ফাস্ট চার্জ সাপোর্ট।
গত বছর চিনে iQoo ব্র্যান্ড লঞ্চ করেছিল Vivo। শুরুতে Vivo iQoo নামে লঞ্চ হলেও ভারতে iQoo নামে বেঙ্গালুরুতে আলাদা অফিস শুরু করেছে চিনের কোম্পানিটি। যদিও Vivo-র কারখানা থেকেই iQoo মোবাইল তৈরি হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Oppo Reno 16 Series Early Leak Hints at Launch Timeline, Dimensity 8500 Chipset and Other Key Features