Photo Credit: Vivo
Vivo কোম্পানী বিশ্বের বাজারে একাধিক স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে।সম্প্রতি একটি রিপোর্ট অনুযায়ী,একটি সার্টিফিকেশন প্ল্যাটফর্মে Vivo কোম্পানীর তিনটি হ্যান্ডসেট, যার মধ্যে দুটি Vivo V50-সিরিজের মডেল দেখা গিয়েছে, যেটি থেকে অনুমান করা হচ্ছে,এটি যথাসম্ভব Vivo V40 সিরিজের উত্তরসূরী হিসেবে আসতে পারে।বিগত 25সে সেপ্টেম্বর এই সিরিজটির সর্বশেষ মডেলটি লঞ্চ করা হয়েছিল।
অন্যদিকে এই একই প্ল্যাটফর্মে Vivo Y29 4G,হ্যান্ডসেটিকেও দেখা গিয়েছে।
MySmartPrice-এর একটি রিপোর্ট অনুযায়ী,EEC-এর ডেটাবেসে Vivo V50 এবং Vivo V50 e-হ্যান্ডসেট দুটিকে মডেল নম্বর V2427 এবং V2428-র সাথে দেখা গিয়েছে। অন্যদিকে Vivo Y29 4G-মডেলটিকে মডেল নম্বর V2434 এর সাথে দেখা গিয়েছে।
এই সিদ্ধান্তটি আশার আগেই,Vivo V50 এবং Vivo V50 e হ্যান্ডসেট দুটিকে টিপস্টার যোগেশ ব্রার আন্তর্জাতিক মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটির (IMEI)-এর ডেটাবেসে দেখিয়েছিল,তারপরে এটি ঘটে।তবে তালিকায় এখনও পর্যন্ত কোনোরকম হ্যান্ডসেটের স্পেসিফিকেশন প্রকাশ করা হয়নি। কিন্তু মনে করা হচ্ছে আসন্ন হ্যান্ডসেটগুলি কোম্পানির পূর্ববর্তী মডেল Vivo V40 এবং Vivo V40 e-এর বৈশিষ্ট্য বহন করতে পারে।
Vivo V40,হ্যান্ডসেটটিতে 120Hz রিফ্রেশরেটের সাথে একটি 6.78 ইঞ্চির Full-HD+(1260× 2800 পিক্সেল)AMOLED ডিসপ্লে আছে।যেটি সর্বোচ্চ 4,500নিট পর্যন্ত উজ্জ্বলতা বহন করে।এটি একটি 4nm কোয়ালকম Snapdragon 7 Gen 3 SoC-দ্বারা চালিত।স্মার্টফোনটিতে 12জিবি পর্যন্ত RAM এবং 512জিবি পর্যন্ত স্টোরেজ যুক্ত করা আছে।
ক্যামেরার ক্ষেত্রে হ্যান্ডসেটটিতে Zeiss-এর সহযোগিতায় নির্মিত ডুয়াল রিয়ার ক্যামেরা ইউনিট আছে,যারমধ্যে প্রধান ক্যামেরাটি 50মেগাপিক্সেলের এবং এটিতে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন(OIS) এবং অটো ফোকাস(AF) আছে,অন্য ক্যামেরাটি 50মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা।হ্যান্ডসেটটিতে একটি 5,500mAh-এর ব্যাটারীও আছে।
অন্যদিকে Vivo V40 e-হ্যান্ডসেটটিতে 120Hz রিফ্রেশরেট সহ একটি 6.77 ইঞ্চির Full-HD+(1080×2392 পিক্সেল) 3D কার্ভড AMOLED স্ক্রিন আছে,এটি HDR10+কে সমর্থন করে এবং এটিতে SGS লো ব্লু লাইটের সার্টিফিকেশন আছে। এটি একটি 4nm MediaTek Daimensity 7300 চিপসেট দ্বারা চালিত।এটির সাথে 8জিবি LPDDR4X RAM এবং 256জিবি পর্যন্ত UFS 2.2-স্টোরেজ যুক্ত করা আছে। ক্যামেরার ক্ষেত্রে এটিতেও ডুয়াল রিয়ার ক্যামেরা আছে,যার মধ্যে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন OIS-এর সাথে একটি 50মেগাপিক্সেলের Sony IMX882-এর প্রধান ক্যামেরা এবং অন্যটি একটি Aura লাইট ইউনিট সহ 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড শুটার।হ্যান্ডসেটটিতে 80W এর তারযুক্ত দ্রুত চার্জিং হয় এমন একটি 5,500mAh-এর ব্যাটারী আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন